বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল বিসিসিআই। ২০২২ সালের আইপিএল সংস্করণে দেখা যাবে ১০ দলকে। আহমেদাবাদে বৃহস্পতিবারই বোর্ডের এজিএম ছিল। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ড প্রশাসকরা।
ঘরোয়া ক্রিকেটারদের সেক্ষেত্রে আরো সুযোগ বাড়ল আইপিএলে। এমনটাই মনে করছে ক্রিকেট মহল। এদিকে, ঘরোয়া ক্রিকেটারদের আরো বড় সুখবর শোনাতে চলেছে বোর্ডের। সূত্রের খবর, রঞ্জি কিংবা বিজয় হাজারে ট্রফি কোভিড পরিস্থিতির কারণে যে খেলা হলে, বোর্ড ক্রিকেটারদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছে।
১০ জানুয়ারি সৈয়দ মুস্তাক আলি ট্রফির মাধ্যমে ঘরোয়া ক্রিকেট শুরু হতে চলেছে ভারতে। টাইমস অফ ইন্ডিয়া-কে বোর্ডের এক কর্তা বলেছেন, "ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার ভাবনা পুরোটাই সচিব জয় শাহের।" সেইসঙ্গে ক্রিকেটারদের ইন্সুরেন্স ৫ লক্ষ থেকে ১০ লক্ষ করে দেওয়া হল এদিন থেকেই।
এদিকে, আইপিএলে এই মরশুম থেকেই দল বাড়াতে চান অনেক কর্তা। জানা গিয়েছে, বোর্ড শুরুতে এই প্রস্তাবে রাজি হলেও পিছিয়ে যাওয়ার পিছনে রয়েছে একাধিক ফ্যাক্টর।
জানা গিয়েছে অতিমারীর পরিস্থিতির কারণে সম্ভাব্য বিডার কিংবা সম্প্রচারকারী সংস্থার তরফে সেরা আর্থিক প্রস্তাব পাবে না। তা বিবেচনা করেই আপাতত পিছিয়ে দেওয়া হল অন্তর্ভুক্তি। তাছাড়া এই মুহূর্তে জোড়া দল সংযোজন করলে এত অল্প সময়ে সূচি, ভেন্যু সহ একাধিক বিষয় বন্দোবস্ত করতে নাজেহাল হত বোর্ড। তাই আপাতত পিছিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের কাছে।
এই বিষয় বিবেচনা করেই এবার ৮ দলের। আগামী মরশুম দেখবে ১০ দলের আইপিএলের সম্প্রসারণ।
আরো পড়ুন: সভার আগেই পদত্যাগ বোর্ডের শীর্ষকর্তার, ভয়ঙ্কর ঘটনায় মারাত্মক চাপে ভারতীয় ক্রিকেট
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন