India squad for South Africa T20Is: শুক্রবার একই দিনে অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকার ট্রফির সঙ্গেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার টি২০-র জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই। সূর্যকুমার যাদব যথারীতি দলের নেতা হিসেবে জায়গা ধরে রেখেছেন।
তবে বাংলাদেশের বিরুদ্ধে সম্প্রতি তিনটে টি২০-র জন্য যে স্কোয়াড নামিয়েছিল ভারতীয় দল, সেই দলে সামান্য অদলবদল হয়েছে। চোটের কারণে মায়াঙ্ক যাদব এবং শিভম দুবেকে রাখা হয়নি। রিয়ান পরাগকেও বাইরে রাখা হয়েছে। তাঁর আবার দীর্ঘদিনের ডান কাঁধে ইনজুরি রয়েছে।
এমনটাই জানানো হয়েছে বোর্ডের সরকারি বিবৃতিতে। অন্য এক তারকা থাকছেন না টি২০ স্কোয়াডে, তিনি নীতিশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকার ট্রফির জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে টি২০ স্কোয়াডে না থাকলেও যে তারকারা দক্ষিণ আফ্রিকায় এন্ট্রি নিলেন তাঁদের মধ্যে রয়েছেন অক্ষর প্যাটেল। বর্তমানে যিনি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতের স্কোয়াডে রয়েছেন। নতুন মুখ বলতে কর্ণাটকের বিজয়কুমার বৈশখ। একইভাবে প্রথমবার ডাক পেয়েছেন রামানদীপ সিং। যিনি কেকেআরের আইপিএল জয়ী স্কোয়াডের সদস্য ছিলেন। এবং বর্তমানে এমার্জিং এশিয়া কাপে ভারত-এ দলের হয়ে খেলছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪টি টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিংকু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, বিজয়কুমার বৈশখ, আবেশ খান, ইয়াশ দয়াল
পূর্ণাঙ্গ সূচি:
প্ৰথম টি২০: নভেম্বর ৮, শুক্রবার ডারবান
দ্বিতীয় টি২০: নভেম্বর ১০, রবিবার, গ্যাবেরহা
তৃতীয় টি২০: নভেম্বর ১৩, বুধবার, সেঞ্চুরিয়ন
চতুর্থ টি২০: নভেম্বর ১৪, শুক্রবার, জোহানেসবার্গ
READ THE FULL ARTICLE IN ENGLISH