দীর্ঘদিন পর জাতীয় দলে কামব্যাক ঘটছে জসপ্রীত বুমরার। আর প্রত্যাবর্তনেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে তারকা পেসারকে। সোমবার আয়ারল্যান্ড সফরের জন্য যে দল ঘোষণা করল বিসিসিআই, সেই দলের ক্যাপ্টেন হচ্ছেন বুমরা। এই প্ৰথমবার টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হচ্ছেন না বুমরা। এর আগেও ইংল্যান্ডে একমাত্র টেস্টের অধিনায়ক হয়েছিলেন তিনি। অগাস্টের ১৮ তারিখ থেকে আয়ারল্যান্ড সফর শুরু হচ্ছে।
গত বছর সেপ্টেম্বর থেকে পিঠে চোটের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বুমরা। শেষবার বুমরাকে দেখা গিয়েছিল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে খেলতে। তার আগে একইভাবে পিঠে চোট পেয়েছিলেন জুনে ইংল্যান্ড সফরের সময়। সেই কারণে দু-মাস বাইরে কাটিয়েছিলেন তিনি। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ঠিক প্রাক্কালে বুমরা পিঠে ব্যথার কথা জানান। তারপর টি২০ ওয়ার্ল্ড কাপেও খেলতে পারেননি তিনি। আইপিএল তো বটেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাঁকে পাওয়া যায়নি।
২৯ বছরের তারকা তারপর টানা এনসিএ-তে ছিলেন। বুমরার রিকভারির ওপর কড়া নজর ছিল বিসিসিআইয়ের। বোর্ডের উদ্দেশ্য ছিল আসন্ন এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের জন্য ফিট বুমরাকে পাওয়া। অন্যান্য তারকাদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণকে আয়ারল্যান্ড সিরিজে ডেকে নেওয়া হয়েছে। কৃষ্ণ শেষবার জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন।
সিরিজের সূচি:
প্ৰথম ওয়ানডে: ১৮ অগাস্ট, মালাহিদে
দ্বিতীয় ওয়ানডে: ২০ অগাস্ট, মালাহিদে
তৃতীয় ওয়ানডে: ২৩ অগাস্ট, মালাহিদে
আয়ারল্যান্ড সফরে ভারতের স্কোয়াড:
জসপ্রীত বুমরা, রুতুরাজ গায়কোয়াড, প্রসিদ্ধ কৃষ্ণ, যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিশ্নোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান
Read the full article in ENGLISH