Advertisment

Jasprit Bumrah named vice captain: টেস্টে রোহিতের অবসরের পর কে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন! বড় ইঙ্গিতে বিশাল ঘোষণা এবার BCCI-এর

India squad for the New Zealand Test series: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টানা তিনটে টেস্ট জিতলেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India, টিম ইন্ডিয়া,

Team India: নিউজিল্যান্ড সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই (বিসিসিআই)

India squad for the New Zealand Test series: টিম ইন্ডিয়ার লিডারশিপ গ্রুপে আগেও ছিলেন। এবার সেই জসপ্রীত বুমরাকেই সরকারিভাবে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হল। তিন টেস্টের সিরিজ শুরু হবে বেঙ্গালুরুতে। তারপর বাকি দুই টেস্ট হবে পুনে এবং মুম্বইয়ে।

Advertisment

ভারত কয়েকদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশকে দুরমুশ করে ২-০ করে টেস্ট সিরিজ জিতেছে। নিউজিল্যান্ড আবার শ্রীলঙ্কার কাছে ০-২ হেরে ভারতে নামছে। এদিকে, ভবিষ্যতে কোনও কারণে কোনও টেস্টে রোহিত খেলতে না পারলে বুমরাই নেতৃত্বের দায়িত্ব সামলাবেন। এই বিষয় বিবেচনা করেই বুমরাকে ডেপুটির দায়িত্ব তুলে দেওয়া হল আগামী নিউজিল্যান্ডের সিরিজে।

আরও পড়ুন: শারীরিকভাবে বাংলাদেশ দুর্বল! ভারতীয়দের ছক্কার ফোয়ারার জন্য শান্তদের জিনকে দায়ী টাইগার কোচের

২০২২-এর জুলাইয়ে বার্মিংহ্যাম টেস্টে বুমরার অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তবে এবার রোহিতের উত্তরসূরি হিসাবে টেস্ট অধিনায়ক হিসেবে বুমরাকেই ভাবা শুরু হয়ে গেল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, রোহিত অদূর ভবিষ্যতে কোনও টেস্ট না খেলতে না পারলে, নেতৃত্বে দেবেন বুমরাই।

আগামী নভেম্বরে ভারত পাঁচ ম্যাচের হেভিওয়েট বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজের জন্য উড়ে যাবে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই রোহিত ব্যক্তিগত কারণে এক টেস্টে না-ও খেলতে পারেন। সেক্ষেত্রে বুমরাকেই নেতৃত্বের দায়িত্ব নিতে হবে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে কোনও ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়নি। এবার নিউজিল্যান্ড সিরিজের আগে অগ্রিম ঘোষণা করা হল বুমরার নতুন দায়িত্ব পাওয়ার খবর।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ সদস্যের স্কোয়াডে আর কোনও এমনিতে চমক নেই। গতিতে ঝড় তোলা মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি সকলকেই ট্র্যাভেলিং রিজার্ভ স্কোয়াডে রাখা হয়েছে। সদ্য সমাপ্ত বাংলাদেশ সিরিজের স্কোয়াড থেকে একটিই বদল হয়েছে। ইয়াশ দয়াল জায়গা পাননি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), জাসপ্রিত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, KL রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ

READ THE FULL ARTICLE IN ENGLISH

BCCI New Zealand Indian Cricket Team Indian Team New Zealand Cricket Team India Cricket Team Team-India Team India
Advertisment