Advertisment

IND vs BAN: শারীরিকভাবে বাংলাদেশ দুর্বল! ভারতীয়দের ছক্কার ফোয়ারার জন্য শান্তদের জিনকে দায়ী টাইগার কোচের

Nic Pothas on IND vs BAN: টেস্ট হোক বা টি২০ ভারতীয়দের নূন্যতম চ্যালেঞ্জও ছুড়ে দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তারপরেই মুখ খুললেন বাংলাদেশের কোচ নিক পোথাস।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Nic Pothas on IND vs BAN

IND vs BAN: বাংলাদেশ শারীরিকভাবে দুর্বল, বলছেন নিক পোথাস (টুইটার)

India vs Bangladesh 3rd t20: ভারত বনাম বাংলাদেশের চলতি টি২০ সিরিজের অন্যতম ফারাক হয়ে দাঁড়িয়েছে দুই দলের ব্যাটারদের ছক্কা হাঁকানোর ক্ষমতায়। দুটো টি২০ ম্যাচে ভারত মাত্র ৩১ ওভার ব্যাটিং করে ২২ ছক্কা হাঁকিয়েছে। সেখানে বাংলাদেশ হাঁকিয়েছে মাত্র ৮টি। নীতিশ কুমার রেড্ডি একাই দুই ম্যাচে বাংলাদেশের সমান আটটি ছক্কা হাঁকিয়েছেন।

Advertisment

আর এই সামর্থ্যের ফারাকের জন্য বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস জিনগত সমস্যাকে দায়ী করেছেন। বলে দিয়েছেন, "ভারতীয়রা অনেক শক্তিশালী। আমরা নিজেদের স্ট্রেন্থ-কন্ডিশনিংয়ের জন্য পরিশ্রম করছি। তবে কেউ তো আর জিনগত বিষয় বদলাতে পারবে না!"

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ নিজের বক্তব্যের পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে বলে দিয়েছেন, "একজনের যদি ৯৫-১০০ কেজি এবং অন্যজনের যদি ৬৫ কেজি দৈহিক ওজন হয়, তাহলে শক্তিশালী যে সে বেশি জোরে বল হিট করতে পারবে। অবশ্যই টাইমিং এবং টেকনিক গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয় নিয়ে ক্রমাগত পরিশ্রম করে চলেছি।"

আরও পড়ুন: টেস্টে রোহিতের অবসরের পর কে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন! বড় ইঙ্গিতে বিশাল ঘোষণা এবার BCCI-এর

আর বাংলাদেশের কোচ ভারতীয়দের টানা ছক্কা হাঁকানোর দক্ষতার জন্য আইপিএল কৃতিত্ব দিয়েছেন। "আইপিএলের কথাও ভাবতে হবে। যেটা দুনিয়ার সেরা তারকাদের নিয়ে সর্বোচ্চ টি২০ টুর্নামেন্ট। আইপিএল থেকে ভারতীয়রা আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ পেয়ে যায়। ভারতীয়দের সঙ্গে আমাদের ছক্কা হাঁকানোর ফারাক অনেকটা ওয়েস্ট ইন্ডিয়ানদের সঙ্গে বাংলাদেশের ছক্কা মারার দক্ষতার সঙ্গে তুলনীয়।" বলে দিয়েছেন নিক পোথাস।

ভারতীয় ব্যাটিং কোচ রায়ান টেন দুশখাতে আবার ভারতীয় বোলারদের লাইন লেন্থের নিখুঁতত্বকে তুলে ধরছেন। "যেভাবে আমাদের বোলাররা নিখুঁত বোলিং করছে তাতে বাংলাদেশিদের পক্ষে ছক্কা হাঁকানোর সুযোগ থাকছে না।" যুক্তি গম্ভীরের সহকারীর।

আরও পড়ুন: 'বাঘ নির্যাতনে' অভিযুক্ত টিম ইন্ডিয়া! দশেরায় বাংলাদেশকে অসুর বানিয়ে রেকর্ডেই বিসর্জন হায়দরাবাদে

ঐতিহাসিকভাবেই বাংলাদেশিরা ছক্কা হাঁকাতে অপারগ। টি২০-তে যেখানে ছক্কা হাঁকানোর প্রদর্শনী চলে, সেখানে বাংলাদেশ তো আরওই পিছনে। ১৭৮টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে বাংলাদেশ ছক্কা হাঁকিয়েছে মাত্র ৬৯৭টি। ম্যাচ প্রতি হিসাবে যা চারটেরও কম।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড মাহমুদুল্লাহর দখলে। যিনি ৭৭টি ছক্কা মেরেছেন ১২৯টি কেরিয়ারে। ম্যাচ প্ৰতি যা প্রায় অর্ধেক। ভারতের আবার সূর্যকুমার যাদব একাই ৭০ ইনিংসে হাঁকিয়েছেন ১৩৯ ছক্কা। এমনকি পরিসংখ্যান বলছে, বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আন্তর্জাতিক ক্রিকেটে একটা ছক্কা হাঁকাতে গড় প্রতি বল হজম করেছেন ৪০টি।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team-India Team India
Advertisment