Advertisment

আর রঞ্জি নয়, ইশান্ত-অশ্বিনকে জানিয়ে দিল বিসিসিআই

ইশান্ত শর্মা আর রবিচন্দ্রন অশ্বিনকে যেন আর পরের রাউন্ডের রঞ্জি ট্রফিতে খেলানো না-হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই সংশ্লিষ্ট রাজ্য সংস্থার কাছে এই ফতোয়া পৌঁছে গেল বিসিসিআই-এর।

author-image
IE Bangla Web Desk
New Update
Ishant Sharma and R Ashwin

ফিট পাণ্ডিয়া, অনিশ্চিত অশ্বিন-জাদেজা (ছবি টুইটার)

ইশান্ত শর্মা আর রবিচন্দ্রন অশ্বিনকে যেন আর পরের রাউন্ডের রঞ্জি ট্রফিতে খেলানো না-হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই সংশ্লিষ্ট রাজ্য সংস্থার কাছে এই ফতোয়া পৌঁছে গেল বিসিসিআই-এর। এমনটাই রিপোর্ট দ্য টাইমস অফ ইন্ডিয়ার।

Advertisment

খুব সঙ্গত কারণেই বোর্ড ইশান্ত-অশ্বিনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে এই দুই বোলারের ফিটনেস নিশ্চিত করতেই বোর্ডের এই সিদ্ধান্ত। অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় পেস বিভাগের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ইশান্ত। এই ল্যাঙ্কি পেসার ইংল্যান্ডের মাটিতেও দুরন্ত পারফর্ম করেছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত একজন স্পিনারকে খেলালে হয়তো অশ্বিনকে ড্রেসিংরুমে বসতে হবে। কিন্তু ব্যাক-আপ হিসেবে তাঁকে তৈরি রাখবে ভারত। বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, “ইশান্ত এবং অশ্বিন, দু’জনেই অভিজ্ঞ বোলার। তাদেরকে আমাদের সংরক্ষণ করতে হবে। শামি খেলতে চেয়েছিল, ওকে আমরা ছাড় দিয়েছি। কিন্তু ইশান্তকে অস্ট্রেলিয়ায় প্রচুর বলই করতে হবে।”

আরও পড়ুন: বোর্ডের শর্ত মেনেই বাংলার হয়ে খেলতে পারবেন শামি

রিপোর্ট আরও জানিয়েছে যে, পরের ম্যাচে দিল্লি মুখোমুখি হবে হায়দরাবাদের। তারা ইশান্তকে চেয়েছে। ডান হাতি এই পেসার হিমাচল প্রদেশের বিরুদ্ধে এই মরসুমে রঞ্জির প্রথম ম্যাচে ২৮.৩ ওভার বল করে চার উইকেট নিয়েছিলেন। ফিরোজ শাহ কোটলায় আগুন জ্বালিয়েছিলেন তিনি। ইশান্ত ও নবদীপ সাইনিকে ছাড়া নিতীশ রানার পক্ষে কাজটা কঠিন হয়ে যাবে। অন্যদিকে তামিলনাড়ুর হয়ে আর অশ্বিন দ্বিতীয় ম্যাচে সুযোগ পাননি। কিন্তু ৩২ বছরের এই ক্রিকেটার তামিলনাড়ুর হয়ে রঞ্জিতে মধ্যপ্রদেশের হয়ে প্রথম ম্যাচে খেলেছিলেন।

অন্যদিকে শামিকে রঞ্জিতে খেলার সবুজ সঙ্কেত দিয়েছে বিসিসিআই। কিন্ত মনোজের দলের হয়ে একটি শর্তেই মাঠে নামতে পারবেন তিনি। রঞ্জিতে প্রতি ইনিংসে ১৫-১৮ ওভারের বেশি বল করতে পারবেন না শামি। ১৫-র থেকে বেশি হলে সেটা দুই বা তিন ওভার বাড়তে পারে। তার বেশি একেবারেই নয়। আগামী ২০ নভেম্বর কেরালার বিরুদ্ধে শর্ত সাপেক্ষেই মাঠে নামবেন শামি। বঙ্গজ পেসারকে অস্ট্রেলিয়া সফরের ফিট রাখতেই বোর্ডের এই সিদ্ধান্ত।

BCCI Ishant Sharma
Advertisment