New Update
/indian-express-bangla/media/media_files/2024/12/21/nNYiQHJwy0Meg1papAiH.jpg)
Indian Test Team: ভারতীয় টেস্ট দল। Photograph: (ছবি- টুইটার)
Indian Test Team: ভারতীয় টেস্ট দল। Photograph: (ছবি- টুইটার)
BCCI has taken strict action against Gambhir's manager: ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সের কথা মাথায় রেখে সফরে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়া যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মুম্বইয়ে বিসিসিআইয়ের পর্যালোচনা সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের ম্যানেজারের বিরুদ্ধেও।
টেস্ট ক্রিকেটে ভারত সম্প্রতি ধারাবাহিকভাবে খারাপ পারফর্ম করেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরেছে। যা অতীতে কখনও হয়নি। অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে ১-৩ ব্যবধানে হেরেছে। ১০ বছর পর এই সিরিজে হেরেছে টিম ইন্ডিয়া। এর প্রেক্ষিতে বিসিসিআই ভারতীয় দলের পারফরম্যান্স উন্নত করতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যার অন্যতম হল- খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হয়েছে সফরে স্ত্রী ও পরিবারের সদস্যদের নেওয়া যাবে না। শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের যে পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে বোর্ড কর্তারা, প্রধান কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকর ও টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক রোহিত শর্মা উপস্থিত ছিলেন।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিসিসিআই কোভিড-১৯ এর সময় বাতিল করা পুরোনো নিয়মটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআইয়ের মুম্বই অফিসে কর্মরত একজন আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সফরে আর স্ত্রী ও পরিবারের সদস্যদের ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে ভ্রমণ করতে দেওয়া হবে না। বোর্ড কর্তারা বিশ্বাস করেন যে সফরের সময় পরিবারের সদস্যদের খেলোয়াড়দের সঙ্গে থাকা, বিশেষ করে বিদেশে খেলার সময় খেলোয়াড়দের সঙ্গে পরিবারের সদস্যরা থাকলে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ে। বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজের সময়, অনেক ক্রিকেটারের স্ত্রী এবং পরিবারের সদস্য, গোটা সফরকালে অস্ট্রেলিয়ায় ছিলেন।
নতুন নিয়ম অনুসারে, ৪৫ দিনের বেশি সময় ধরে চলা কোনও টুর্নামেন্ট বা সিরিজে, স্ত্রী বা পরিবারের সদস্যরা খেলোয়াড়ের সঙ্গে মাত্র ১৪ দিন থাকতে পারবেন। আর, ছোট সফরে সেই সময়সীমা কমিয়ে মাত্র ৭ দিন করা হয়েছে। বিসিসিআই একইসঙ্গে আরও একটি কঠোর নিয়মও চালু করেছে। তাতে বলা হয়েছে, কোনও খেলোয়াড়কে আলাদাভাবে সফর করতে দেওয়া হবে না। বোর্ড কর্তারা গত কয়েক বছর ধরেই দেখেছেন যে, কিছু ভারতীয় খেলোয়াড় টিম বাসে যাওয়ার পরিবর্তে আলাদাভাবে সফর করেছেন। সেই ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সম্পর্কে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, 'দলীয় ঐক্যের কথা মাথায় রেখে, এখন থেকে সমস্ত খেলোয়াড়কে কেবল টিম বাসেই ভ্রমণ করতে হবে। যত বড় খেলোয়াড়ই হোক না কেন, তাঁকে আলাদাভাবে ভ্রমণ করতে দেওয়া হবে না। এমনটাই স্থির হয়েছে বৈঠকে।'
আরও পড়ুন- ঋদ্ধিমান সাহার মামলা লড়েছিলেন, বিসিসিআইয়ে এবার তিনিই বড় পদে, কয়েক দশক ধরে পরিবার মদ ব্যবসায় যুক্ত
একইসঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গৌতম গম্ভীরের ব্যক্তিগত ম্যানেজার গৌরব অরোরার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি ভারতীয় দলের সঙ্গে সফরে ছিলেন। ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি। তাই বিসিসিআই অরোরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। খবরে প্রকাশ যে, অরোরাকে আর ভারতীয় দলের সঙ্গে একই হোটেলে থাকতে দেওয়া হবে না। তাঁকে স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসতে দেওয়া হবে না। তাঁকে টিম বাসেও উঠতে দেওয়া হবে না।