BCCI Rohit-Kohli: 'ওঁরা কিংবদন্তি!' রোহিত কোহলি কেন এ প্লাস গ্রেডে, চুক্তি নিয়ে সাফাই বিসিসিআইয়ের

Shreyas Iyer is set to regain his BCCI central contract after missing out last year. Meanwhile, Ishan Kishan may have to wait longer despite playing a full domestic season. Rohit Sharma and Virat Kohli are expected to retain their top-tier contracts.গত বছর, মাত্র চার জন খেলোয়াড় গ্রেড এ+ ক্যাটাগরিতে ছিলেন। তাঁরা হলেন- কোহলি, রোহিত, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা।

Shreyas Iyer is set to regain his BCCI central contract after missing out last year. Meanwhile, Ishan Kishan may have to wait longer despite playing a full domestic season. Rohit Sharma and Virat Kohli are expected to retain their top-tier contracts.গত বছর, মাত্র চার জন খেলোয়াড় গ্রেড এ+ ক্যাটাগরিতে ছিলেন। তাঁরা হলেন- কোহলি, রোহিত, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli-Rohit Sharma: বিরাট কোহলি ও রোহিত শর্মা

Virat Kohli-Rohit Sharma: বিরাট কোহলি ও রোহিত শর্মা। (ছবি- টুইটার)

BCCI Contracts: Shreyas Iyer Set to Return, Ishan Kishan Likely to Wait Longer: টি-২০ থেকে অবসর নিলেও রোহিত শর্মা ও বিরাট কোহলি কেন গ্রেড এ+ ক্যাটাগরিতেই বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন? খবরে প্রকাশ, বিসিসিআই শীঘ্রই ২০২৪-২৫ মরশুমের জন্য বার্ষিক প্লেয়ার রিটেনশিপ ঘোষণা করতে চলেছে। সূত্রের খবর, গ্রেড এ+ ক্যাটাগরিতেই থাকবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। 

Advertisment

গত বছর, মাত্র চার জন খেলোয়াড় এই ক্যাটাগরিতে ছিলেন— কোহলি, রোহিত, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। ভালো পারফরম্যান্স না করা সত্বেও এবারও রোহিত ও কোহলিকে ওই গ্রেডেই রেখে দেওয়া নিয়ে প্রশ্ন উঠলে বিসিসিআই-এর এক সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, 'ওঁরা (রোহিত ও কোহলি) কিংবদন্তি খেলোয়াড়। বিসিসিআই তাঁদের যথাযোগ্য সম্মান দেবে।'  

তবে, রবীন্দ্র জাদেজার শীর্ষ স্তরের চুক্তি ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ তিনি এখন শুধু দুটি ফরম্যাটে খেলেন। জাদেজা ২০২৪ টি-২০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন এবং এ বছর দুবাইয়ে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

পাশাপাশি, পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার বিসিসিআই-এর বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে ফিরতে চলেছেন। তিনি গত বছর এই চুক্তি থেকে বাদ পড়েছিলেন। শ্রেয়সের ফেরা একপ্রকার নিশ্চিত হলেও উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণকে এখনও কেন্দ্রীয় চুক্তির জন্য অপেক্ষা করতে হতে পারে। যদিও বিসিসিআইয়ের নির্দেশ মেনে তিনি পুরোমাত্রায় ঘরোয়া ক্রিকেট খেলেছেন। তবে, ঈশানের ভাগ্যের শিকে এখনই ছিঁড়ছে না বলেই বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবরে জানা গিয়েছে।

Advertisment

শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ গত বছর বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। কারণ তাঁরা ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত অংশ নেননি বলে অভিযোগ উঠেছিল। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পর শ্রেয়স আবার ভারতীয় ওয়ানডে দলে ফিরেছেন। কিন্তু, ঈশান শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালের নভেম্বর মাসে।  

সংবাদমাধ্য়মকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, 'ওঁকে (ঈশান) এখনও কেন্দ্রীয় চুক্তিতে ফেরার জন্য অপেক্ষা করতে হবে। ও বিসিসিআই-এর শর্ত পূরণের চেষ্টা করেছে, তবে এখনও সেই চেষ্টা যথেষ্ট নয়। সেই কারণেই ওঁকে অপেক্ষা করতে হবে।'

আরও পড়ুন- 'এমন শট আমি জিন্দেগিতে মারতে পারব না!' সূর্যকুমারের লা-জবাব ফ্লিক-স্কুপ শট দেখে বিস্মিত রিকেলটন

এই পরিস্থিতিতে, কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী প্রথমবারের মত বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হতে চলেছেন। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত ৩টি টেস্ট, ৮টি ওডিআই বা ১০টি টি-২০ খেলবেন, তাঁরা স্বয়ংক্রিয়ভাবে গ্রেড সি চুক্তিতে অন্তর্ভুক্ত হবেন। বরুণ সেই কারণেই বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন।   

Shreyas Iyer BCCI Ishan Kishan IPL Cricket News