Suryakumar Yadav: 'এমন শট আমি জিন্দেগিতে মারতে পারব না!' সূর্যকুমারের লা-জবাব ফ্লিক-স্কুপ শট দেখে বিস্মিত রিকেলটন

Suryakumar Yadav wowed the Wankhede crowd with a jaw-dropping flick-scoop shot off Andre Russell, leaving MI teammate Ryan Rickelton in awe. SKY’s 27* off 9 powered MI to a dominant win over KKR. আন্দ্রে রাসেলের বলে সূর্যকুমার যাদবের কিছু অসাধারণ ফ্লিক-স্কুপ শট দেখে মুগ্ধ এমআইয়ের রায়ান রিকেলটন। ৯ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে এমআইকে জয় এনে দিয়েছেন এসকেওয়াই।

Suryakumar Yadav wowed the Wankhede crowd with a jaw-dropping flick-scoop shot off Andre Russell, leaving MI teammate Ryan Rickelton in awe. SKY’s 27* off 9 powered MI to a dominant win over KKR. আন্দ্রে রাসেলের বলে সূর্যকুমার যাদবের কিছু অসাধারণ ফ্লিক-স্কুপ শট দেখে মুগ্ধ এমআইয়ের রায়ান রিকেলটন। ৯ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে এমআইকে জয় এনে দিয়েছেন এসকেওয়াই।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Suryakumar Yadav: কেকেআরের বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদব

Suryakumar Yadav: কেকেআরের বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদব। (ছবি- সূর্যকুমার যাদব)

WATCH: Suryakumar Yadav’s Half Flick-Scoop Shot Stuns Ryan Rickelton, Who Calls Him ‘a Joke’: আইপিএল ২০২৫-এ দুর্দান্ত এক শট খেলে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন সূর্যকুমার যাদব। আন্দ্রে রাসেলের অফ-স্টাম্পের বাইরে ব্যাক-অফ-এ-লেংথ বলে সূর্যকুমার যাদব যে শট খেলেছেন, তা যেন ছিল একসঙ্গে তিনটি শটের মিশ্রণ– একটি ফ্লিক, একটি স্কুপ এবং একটি সুইপ। বলটি গভীর ফাইন লেগ বাউন্ডারির ওপর দিয়ে ছক্কা হয়ে যায়।

Advertisment

সূর্যকুমার যাদবের এই অসাধারণ ইনিংস দেখে মুগ্ধ মুম্বই ইন্ডিয়ানসে তাঁর সতীর্থ রায়ান রিকেলটনও। তিনি নিজেও কেকেআরের বিরুদ্ধে সোমবারের ম্যাচে ৪১ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন। এটাই রিকেলটনের প্রথম আইপিএল অর্ধশতক। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি কুইনি (ডি কক)-কে বলছিলাম, সূর্য সত্যিই একটা বিস্ময়! এমন শট আমি কখনও কল্পনাও করতে পারি না, খেলতে তো পারবই না। তবে আমি খুশি যে সে আমাদের দলে এমন একজন আছে, যে এরকম শট খেলতে পারে!'

ওই ইনিংসে ৯ বলে ২৭ রান করে সূর্যকুমার যাদব শুধু মুম্বই ইন্ডিয়ানসকে ৮ উইকেটের সহজ জয় এনেই দেননি, বরং ভারতীয় টি-২০ ক্রিকেটে নতুন মাইলফলকও স্পর্শ করেছেন। তিনি টি-২০ ক্রিকেটে ৮,০০০ রান করা পঞ্চম ভারতীয় ব্যাটার। তাঁর আগে এই কীর্তি আছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার।

Advertisment

সোমবার ওয়াংখেড়েতে সূর্যকুমার যখন ওই বিধ্বংসী ইনিংস খেলেন, সেই সময় মুম্বইয়ের জয়ের জন্য ৫৫ বলে মাত্র ২৬ রানের দরকার ছিল। তখনই অমন চোখধাঁধানো ইনিংস খেলেন সূর্যকুমার।

আরও পড়ুন- 'নামের জোরেই কাটছে, না-হলে কবে বাদ পড়ে যেত,' রোহিতকে তীব্র কটাক্ষ বিশ্বখ্যাত তারকার

তবে, সূর্য কিন্তু গুজরাটের বিরুদ্ধে মুম্বইকে সাফল্য এনে দিতে পারেননি। ভারতীয় টি২০ দলের অধিনায়কের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই ভালো যাচ্ছিল না। এবারের আইপিএলের প্রথমদিকেও তিনি ভালো খেলতে পারেননি। সেটাই যেন উসুল করে নিলেন কেকেআরের বিরুদ্ধে ম্যাচে। 

Cricket News Mumbai Indians KKR IPL Suryakumar Yadav