India vs Australia: ভারতীয় দলের অনুশীলন দেখার সুযোগ দেওয়া হচ্ছে না। অস্ট্রেলিয়ান মিডিয়ার এই অভিযোগ অস্বীকার করল বিসিসিআই। এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যাকে অস্বীকার করে বিসিসিআই বলেছে, 'অনুশীলনের দরজা সবার জন্যই খোলা আছে।' বুধবার, 'দ্য অস্ট্রেলিয়ান' একটি প্রতিবেদনে দাবি করেছিল যে নির্মাণ শ্রমিকদের একটি দল ডব্লিউএসিএ (WACA) পুনর্নির্মাণ করছে। সেই শ্রমিকদেরকে তাদের কোম্পানির সিইও বলে দিয়েছেন যে, ভারতের নেট অনুশীলন দেখা যাবে না। ছবি তোলা যাবে না। আর, ড্রোনও ওড়ানো যাবে না। মুখে নয়, রীতিমতো মেল করে কর্মীদের এই নির্দেশ দিয়েছেন ওই সিইও।
বিসিসিআই অস্ট্রেলিয়ান মিডিয়ার এই সমস্ত দাবিই উড়িয়ে দিয়েছে। আর জানিয়েছে যে, ভারতীয় দল বন্ধ দরজার পিছনে অনুশীলন করছে। আর, অনুশীলনের সেশনটি সবাই দেখতে পারেন। পিটিআই-এর এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে লোকজনকে শুক্রবার থেকে রবিবার, ১৭ নভেম্বর পর্যন্ত টিম ইন্ডিয়ার প্রশিক্ষণ দেখার সুযোগ দেওয়া হবে। সেই সময় ভারতীয় দল নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে।
টিম ইন্ডিয়া কি অনুশীলনে গোপনীয়তা রাখছে, বিসিসিআই-কে সেই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। তার উত্তরে বিসিসিআই প্রশিক্ষণের সময় গোপনীয়তার অভিযোগ উড়িয়ে দিয়েছে। আর, কোনও সংস্থাকে অনুশীলন দেখতে বাধা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে। বিসিসিআইয়ের একটি সূত্র এই ব্যাপারে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, 'ভারত থেকে বা ভারতের কাছ থেকে এইজাতীয় কোনও অনুরোধ, অন্তত সরকারিভাবে করা হয়নি। অনুশীলন সবাই দেখতেই পারেন। ভারতীয় এবং অস্ট্রেলিয়ান মিডিয়া যতক্ষণ দেখতে চায়, দেখতে পারে।'
পিটিআই তাদের প্রতিবেদনে দাবি করেছে, ভারত এ দলের খেলোয়াড়রা পার্থ-এ নেমে অনুশীলন করেছেন। স্কোয়াডের সদস্যদের মধ্যে ম্যাচ হবে। এই ব্যাপারে বিসিসিআই সূত্র পিটিআইকে বলেছে, 'তিন দিনের কোনও স্বীকৃত প্রথম-শ্রেণির ম্যাচ হচ্ছে না। এখানে প্রথম ওভারে কোনও ব্যাটার আউট হলে সে পিচে ফিরতে পারবে না, এমন ব্যাপার থাকছে না। নিজেদের মধ্যে একটা ম্যাচ হবে। যে কোনও ব্যাটার ব্যাট করতে পারবে।'
পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে, টিম ম্যানেজমেন্ট চায় মহম্মদ সিরাজ বা আকাশ দীপ বোলিং করুক বিরাট কোহলি বা ঋষভ পন্থকে। এক পক্ষে থাকবে বেশিরভাগই ব্যাটার। অন্য দলে থাকবেন বোলাররা। এই ব্যাপারে বিসিসিআইয়ের সূত্র পিটিআইকে জানিয়েছে, 'কোভিডের সময়ে এভাবে অনুশীলন হত। সেই সময় ভারত প্রায় ২৩-২৪ জন খেলোয়াড় নিয়ে ইংল্যান্ডে সফর করেছিল।'
আরও পড়ুন- মাঠে ফিরেই আগুন ঝরানো বোলিং! বাংলার হয়ে শামির ঝাঁঝালো বোলিংয়ে স্বপ্ন দেখা শুরু অস্ট্রেলিয়ায়
পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে, টিম ম্যানেজমেন্ট চায় মহম্মদ সিরাজ বা আকাশ দীপ বোলিং করুক বিরাট কোহলি বা ঋষভ পন্থকে। এক পক্ষে থাকবে বেশিরভাগই ব্যাটার। অন্য দলে থাকবেন বোলাররা। এই ব্যাপারে বিসিসিআইয়ের সূত্র পিটিআইকে জানিয়েছে, 'কোভিডের সময়ে এভাবে অনুশীলন হত। সেই সময় ভারত প্রায় ২৩-২৪ জন খেলোয়াড় নিয়ে ইংল্যান্ডে সফর করেছিল।' আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হবে ২২ নভেম্বর। ওই দিন পার্থ-এ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।