Advertisment

Mohammed Shami comeback: মাঠে ফিরেই আগুন ঝরানো বোলিং! বাংলার হয়ে শামির ঝাঁঝালো বোলিংয়ে স্বপ্ন দেখা শুরু অস্ট্রেলিয়ায়

Ranji Trophy, Bengal vs Madhya Pradesh: বাংলার হয়ে খেলতে নেমেই আগুন শামি, জল্পনা-কল্পনা সরিয়ে দিলেন দূরে। ভারতীয় দলে ঢোকার সম্ভাবনা উজ্জ্বল করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammad Shami, মহম্মদ শামি

Mohammad Shami: বৃহস্পতিবার রঞ্জি ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে শামি চার উইকেট নিয়েছেন। (পিটিআই)

Mohammed Shami in Bengal vs Madhya Pradesh Ranji Trophy: প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই চমক মহম্মদ শামির। রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনের ম্যাচে তিনি মধ্যপ্রদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার চার উইকেট নিলেন। ইন্দোরে শামি প্রথমে মধ্যপ্রদেশ অধিনায়ক শুভম শর্মাকে আট রানে আউট করেন। এরপর ৫৪ রানে চার উইকেট নেন। হোলকার স্টেডিয়ামে ৩৪ বছর বয়সি ভারতীয় পেসার প্রথম দিন ১০ ওভার করেও উইকেট পাননি। দ্বিতীয় দিনে প্রথম সেশনেই তিনি মধ্যপ্রদেশের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন। যার ফলে বাংলা প্রথম ইনিংসে ৬১ রানের লিড পেয়েছে।

Advertisment

তিনি ১৮তম ওভারে অলরাউন্ডার সাংরাশ জৈনকে আউট করেন। তার আগে কুমার কার্তিকেয় ও খুলওয়ান্ত খেজরোলিয়াকেও আউট করেন। চার উইকেট নিয়ে তিনিই হয়েছেন, বাংলার সেরা বোলার। তাঁর পরিসংখ্যান ১৯-৪-৫৪-৪। তাঁর প্রথম দিনের খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, রজত পাতিদার-সহ মধ্যপ্রদেশের ব্যাটাররা শামির বল ঠিকমতো খেলতে পারছেন না। শেষ পর্যন্ত বাংলা ২২৮ রানে অলআউট হয়ে যায়। শামির ভাই মহম্মদ কাইফও এই ম্যাচে বল করেছেন। এই প্রথম শামি ও তাঁর ভাই সিনিয়র লেভেল ক্রিকেট একসঙ্গে খেললেন।

আরও পড়ুন- ক্ষমতা থাকলে ভারতকে ক্রিকেটে মাঠে বয়কট করতাম! জয় শাহদের বিশাল তোপ কিংবদন্তি পাকিস্তানির

২০১৮ সালের নভেম্বরে শামি বাংলার হয়ে প্রথমবার রঞ্জি ট্রফির ম্যাচ খেলেন। সেই সময় তিনি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফির জন্য সফরে যাওয়ার আগে কেরলের বিরুদ্ধে একটা ম্যাচে অংশ নিয়েছিলেন। শামি ২০১৮-১৯ সিরিজে ১৬ উইকেট নেন। সেই সময় অস্ট্রেলিয়ায় ভারত ঐতিহাসিক ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। শামি রঞ্জি ট্রফির ম্যাচ খেলে নিজেকে ফিট প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন।

তিনি যদি নিজেকে ফিট প্রমাণ করতে পারেন, তবে ২২ নভেম্বর থেকে পার্থ-এ শুরু হতে চলা বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের দ্বিতীয় পর্বে জাতীয় দলে ঢুকতেও পারেন। শামি এমনিতেই বর্ডার-গাভাসকার ট্রফির দলে থাকতেন। কিন্তু, দল বাছাইয়ের আগে দেখা গিয়েছিল যে তাঁর চোট সারেনি। তাঁর হাঁটু ফোলা। সেই কারণে, তিনি তখন জাতীয় দলে স্থান পাননি। 

Champions Trophy Cricket News Indian Cricket Team Pakistan Cricket Team
Advertisment