Advertisment

Performance based pay to Indian Cricketers: এবার পারফরম্যান্সের ভিত্তিতে টাকা! ক্রিকেটারদের সোজা করতে নতুন পথে বিসিসিআই

BCCI on performance based variable pay: টেস্ট খেলাকে জনপ্রিয় করতে বিসিসিআই ৪০ কোটি টাকার প্রকল্প নিয়েছে। গত বছর থেকে বিসিসিআই টেস্ট খেলোয়াড়দের জন্য ইনসেনটিভ চালু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
bcci

BCCI: বিসিসিআইয়ের লোগো।

BCCI on performance based variable pay: অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজ হারের পর পারফরম্যান্স-ভিত্তিক বেতন পরিবর্তনের প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে। কর্পোরেট কালচারের কায়দায় কর্মীদের বাৎসরিক মূল্যায়নের ভিত্তিতে এই ব্যবস্থা চালুর ব্যাপারে আলোচনা হয়েছে। খেলোয়াড়দের আরও দায়বদ্ধ করতে তাঁদের খেলার মানের ভিত্তিতে বেতন কাটার প্রসঙ্গও উঠেছে আলোচনায়।

Advertisment

অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট দলের সাম্প্রতিক পরাজয় পর্যালোচনা করতে সম্প্রতি সভা ডেকেছিল বিসিসিআই। সেখানেই উঠেছে খেলোয়াড়দের জন্য পারফরম্যান্স-ভিত্তিক  পরিবর্তনশীল বেতন কাঠামো চালুর প্রসঙ্গ। এমনটাই জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর-সহ অন্যান্যরা।

বিসিসিআই সূত্রে খবর, 'প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী পারফরম্যান্স আশানুযায়ী না হলে, সংশ্লিষ্ট খেলোয়াড়ের আয়ের ওপর প্রভাব পড়বে। খেলোয়াড়দের জবাবদিহি করতে হবে। তাঁদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হলে, কেন বেতন কাটা হবে না, তা-ও জানাতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে।' 

গত বছর থেকে বিসিসিআই টেস্ট খেলোয়াড়দের জন্য ইনসেনটিভ চালু করেছে। সেই অনুযায়ী, ২০২২-২৩ সাল থেকে প্রতি মরশুমে ৫০ শতাংশের বেশি টেস্ট খেলা প্লেয়িং ইলেভেনে থাকা খেলোয়াড়রা প্রতিটি খেলায় ৩০ লক্ষ টাকা ইনসেনটিভ পাবে। প্রতি মরশুমে কমপক্ষে ৭৫ শতাংশ ম্যাচ খেলে, এমন প্রত্যেক খেলোয়াড়ের জন্য ইনসেনটিভের অর্থ ম্যাচপ্রতি ৪৫ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।

Advertisment

টেস্ট খেলাকে জনপ্রিয় করতে বিসিসিআই ৪০ কোটি টাকার প্রকল্প নিয়েছে। এই ইনসেনটিভ সেই প্রকল্পেরই অংশ। টেস্টকে জনপ্রিয় করতে বিসিসিআইয়ের এই উদ্যোগের কারণ, টি২০ ফরম্যাট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। একদিনের ক্রিকেটও অত্যন্ত জনপ্রিয়। কিন্ত, লাল বলের ক্রিকেট সেই তুলনায় পিছিয়ে আছে। সেই কারণে লাল বলের ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের আকৃষ্ট করার জন্যই ইনসেনটিভ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

শনিবারের পর্যালোচনা সভায় কথা উঠেছে যে, কিছু খেলোয়াড় টেস্ট ক্রিকেটকে কম গুরুত্ব দিচ্ছেন। তাঁরা টেস্ট ক্রিকেট খেলতে 'অনিচ্ছা' দেখাচ্ছেন। বরং, সাদা বলের ফরম্যাট ওই ক্রিকেটারদের বেশি পছন্দের। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট মনে করে যে পরবর্তী প্রজন্মকে টেস্ট ক্রিকেট এবং ভারতীয় টেস্ট ক্যাপের মূল্য বোঝানো প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই সংশ্লিষ্ট ক্রিকেটারদের এই 'অনিচ্ছা' দূর করারও দরকার। 

গত কয়েক মাসে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে অত্যন্ত খারাপ খেলেছে। অস্ট্রেলিয়ায় হারার আগে টিম ইন্ডিয়া ঘরের মাঠেই নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। এতে টিম ইন্ডিয়ার ১২ বছরেরও বেশি সময় ধরে ১৮ সিরিজ জয়ের ধারার অবসান ঘটেছে। 

আরও পড়ুন- বিরাট অভিযোগ! বদলানো হতে পারে গম্ভীরের সাপোর্ট স্টাফদের

বিসিসিআই সূত্রে খবর, 'ভারত যখন সম্প্রতি টেস্ট ম্যাচগুলো হারে তখন বর্তমান দলের কিছু খেলোয়াড় বেশ উদাসীন ছিলেন। তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। টিম ম্যানেজমেন্ট যা দেখে মনে করেছে যে কিছু খেলোয়াড় টেস্ট ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না।' আর, তাতেই কড়া হচ্ছে বোর্ড।

cricket Gautam Gambhir BCCI Rohit Sharma Test cricket Cricket News Ajit Agarkar The Indian Express
Advertisment