Advertisment

Gambhir's Support Staff: বিরাট অভিযোগ! বদলানো হতে পারে গম্ভীরের সাপোর্ট স্টাফদের

Gautam Gambhir's Support Staff In Trouble: বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র একমাস বাকি। বিসিসিআই তাই এই মুহূর্তে কোনও রদবদলের পথে হাঁটতে চায় না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, Rohit Sharma

Gautam Gambhir-Rohit Sharma: গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। (ফাইল ছবি)

Gautam Gambhir's Support Staff In Trouble: টিম ইন্ডিয়ার ধারাবাহিক ব্যর্থতার জেরে এবার হেড কোচ গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ বদলানোর কথা ভাবছে বিসিসিআই। ভারতীয় দলের সাম্প্রতিক ফলাফলের জেরে সমালোচনার মুখে পড়েছেন গৌতম গম্ভীর ও তাঁর সাপোর্ট স্টাফরা। সুনীল গাভাসকর ও ইরফান পাঠানের মতো প্রাক্তন ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে, গম্ভীরের সাপোর্ট স্টাফদের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন। বিসিসিআইয়ের পর্যালোচনা সভাতেও শনিবার গম্ভীরের সাপোর্ট স্টাফদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে প্রশ্নের মুখে পড়েছেন রায়ান টেন ডোয়েশট ও অভিষেক নায়ার। কারণ, তাঁদের টেস্ট ক্রিকেট খেলার বিশেষ অভিজ্ঞতা নেই। 

Advertisment

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 'গম্ভীরের সাপোর্ট স্টাফদের মধ্যে কেবলমাত্র বোলিং কোচ মর্নে মরকেল টেস্ট খেলেছেন। কিন্তু, সহকারি কোচ অভিষেক নায়ার ও রায়ান টেন ডোয়েশটের কোচিং দক্ষতার অভাব আছে। কারণ, তাঁদের টেস্ট খেলার কোনও অভিজ্ঞতাই নেই।' ভারতের ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকর অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির আউটসাইড-অফ ডেলিভারি খেলার সময় বারবার সমস্যা হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। কোচিং স্টাফ এই ক্ষেত্রে কেন বিরাটকে সাহায্য করতে পারেননি, সেই প্রশ্ন তুলেছেন গাভাসকর।

আরও পড়ুন- কোহলি, পন্থকেও দিল্লির হয়ে খেলতে হবে, এবার কোমর বেঁধে নামল ডিডিসিএ

তিনি লিখেছেন, 'সাপোর্ট স্টাফ হওয়ার যোগ্যতা কী, আমি জানি না। বিষয়টি দেখা উচিত। গম্ভীরকে তাঁর কোচিং স্টাফদের ব্যাপারে জিজ্ঞাসা করা উচিত। টিম ইন্ডিয়া যখন হেরে যাচ্ছিল, তখন ওঁরা কী করছিলেন, সেনিয়ে প্রশ্ন করা উচিত।' রিপোর্ট বলছে, শীঘ্রই গম্ভীরের সাপোর্ট স্টাফদের বদলানো হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের আগেই নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত। রিপোর্টে বলা হয়েছে, 'ইংল্যান্ড সফরে টেকনিক্যাল দক্ষতা সম্পন্ন কোচিং স্টাফদের নেওয়া হতে পারে।' বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র একমাস বাকি। বিসিসিআই তাই এই মুহূর্তে কোনও রদবদলের পথে হাঁটতে চায় না। গম্ভীরের কোচিং স্টাফদের ভবিষ্যৎ সম্ভবত আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ফলাফলের ওপর নির্ভর করবে।

cricket Gautam Gambhir BCCI Champions Trophy Cricket News
Advertisment