Advertisment

দ্রাবিড়কে ডাকল বোর্ডের এথিক্স অফিসার, স্বার্থ সংঘাতের শুনানি পরের মাসে

দ্রাবিড়কে স্বার্থ সংঘাতের কারণে বোর্ডের পত্রাঘাতে বিরক্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজনের মতো তারকারা। সৌরভ তো সরাসরিই টুইটারে লিখে দিয়েছিলেন, নতুন একটা ফ্যাশন এসেছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
RAHUL DRAVID

স্বার্থ সংঘাতে অভিযুক্ত দ্রাবিড় (টুইটার)

চলতি মাসের শুরুর দিকেই স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছিল। সেই কারণেই বিসিসিআইয়ের হেড কোয়ার্টার্সে সেই অভিযোগ খতিয়ে দেখতে এবার ২৬ সেপ্টেম্বর মুম্বইতে শুনানিতে ডেকে পাঠানো হল রাহুল দ্রাবিড়কে। বিসিসিআইয়ের এথিক্স অফিসার ডিকে জৈন স্বয়ং দ্রাবিড়কে হাজিরা দিতে বলেছেন।

Advertisment

রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে উঠেছিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগ। মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তার অভিযোগের ভিত্তিতেই দ্রাবিড়কে প্রথমে নোটিশ পাঠিয়েছিলেন বোর্ডের এথিক্স অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈন। সঞ্জীব গুপ্তার অভিযোগ ছিল, রাহুল একাধারে এনসিএ-র ডিরেক্টর এবং চেন্নাই সুপার কিংস-এর মালিক ইন্ডিয়া সিমেন্টস-এর ভাইস প্রেসিডেন্ট। একই সঙ্গে কী করে দুটি পদে থাকতে পারেন দ্রাবিড়, তার বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সঞ্জীব গুপ্তা।

বোর্ডের সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি কোনওভাবেই দুটি পদে থাকতে পারেন না একই সঙ্গে। সোমবার সংবাদসংস্থার কাছে ডিকে জৈন স্বীকার করে নেন, সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে দ্রাবিড়ের অভিযোগের সারবত্তা খতিয়ে দেখা হবে। সেখানেই হাজিরা দিতে হবে দ্রাবিড়কে। দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের অন্য আধিকারিক মায়াঙ্ক পারিখেরও স্বার্থ সংঘাতের অভিযোগেরও শুনানি হবে।

এর আগে দ্রাবিড় আত্মপক্ষ সমর্থনে বোর্ডকে লেখা চিঠিতে জানিয়েছিলেন, ইন্ডিয়া সিমেন্টসের পদ থেকে তিনি লিভ নিয়েছেন। অর্থাৎ ছুটিতে রয়েছেন। ইন্ডিয়া সিমেন্টস-এর আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর কোনওভাবেই সংস্রব নেই।

এর আগে দ্রাবিড়কে স্বার্থ সংঘাতের কারণে বোর্ডের পত্রাঘাতে বিরক্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজনের মতো তারকারা। সৌরভ তো সরাসরিই টুইটারে লিখে দিয়েছিলেন, "নতুন একটা ফ্যাশন এসেছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। খবরে থাকার সেরা উপায় এটাই। ভগবানই পারে ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে। দ্রাবিড়ও নাকি বিসিসিআই-এর এথিকস অফিসারের থেকে স্বার্থের সংঘাত ইস্যুতে নোটিস পেয়েছে!"

আরও পড়ুন স্বার্থের সংঘাতে জড়িয়েছে দ্রাবিড়ের নাম, সৌরভ বলছেন ভগবানই পারেন ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে

হরভজন আবার সরাসরি নিজের বিরক্তি প্রকাশ করে টুইটারে জানিয়েছিলেন, "জানি না এটা কোন দিকে যাচ্ছে। ভারতীয় ক্রিকেটের জন্য দ্রাবিড়ের থেকে ভাল কাউকে পাওয়া যাবে না। দ্রাবিড়ের মতো কিংবদন্তিকে নোটিস ধরানো মানে তাঁকে অপমান করা। ক্রিকেটের ভালর জন্য়ই তাদের সার্ভিস প্রয়োজন। সত্যি, ভগবানই পারে ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে।"

স্বার্থ সংঘাতের অভিযোগ ওঠার কারণে বোর্ডের সঙ্গে প্রাক্তন ক্রিকেটারদের দূরত্ব মেটাতে ঠিক হয়েছিল ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন সুপ্রিমকোর্ট পরিচালিত বোর্ডের প্রশাসকমণ্ডলীর সদস্যরা। দিলীপ বেঙ্গসরকার, সঞ্জয় মঞ্জরেকর, ইরফান পাঠান, অজিত আগারকার, পার্থিব প্যাটেল, রোহন গাভাসকাররা সশরীরে হাজির হয়েছিলেন বৈঠকে। তবে সৌরভে স্কাইপে যোগাযোগ রেখেছিলেন। সেই বৈঠকের পরে ঠিক হয়েছিল, স্বার্থ সংঘাতের ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ করা হবে। এবং বিতর্কিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিমকোর্ট।

এক বোর্ড কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, "যতক্ষণ না সুপ্রিমকোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ বর্তমানে স্বার্থ সংঘাতে অভিযুক্ত বিষয়গুলি বিচার করা হবে বোর্ডের সংবিধান মেনেই।"

Read the full article in ENGLISH

BCCI Rahul Dravid
Advertisment