স্বার্থের সংঘাতে এবার নাম জড়িয়েছে দেশের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের। বাইশ গজের মহারথীকেও যে এই কারণে নোটিস ধরানো হতে পারে তা কল্পনা করতে পারছেন না তাঁর প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্য়ায়। দ্রাবিড় এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতর অপারেশনস হেড হিসেবে যুক্ত রয়েছেন। টুইটারে ভারতীয় বোর্ডকে কার্যত এক হাত নিয়েছেন সৌরভ। ভারতের প্রাক্তন ক্য়াপ্টেন ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’কে নতুন ফ্য়াশন বলেই ব্য়াখ্য়া দিয়েছেন।
সিএবি প্রেসিডেন্ট লিখেছেন, “নতুন একটা ফ্য়াশন এসেছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। খবরে থাকার সেরা উপায় এটাই। ভগবানই পারে ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে। দ্রাবিড়ও নাকি বিসিসিআই-এর এথিকস অফিসারের থেকে স্বার্থের সংঘাত ইস্যুতে নোটিস পেয়েছে!” সৌরভের টুইট ধরেই হরভজন সিংও টুইট করেছেন। তাঁর মতে বিসিসিআই এই নোটিস দিয়ে দ্রাবিড়ের মতো মহান ক্রিকেটারের অপমান করেছে। পাঞ্জাব পুত্তর লিখেছেন, “জানি না এটা কোন দিকে যাচ্ছে। ভারতীয় ক্রিকেটের জন্য় দ্রাবিড়ের থেকে ভাল কাউকে পাওয়া যাবে না। দ্রাবিড়ের মতো কিংবদন্তিকে নোটিস ধরানো মানে তাঁকে অপমান করা। ক্রিকেটের ভালর জন্য়ই তাদের সার্ভিস প্রয়োজন। সত্য়ি, ভগবানই পারে ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে।”
Really ?? Don’t know where it’s heading to.. u can’t get better person thn him for indian cricket. Sending notice to these legends is like insulting them.. cricket need their services for betterment.. yes god save indian cricket ???? https://t.co/lioRClBl4l
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 6, 2019
আরও পড়ুন: স্টার স্পোর্টস কিম্বা বিসিসিআই, যে কোনও একটা বাছতে হবে শচীন-সৌরভদের
মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) লাইভ মেম্বার সঞ্জীব গুপ্তা লিখিত অভিযোগ দায়ের করেছেন দ্রাবিড়ের বিরুদ্ধে। বিসিসিআই-এর অম্বুডসম্যান প্রাক্তন বিচারপতি ডিকে জৈনকে তা পাঠিয়েছেন। বোর্ডের এথিকস অফিসার হিসাবেও দায়িত্ব সামলাচ্ছেন জৈন। গুপ্তার অভিযোগ, দ্রাবিড় একই সঙ্গে এনসিএ-র ডিরেক্টর ও ইন্ডিয়া সিমেন্টস গ্রপের সহ-সভাপতি পদে রয়েছেন। এই ইন্ডিয়া সিমেন্টসেরই আইপিএল ফ্র্য়াঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। গুপ্তা পিটিআই-কে জানিয়েছেন, “গত সপ্তাহে একটা অভিযোগের ভিত্তিতেই আমি রাহুল দ্রাবিড়কে নোটিস পাঠিয়েছি। স্বার্থের সংঘাতের বিষয়ে উত্তর দেওয়ার জন্য় ওনাকে দু’সপ্তাহের সময় দেওয়া হয়েছে। ওনার উত্তরের ভিত্তিতেই আমি ভেবে দেখব এটা নিয়ে এগিয়ে যাব কি যাব না!”
দ্রাবিড় একাই নন অতীতে বিসিসিআই-এর ক্রিকেট অ্য়াডভাইসরি কমিটির তিন সদস্য় শচীন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভের নামও স্বার্থের সংঘাতে জড়িয়েছিল। প্রশ্ন উঠেছিল কী করে তারা বোর্ডের দায়িত্বে থেকেও আইপিএল ফ্র্য়াঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন!
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
ট্রাম্পের অভিবাসন নীতি 'ছিঁড়ে ফেললেন' বাইডেন, ১৭টি আদেশ বদলে সই
জন্মদিনে সুশান্তকে শ্রদ্ধার্ঘ্য, অ্যাস্ট্রোফিজিক্স পড়ুয়াদের জন্য ২৫ লাখের বৃত্তি ঘোষণা পরিবারের
'গোলি মারো' স্লোগানের জের, গ্রেফতার বিজেপি যুব সভাপতি, বাড়ল বিতর্ক
'মুসলিম শিল্পীরা হলফনামা দিক, হিন্দু দেবদেবীর অপমান করবেন না', হুঁশিয়ারি আখড়া পরিষদের
সোনার বিদেশি, ডার্বির বাঙালি নায়ক! দলবদলের সেরা চমক দিতে চলেছে মহামেডান
'পেত্নি', 'কুৎসিত'! কদর্য আক্রমণ শ্রুতি দাসকে, বর্ণ বিদ্বেষের শিকার টেলি অভিনেত্রী
'ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্ট', বাংলায় নতুন দল ঘোষণা আব্বাস সিদ্দিকির
লিলি চক্রবর্তীর শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত অভিনেত্রী
লকডাউনে 'ভোকাট্টা'! কেশপুরে শুভেন্দুর নিশানায় ঘাটালের সাংসদ দেব
পুণের সেরাম ইনস্টিটিউটের ভয়াবহ আগুন প্রাণ কাড়ল ৫ জনের, সুরক্ষিত কোভিশিল্ড
'ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশ নয়', ডিএম-এসপিদের নির্দেশ কমিশনের