Advertisment

শুধু সম্প্রচার স্বত্ত্বেই ৩৬ হাজার কোটি! ভারতীয় বোর্ডের IPL আয় আকাশ ছুঁতে চলেছে

আইপিএলে সম্প্রচার স্বত্ত্ব কিনতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংস্থা। সেক্ষেত্রে আইপিএলের সম্প্রচার স্বত্ত্বের মূল্য আকাশ ছুঁয়ে ফেলবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলে ফের একবার কোটি কোটি টাকার মুখ দেখতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২০২৭ এই পাঁচ বছরের আর্থিক চক্রে বিসিসিআই ৫ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করতে পারে স্রেফ সম্প্রচার স্বত্ত্ব থেকে। এই কারণেই বিদেশি সংস্থাও এখন আইপিএলে বিনিয়োগের উৎসাহ দেখাচ্ছে।

Advertisment

২০১৮-২০২২ এই পাঁচ বছরের সম্প্রচারের স্বত্ত্ব রয়েছে স্টার স্পোর্টসের কাছে। যার ভ্যালুয়েশন ২.৫৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৬,৩৪৭.৫০ কোটি টাকা। এই ভ্যালুয়েশনই পরবর্তী পাঁচ বছরে প্রায় দ্বিগুণ হতে পারে- ৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬ হাজার কোটি টাকা)।

আরও পড়ুন: IPL-এ এবার হয়ত রোনাল্ডোর Man U! সৌরভদের সঙ্গে সরাসরি যোগাযোগ বিশ্বখ্যাত ক্লাবের

সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়ে দিয়েছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সম্প্রচারকারী সংস্থা আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব কিনতে ব্যাপকভাবে আগ্রহী। ১০ দলের খেলা হলে মোট ম্যাচের সংখ্যা দাঁড়াবে ৭৪-এ। সেক্ষেত্রে গোটা টুর্নামেন্টের ভ্যালুয়েশন আরও বাড়বে। দুটো নতুন দল ৭০০০-১০০০০ কোটি টাকায় যোগদানের পরে সম্প্রচারের স্বত্ত্বের মূল্য আকাশ ছুঁয়ে ফেলবে। তাই আইপিএলের ব্রডকাস্টিং রাইটসের ভ্যালু ৪-৫ বিলিয়ন ছুঁয়ে ফেলতে পারে।"

আরও পড়ুন: কোহলির বোলিংয়ে বেনজির ব্যঙ্গ স্মিথের! টুর্নামেন্ট শুরুর আগেই উত্তপ্ত ময়দান, দেখুন ভিডিও

আইপিএলের ডিজিটাল এবং টিভি সম্প্রচার স্বত্ত্ব কেনার দৌড়ে স্টারের সঙ্গেই লড়াইয়ে ছিল সোনি স্পোর্টস। স্টারের আগে ২০০৮-২০১৭ পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব দখলে রেখেছিল সোনি। তবে শেষবারের নিলামে বাজিমাত করে স্টার। ১১,০৫০ কোটি টাকায় (১.৪৭ বিলিয়ন) টিভি সম্প্রচারের স্বত্ত্ব কিনতে চেয়েছিল সোনি। তবে স্টার আরও ৫৩ হাজার কোটি টাকার বেশি বিড জমা দেয়।

বোর্ডের তরফে টিভি, ডিজিটাল (স্ট্রিমিং), সোশ্যাল মিডিয়া এবং রেডিও পৃথক পৃথকভাবে স্বত্ত্ব বিক্রি করে। তবে গতবার আলাদা আলাদা স্বত্ত্বের সঙ্গে একত্রে বিড জমা দেওয়ার অপশনও রেখেছিল বোর্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI IPL
Advertisment