Advertisment

বিতর্কিত কোহলি ইস্যু দারুণভাবে সামলেছেন সৌরভরা, প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সালমান

ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলি-ইস্যু দারুণভাবে সামলেছে। জানিয়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা সালমান বাট।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কোহলির বিতর্কিত প্রেস কনফারেন্সের বিসিসিআই দারুণভাবে অবস্থা সামাল দিয়েছে। এমনটাই মনে করছেন পাকিস্তান ক্রিকেটার সালমান বাট। যেভাবে দক্ষতার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় পরিচালিত বিসিসিআই গোটা অবস্থা আয়ত্তে এনেছে, তাতে ভূয়সী প্রশংসা করেছেন পাক তারকা।

Advertisment

নিজের ইউটিউব চ্যানেলে সালমান বাট জানিয়ে দিয়েছেন, "ব্যাপারটা দারুণ স্পর্শকাতর বিষয়। সাংবাদিক সম্মেলনের পরে কোহলিকে শো কজ নোটিশ ধরালে উত্তেজিত বাক্য আদান প্রদানের সম্ভবনা থাকত। গোটা ঘটনা তখন হাস্যকর হয়ে দাঁড়াত। সেটা মোটেই সমাধান নয়। আসল লক্ষ্য হল, দল এখন বিদেশ সফরে গিয়েছে। ভাল ক্রিকেট খেলাতে ফোকাস থাকা দরকার। দেশের হয়ে জেতা সবসময় প্রাধান্য পাওয়া উচিত।"

আরও পড়ুন: জুম কলে মিটিং সৌরভ-শাহের! কোহলিকে নিয়ে ক্ষোভে ফুঁসছে বোর্ড

"ভারতীয় বোর্ড গোটা ঘটনায় দায়িত্বজ্ঞান পূর্ণ আচরণ করেছে। গোটা ঘটনা আড়ালেই রাখা উচিত। মিডিয়া যাতে ফুলটস, হাফভলি পেয়ে চার-ছক্কা না হাঁকাতে পারে, তা দেখা দরকার। অবশ্যই বিসিসিআই আলোচনা সারছে, তবে ব্যাপারটা ভিতরেই থাকছে। এভাবেই হওয়া উচিত।"

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিরাট কোহলির বিধ্বংসী প্রেস কনফারেন্স জাতীয় দলকে বেনজির সঙ্কটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কোহলি বিস্ফোরকভাবে জানিয়ে দিয়েছেন, তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মাত্র ৯০ মিনিট আগে জানানো হয়। প্রকাশ্যে সৌরভের বিবৃতির পাল্টা দিয়ে জানান, টি২০ ক্যাপ্টেন হিসাবে তাঁকে রেখে দেওয়ার বার্তা বোর্ড দেয়নি। সৌরভ নিজে জানিয়েছিলেন, টি২০ অধিনায়ক হিসেবে কোহলি যাতে সরে না যান, সেইজন্য তিনি অনুরোধ করেন। তবে কোহলি খারিজ করে দেন বোর্ড সভাপতির সেই দাবিও।

কোহলির বক্তব্য, “প্রথমে টি২০-র অধিনায়কত্ব ছাড়া নিয়ে যখন বোর্ডের সঙ্গে কথা হয়, সেই সময় নিজের পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দিই। কেন এমন সিদ্ধান্ত, সেটাও জানাই। সাদরে আমার বক্তব্য মেনে নেওয়া হয়েছিল। কোনও সমস্যা হয়নি। কেউ ইতস্তত বোধ করেনি।”

কোহলির বিস্ফোরক প্রতিক্রিয়ার পাল্টা অবশ্য যুক্তি দেয়নি বোর্ড। প্রেস কনফারেন্স তো বটেই প্রেস রিলিজও বের করেনি বোর্ড। এমন অবস্থায় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কী প্রতিক্রিয়া দেন, তা জানতে উদগ্রীব ছিল ক্রিকেট মহল। তবে বৃহস্পতিবারই মহারাজ জানিয়ে দিয়েছেন, বোর্ড নিজের মত ব্যবস্থা নেবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Sourav Ganguly Virat Kohli Pakistan Cricket
Advertisment