Advertisment

ভারতে ডে-নাইট টেস্টের ব্য়াপারে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবে বিসিবি

আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজেই গোলাপি বলে দিন-রাতের টেস্টের ভাবনা ভারতের। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও বিরাট কোহলি চাইছেন ভারতের মাটিতে প্রথমবার ডে-নাইট টেস্ট হোক।

author-image
IE Bangla Web Desk
New Update
BCCI has requested BCB to play a day-night Test during the upcoming India tour

ভারতে ডে-নাইট টেস্ট ক্রিকেট। (অঙ্করণ-অভিজিত বিশ্বাস)

আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজেই গোলাপি বলে দিন-রাতের টেস্টের ভাবনা ভারতের। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও বিরাট কোহলি চাইছেন ভারতের মাটিতে প্রথমবার ডে-নাইট টেস্ট হোক।

Advertisment

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিসিসিআই অনুরোধ করেছে দিন-রাতের টেস্ট খেলার জন্য়। বিসিবি জানিয়েছে যে, তারা সৌরভ অ্যান্ড কোংয়ের প্রস্তাব তারা পেয়েছে। খেলোয়াড় ও টিম ম্য়ানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই বিসিবি উত্তর দেবে।

বিসিবি-র ক্রিকেট অপারেশসের চেয়ারম্য়ান আক্রম খান ক্রিকবাজকে জানিয়েছেন যে, "বিসিসিআই আমাদের প্রস্তাব দিয়েছে। আমরা ভাবনা-চিন্তা করেই উত্তর দেব। আমরা দু-তিন দিন আগে চিঠি পেয়ছেি। এটা নিয়ে আলোচনা করতে হবে। আমরা কয়েক দিনের মধ্য়েই বিসিসিআইকে এ ব্য়াপারে উত্তর দেব।”

আরও পড়ুন-বাংলাদেশ সিরিজেই হয়তো গোলাপি বলে দিন-রাতের টেস্ট

এবিষয়ে বিসিবি-র চিফ এক্সিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরি বলছেন, “আমাদের সবার আগে প্লেয়ার ও টিম ম্য়ানেজমেন্টের অনুমোদন নিতে হবে। পুরোটাই টেকনিক্য়াল বিষয়। আমাদের ভেবে দেখতে হবে যে, গোলাপি বলে টেস্ট খেলার জন্য় আলাদা করে প্রস্তুতি নিতে হবে কি না!”

India Bangladesh
Advertisment