Overseas Player Rules in IPL: চুক্তিবদ্ধ বিদেশি তারকারা চুক্তি ভেঙে আইপিএলে না খেললে, তাঁদের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা জারি করা হবে। এমনই কঠিন হুঁশিয়ারি দিল বিসিসিআই। বারবার দেখা যাচ্ছে, নিলামে নাম তোলার পরও চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়রা আইপিএলে খেলছেন না। নানা অজুহাতে আইপিএল খেলা এড়িয়ে যাচ্ছেন। বিদেশি খেলোয়াড় হওয়ায় তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু, এই ভাবে বিদেশি খেলোয়াড়দের প্রতারণার জন্য বিরাট সমস্যার মুখে পড়ছে আইপিএলের দলগুলো। এই নিয়ে দলগুলো বারবার বিসিসিআইয়ে কাছে অভিযোগ জানিয়েছে। কিন্তু, বিসিসিআইও বুঝে উঠতে পারছিল না, এই সমস্যা কীভাবে কমানো যায়। এবার মেগা নিলামের আগে বাধ্য হয়েই কঠোর সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
এবছরের শেষের দিকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বা আইপিএলের মেগা নিলাম। সেই নিলামেই ঠিক হয়ে যাবে, ২০২৫ আইপিএলে কোন দল কেমন হবে। তার আগে বিসিসিআইয়ের আইপিএল গভর্নিং কাউন্সিল বেশ কিছু বিধি ঠিক করে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সেসব জানিয়েও দেওয়া হয়েছে। তার মধ্যেই বিদেশি খেলোয়াড়দের জন্য নিয়মের কথা জানানো হয়েছে।
অতীতে বারবার দেখা গিয়েছে, নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলি বিদেশ থেকে বড় নামী খেলোয়াড় নেওয়ার জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। কিন্তু ইনজুরি, জাতীয় দলের দায়িত্ব বা অন্যান্য ব্যক্তিগত ব্যাপারের মত বেশ কিছু কারণে ওই বিদেশি খেলোয়াড় আইপিএলে খেলতে পারেননি। সেই মরশুমে তাঁর অভাব অল্পসময়ের মধ্যে পূরণ করতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তখন নাকাল হতে হয়েছে। এর ফলে টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এটা কিন্তু এক বা দু'বার নয়। বছরের পর বছর ধরে একই সমস্যা চলছে। যেমন- অস্ট্রেলিয়ান পেসার, মিচেল স্টার্ক ২০১৮ মরশুমের নিলামে ছিলেন। সেই সময় তাঁর দর ছিল ৯.৪ কোটি টাকা। ২০২৪-এ, ইংল্যান্ডের ব্যাটিং সেনসেশন হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটালস ৪ কোটি টাকায় কিনেছিল। কিন্তু, তাঁরা কেউই সেই সময় খেলেননি। কারণটা দেখিয়েছিলেন, 'ব্যক্তিগত'। তার জন্যই বিসিসিআই এবার ঠিক করে দিল, নিলামে উঠতে গেলে বিদেশি খেলোয়াড়দের শর্ত মানতে হবে। সেই শর্ত হল- তিনি যদি নিলামের পর যে দল কিনল, সেই দলে না খেলেন, তবে আগামী দুই বছর তিনি আইপিএল নিলামে অংশই নিতে পারবেন না।
আইপিএলের অফিসিয়াল রিলিজে এই ব্যাপারে বলা হয়েছে, 'সব বিদেশি খেলোয়াড়কেই মেগা নিলামের জন্য নাম নথিভুক্ত করতে হবে। যদি বিদেশি খেলোয়াড় নাম নথিভুক্ত না করেন, তাহলে তিনি পরের বছরের নিলামে নামই তুলতে পারবেন না। কোনও বিদেশি খেলোয়াড় নিলামে নাম তোলার পর, নিলামে বাছাইয়ের পর না খেললে, ২ বছরের জন্য তাঁর আইপিএলে অংশগ্রহণ নিষিদ্ধ হয়ে যাবে।'
আইপিএলের এই নতুন নির্দেশনামায় ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধা হল- তাদের আর প্রতারিত হতে হবে না। তেমনই সুবিধা হল বিদেশি খেলোয়াড়দেরও। কারণ, মেগা নিলামে নাম নথিভুক্ত করায় তাদের আর অপছন্দের ফ্র্যাঞ্চাইজিতে আটকে থাকার বাধা থাকল না।
আরও পড়ুন- ভারত থেকে তাড়ানো হল সিরাজকে গাল পাড়া টাইগার রবিকে! একের পর এক বিস্ফোরক অভিযোগ
তবে, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে এবারও অসন্তুষ্টি অব্যাহত। অনেকেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের সমালোচনা করেছেন। পাশাপাশি, আইপিএলের অফিসিয়াল রিলিজে অফিশিয়াল রিটেনশন স্ল্যাবও প্রকাশ করা হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের বর্তমান স্কোয়াড থেকে মোট ছয় জন খেলোয়াড়ের জন্য তাদের রাইট-টু-ম্যাচ কার্ড (RTM) প্রয়োগ করতে পারবে।