Bangladesh Super Fan Tiger Robi, IND vs BAN Kanpur Test: ভারত থেকে তাড়ানো হল বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত টাইগার রবিকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বাংলাদেশি ক্রিকেট ভক্ত রবি-উল-ইসলাম, ওরফে টাইগার রবিকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেছিলেন, তাঁকে ভারতীয় সমর্থকরা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নিগ্রহ করেছে। তাঁর এই অভিযোগ বিতর্কের সৃষ্টি করেছিল। যা নিয়ে বাংলাদেশেও ব্যাপক হইচই হয়েছে। ভারত বিরোধিতা মাথাচাড়া দিয়ে তোলার চেষ্টা হয়েছে। শেষ পর্যন্ত ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যে অভিযোগ তোলা রবিকে ফেরত পাঠানো হল বাংলাদেশে।
রবি অবশ্য প্রথমে ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করলেও পরে তা প্রত্যাহার করেন। পাশাপাশি জানিয়েছিলেন, তিনি স্টেডিয়ামে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় উপস্থিত পুলিশকর্মীরা তাঁকে যথেষ্ট সাহায্য করেছেন। সেই রবির দেশে ফিরে যাওয়া প্রসঙ্গে কানপুরের ডিসিপি (স্থানীয় গোয়েন্দা বিভাগ) রাজেশ কুমার শ্রীবাস্তব বলেছেন, 'মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত রবি। তিনি মেডিকেল ভিসায় ভারতে এসেছিলেন। ভারত সরকার তাঁর ইচ্ছানুযায়ী তাঁকে দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে।'
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিকে পুলিশ কর্মীদের সাহায্যে চাকেরি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। শনিবার তাঁর ফ্লাইট দিল্লির পথে রওনা না দেওয়া পর্যন্ত পুলিশকর্মীরা তাঁর সাহায্যের জন্য বিমানবন্দরেই ছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশি নাগরিক রবি শনিবার বিকেলে দিল্লি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিমানে রওনা দেন। তাঁকে নিয়ম অনুযায়ী বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই ব্যাপারে কানপুর পুলিশের এডিসিপি রাজেশ শ্রীবাস্তব পিটিআইকে বলেছেন যে রবি ১৮ সেপ্টেম্বর চিকিৎসার জন্য ভিসা পাওয়ার পর হাওড়ার এক হাসপাতালে চিকিৎসা করাতে ভারতে এসেছিলেন। কিন্তু, চিকিৎসা করানোর বদলে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন করার জন্য চেন্নাইয়ে চলে আসেন। বাংলাদেশ দলের দ্বিতীয় টেস্ট কানপুরে হওয়ায়, রবি চেন্নাই থেকে কানপুরে পৌঁছে যান। রবি শুক্রবার সকালে গ্রিন পার্ক স্টেডিয়ামে ঢোকেন। সি গ্যালারিতে ছিলেন। ম্যাচ চলাকালীন পতাকা নাড়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। এরপর তাঁর অসুস্থতার কথা পুলিশে জানানো হয়।
TIGER ROBI aka QADIR ALI deported back to Bangladesh.
— Johns (@JohnyBravo183) September 29, 2024
1. Came on medical visa stating he has TB.
2. Violated visa terms by watching cricket matches and promoting payment apps.
3. Violated ICC rules by broadcasting live match on social media.
4. Abused Indians and lied about… pic.twitter.com/0e4Ov3oIf3
কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) হরিশ চন্দর পিটিআইকে বলেছেন, 'খবর পেয়ে একজন কনস্টেবল গিয়ে দেখেন ওঁনার শ্বাসকষ্ট হচ্ছে। তাঁর সঙ্গে কথা বলার আগেই রবি অজ্ঞান হয়ে যান। তাঁকে রিজেন্সি হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সন্ধ্যার পর তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়।'
এর আগে, শুক্রবার গণমাধ্যমের কাছে রবি অভিযোগ করেছিলেন, 'ঝগড়ার সময় আমার পেটে ঘুষি মেরেছিল।' পরে হাসপাতালের বিছানা থেকে এক বিবৃতিতে তিনি বলেন, 'অসুস্থ বোধ করছিলাম। পুলিশ আমাকে সবরকম সাহায্য করেছে। হাসপাতালে নিয়ে এসেছে। এখন শরীর ঠিক লাগছে।'
আরও পড়ুন- টিম ইন্ডিয়ায় কি KKR লবিবাজি চালু! ঈশান-রুতুরাজ বাদ পড়তেই বিস্ফোরক অভিযোগে বিদ্ধ কোচ গম্ভীর
সূত্রের খবর, রবি বৃহস্পতিবার রাতেই কানপুরে পৌঁছন। স্থানীয় শ্রমিকদের সঙ্গে রাস্তায় ঘুমোন। শুক্রবার রাতে তাঁকে কানপুরের হোটেলে রাখা হয়। শনিবার সকালে চাকেরি বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। এসিপি (কল্যাণপুর) অভিষেক পাণ্ডে বলেছেন, 'রবিকে অসুস্থ হয়ে যাওয়ার পরপরই ফার্স্ট এইড দেওয়া হয়েছিল। তাঁকে কোনওরকম মারধর বা কিছু করা হয়নি বলেই আমরা তদন্তে জানতে পেরেছি।' মেডিকেল ভিসা নিয়ে তিনি কীভাবে ক্রিকেট ম্যাচ দেখে বেড়াচ্ছিলেন, পুলিশ তদন্ত করে দেখছে।