BCCI rules from Kohli's captaincy time: ভালো পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের চাপে রাখতে কোহলি জমানার নিয়ম লাগু করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর থেকেই আন্তর্জাতিক সার্কিটে টিম ইন্ডিয়ার ফল অত্যন্ত খারাপ। সেই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিরাট কোহলি অধিনায়ক থাকাকালীন চালু নিয়মকানুন ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। খেলোয়াড়দের কাজের চাপ এবং তাঁদের ভ্রমণের বিষয়টি বিবেচনা করে বোর্ড বাধ্যতামূলক ফিটনেস টেস্ট বাতিল করেছিল। সেই ফিটনেস টেস্টই এবার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে প্রকাশ, বিসিসিআই মেডিকেল টিমকে কঠোর সময়সূচির কারণে কেবল আঘাত প্রতিরোধের ওপর মনোযোগ দেওয়ার বদলে নির্বাচনের জন্য ফিটনেস পরীক্ষার রাস্তায় হাঁটতে বলেছে। বলা হয়েছে, 'খেলোয়াড়রা বেশিরভাগ সময়ই খেলার মাঠে থাকেন বলে বোর্ড তাঁদের প্রতি নমনীয় ছিল। এখন কেবল আঘাত প্রতিরোধের দিকেই মনোযোগ দেওয়া হচ্ছে। কিছু খেলোয়াড় ব্যাপারটিকে হালকাভাবে নিয়েছেন। আত্মতুষ্টি যাতে না জন্মায়, সেজন্য ফিটনেস স্তরের একটি নির্দিষ্ট মানদণ্ড পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।'
বিসিসিআই দল পরিচালনা পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনতে চাইছে। খেলোয়াড়রা সফরে থাকাকালীন সঙ্গে পরিবারের সদস্য বা স্ত্রীর থাকা নিয়েও কড়া হচ্ছে বোর্ড। বোর্ড কর্তাদের বিশ্বাস, বিদেশ সফরের সময় পরিবারের উপস্থিতি খেলোয়াড়দের বিভ্রান্ত করতে পারে। তাঁদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে। সেই কারণে বিসিসিআই একটি নিয়ম চালু করেছে। সেই নিয়ম অনুযায়ী, সমস্ত খেলোয়াড়কে সবসময় দলের সঙ্গেই থাকতে হবে।
আরও পড়ুন- টাকা দিচ্ছে না বিপিএলের দল, অনুশীলন বয়কট করে কিছুটা অর্থ আদায় খেলোয়াড়দের
সাম্প্রতিক বছরগুলোতে কিছু খেলোয়াড় দলের অন্যান্যদের থেকে আলাদাভাবে থেকে বোর্ডের উদ্বেগ বাড়িয়েছিলেন। দলের সংহতি এবং শৃঙ্খলা রক্ষার জন্য বোর্ড ওই খেলোয়াড়দের থেকে সেই সুযোগ কেড়ে নিতে চাইছে। আর সেই জন্যই কোহলি জমানার নিয়মগুলো চালু করতে চাইছে। যা রোহিত জমানার চেয়ে অনেক বেশি কড়া ছিল।