New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/16/k3XWhYLpDK58GjmMLMEz.jpg)
BPL-Durbar Rajshahi: দুর্বার রাজশাহি। (ছবি সৌজন্যে- বিপিএল)
BPL-Durbar Rajshahi: দুর্বার রাজশাহি। (ছবি সৌজন্যে- বিপিএল)
Durbar Rajshahi players back in training: বয়কটের একদিন পর, দুর্বার রাজশাহির খেলোয়াড়রা প্রশিক্ষণে ফিরলেন। বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ার পরই তাঁরা ফিরলেন প্রশিক্ষণে। খেলোয়াড়রা বয়কটের পর বিসিবি প্রধান ফারুক তাঁর পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে রাজশাহি দলের মালিক শফিক রহমান ও অধিনায়ক আনামুল হকের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি দল দুর্বার রাজশাহি। নিয়ম অনুযায়ী বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের খেলোয়াড়দের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অর্ধেক অর্থ দেয়। টুর্নামেন্ট চলাকালীন দেয় ২৫ শতাংশ অর্থ। টুর্নামেন্টের পরে দেয় বাকি ২৫ শতাংশ অর্থ। কিন্তু, এই প্রতিযোগিতার দুই সপ্তাহ পরেও রাজশাহি তাদের খেলোয়াড়দের এখনও অর্থ দেয়নি। যার ফলে বিরোধ দেখা দেয়। শেষ পর্যন্ত রাজশাহি দলের খেলোয়াড়রা প্রশিক্ষণ বয়কটের সিদ্ধান্ত নেন। এরপরই খেলোয়াড়দের বকেয়া অর্থ মেটানোর প্রতিশ্রুতি দেন দুর্বার রাজশাহির কর্তারা।
বয়কটের পর বিসিবি প্রধান ফারুক তাঁর পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে রাজশাহি দলের মালিক শফিক রহমান ও অধিনায়ক আনামুল হকের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে রাজশাহির মালিকরা বলেন, '১৬ জানুয়ারির মধ্যে বকেয়া অর্থ মেটানো হবে। সময়মতো অর্থ দিতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি। সত্যিটা অস্বীকার করার জায়গা নেই। যা হয়েছে ঠিক হয়নি। টিম ম্যানেজমেন্ট ২৫% নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আরও ২৫% অর্থ চেকের মাধ্যমে দেব।'
রাজশাহি দলের তরফে আবু জায়েদ বলেন, 'আমাদের ফ্র্যাঞ্চাইজির মালিক বিসিবি সভাপতির সঙ্গে ফোনে কথা বলেছেন। আমি তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছি। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে। উনি পরিস্থিতি কী জানতে চেয়েছিলেন। আমরা টাকা দিতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছি। আমরা ওঁকে প্রতিশ্রুতি দিয়েছি যে বকেয়া অর্থ দিয়ে দেব।'
জায়েদ আরও বলেন, 'খেলোয়াড়দের মনে রাখা উচিত, যেদিন আমাদের মালিকের স্ত্রী মাঠে গিয়েছিলেন, তিনি বলে আঘাত পান। তাঁর হাড় ভেঙে গিয়েছে। তাঁকে চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের মালিক তাঁর সঙ্গে ছিলেন। আমরা আগে থেকেই চেক দিয়েছিলাম। তাই আমাদের মালিক আমাকে খেলোয়াড়দের জানাতে বলেছিলেন যে চেক জমা দেওয়া যাবে না। কারণ, তিনি দেশে ছিলেন না। এক্ষেত্রে চেক জমা দিলে তা বাউন্স হয়ে যেত। আমরা সব ক্রিকেটারকেই সেকথা বলেছি। কিন্তু, তারপরও তাঁদের মধ্যে একজন বা দু'জন চেক জমা দেন। তাঁরা ভুলে গিয়েছিলেন যে মালিক ব্যাংককে আছেন।'
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট চাই? সহজেই পান ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ
অভিযোগ উঠেছে, রাজশাহি দল স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে এই বঞ্চনা করেছে। তারা বিদেশি খেলোয়াড়দের ২৫ শতাংশ অর্থ দিয়ে দিয়েছে। চলতি বিপিএলে রাজশাহি দল এখনও পর্যন্ত তাদের ৬টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতে লিগ টেবিলে ৬ষ্ঠ স্থানে আছে।