Jasprit Bumrah: বুমরাহকে ছেঁটেই ফেলল BCCI! ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার ভার কার কাঁধে দিতে চায় বোর্ড?

India England Test series 2025: খবর অনুযায়ী, নির্বাচকরা এমন একজন তরুণ ক্রিকেটারকে ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব দিতে চান, যিনি ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত হতে পারেন।

India England Test series 2025: খবর অনুযায়ী, নির্বাচকরা এমন একজন তরুণ ক্রিকেটারকে ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব দিতে চান, যিনি ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত হতে পারেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah: জসপ্রীত বুমরা

Jasprit Bumrah: জসপ্রীত বুমরা। Photograph: (ছবি- বিসিসিআই)

Bumrah vice captaincy news: টিম ইন্ডিয়া জুন মাসের শেষে ইংল্যান্ড সফরে যাবে। তার আগে বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দেড় মাসের এই দীর্ঘ সফরে পাঁচ টেস্টের একটি গুরুত্বপূর্ণ সিরিজ অনুষ্ঠিত হবে, যা আগামী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর অনুযায়ী, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট এবার একটু আলাদা রণকৌশল নিয়ে মাঠে নামতে চায়। এমনকি পেস অ্যাটাকের নেতা এবং বর্তমান সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহকেও (Jasprit Bumrah) নেতৃত্বের ভূমিকায় দেখা নাও যেতে পারে।

Advertisment

আপনার মনে থাকতে পারে, ভারতের শেষ টেস্ট ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা নিজেকে ড্রপ করে নিয়েছিলেন, যার ফলে বুমরাহকে অধিনায়কের দায়িত্ব নিতে হয়েছিল।

বুমরাহ নয়, নয়া ভাইস ক্যাপ্টেন খুঁজছে BCCI

ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, "আমরা এমন একজন ক্রিকেটার খুঁজছি, যাঁকে পাঁচটি টেস্ট ম্যাচেই পাওযা যাবে এবং যাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া যেতে পারে। যেহেতু বুমরাহ সব ম্যাচ খেলবেন না, তাই আলাদা আলাদা ম্যাচের জন্য আলাদা সহ-অধিনায়ক নিয়োগ করতে চাই না। অধিনায়ক এবং সহ-অধিনায়ক স্থায়ী হওয়াই ভাল।"

Advertisment

বুমরাহের নেতৃত্ব দক্ষতা থাকলেও ফিটনেস সমস্যা বড় বাধা 

২০২৪ সালের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে ভারতকে একমাত্র জয় এনে দিয়েছিলেন বুমরাহ। এছাড়াও আরও দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচে একটানা খেলার সম্ভাবনা কম। ফলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে নির্বাচকরা এমন একজন খেলোয়াড় খুঁজছেন যিনি পুরো সিরিজ খেলতে পারবেন।

আরও পড়ুন এশিয়া কাপে থাকছে না পাকিস্তান! পহেলগাঁও হামলার রেশ টেনে বিস্ফোরক গাভাসকর

তবে কে হবেন বুমরাহর বিকল্প? 

খবর অনুযায়ী, নির্বাচকরা এমন একজন তরুণ ক্রিকেটারকে ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব দিতে চান, যিনি ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত হতে পারেন। এই মানদণ্ডে বর্তমানে দু’জন খেলোয়াড়ের নাম উঠে আসছে—শুভমান গিল (বয়স ২৫) এবং ঋষভ পন্থ (বয়স ২৭)। অন্যদিকে বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, কেএল রাহুলের মতো তারকাা ইতিমধ্যে ৩০-এর ঊর্ধ্বে। যশস্বী জয়সওয়াল এখনও মাত্র ২৩ বছর বয়সী, তাঁকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করা হচ্ছে না।

আরও পড়ুন অনুষ্কার সামনে কেন কেঁদে ফেলেন বিরাট? চোখে জল আসবে কোহলির কষ্টের কাহিনী জানলে

বুমরাহের চোট অতীতেও চিন্তার কারণ হয়েছে 

বিসিসিআই বুমরাহর পুরনো চোট নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। বছরের শুরুতে সিডনি টেস্টে তাঁর পিঠে চোট লাগে, যার ফলে তিন মাস মাঠের বাইরে থাকতে হয় এবং তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যান। সেই চোটের কারণে তিনি আইপিএলের প্রথম ভাগেও খেলতে পারেননি। ২০২২ সালে তিনি পিঠের চোটে অস্ত্রোপচার করান এবং প্রায় ১১ মাস ক্রিকেট থেকে দূরে থাকেন, যার মধ্যে পড়েছিল টি-২০ বিশ্বকাপও।

India Cricket Team Jasprit Bumrah BCCI