Advertisment

IPL Retention Rules: ধোনিকে ধরে রাখতে IPL-এর নিয়মই বদলাল BCCI! সেরার সেরা সিদ্ধান্ত নিয়ে চমকে দিল জয় শাহের বোর্ড

IPL 2025 Player Retention rules: আইপিএলে দশ দলের সুবিধা মেনেই এবার সর্বাধিক ছয় ক্রিকেটার রিটেন করার অপশন রাখা হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
MS Dhoni, Jay Shah

IPL retention rules: জয় শাহ আইপিএলের জন্য একাধিক ঘোষণা করলেন (টুইটার)

IPL 2025 Player Retention rules, MS Dhoni: অবশেষে বোর্ডের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি বর্তমান স্কোয়াডের সর্বাধিক ছয়জন করে ক্রিকেটার রিটেন করতে পারবে। সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি রিটেন করে অথবা নিলামের টেবিলে আরটিএম কার্ড ব্যবহার করে ক্রিকেটারদের ধরে রাখতে পারবে।

Advertisment

এছাড়াও বোর্ডের তরফে ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসাবে রিটেন করার অপশন রাখা হল। আইপিএলের পুরোনো নিয়ম ফিরিয়ে আনা হল। যেখানে স্পষ্ট বলা হল, কোনও ভারতীয় ক্রিকেটার যদি আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনও ফরম্যাটে টানা পাঁচ বছর অথবা সিজন অনুপস্থিত থাকে অথবা প্ৰথম এগারোয় জায়গা না পায় এবং সেই ক্রিকেটার যদি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন, তাহলে সেই ক্রিকেটারকে আনক্যাপড বলে ঘোষণা করা হবে। ২০২০-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনির মত প্রাক্তন ক্রিকেটারদের এই নিয়মে সুবিধাই হল।

২০২৫-২০২৭ আইপিএল পর্বে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম-ও ধরে রাখা হল। অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিদের তরফে বোর্ডের কাছে অনুরোধ রাখা হয়েছিল যেন সর্বাধিক ৫-৬ জন ক্রিকেটার করা সম্ভব হয় নিলামের আগে। যাতে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি ধারাবাহিকতার সঙ্গে নিজস্ব ব্র্যান্ড ভ্যালু বজায় রাখতে পারে।

বেঙ্গালুরুতে আইপিএলের জেনারেল কাউন্সিলের মিটিং শেষেই শনিবার রাতে জয় শাহ সরকারি প্রেস বিবৃতিতে জানিয়ে দেন, "আইপিএল ফ্র্যাঞ্চাইজির বিবেচনার প্রেক্ষিতে রিটেনশন এবং আরটিএম-এ তাঁদের পছন্দের কম্বিনেশন বেছে নেওয়ার অপশন থাকছে। ছয়টি রিটেনশন/আরটিএম-এ সর্বোচ্চ ৫ জন ক্যাপড প্লেয়ার (ভারতীয় ও বিদেশি মিলিয়ে) এবং সর্বাধিক ২ জন আনক্যাপড প্লেয়ার থাকতে পারে।"

আরও পড়ুন: IPL না খেললেই এবার নামবে নিষেধাজ্ঞা! বিদেশি ক্রিকেটারদের চড়া শাস্তির হুঙ্কার জয় শাহদের

প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে আইপিএলের আগে নিলামের জন্য ১২০ কোটি টাকার পার্স বরাদ্দ হয়েছে। গতবারের পার্স থেকে ২০ কোটি টাকা অতিরিক্ত অর্থ খরচ করতে পারবে সকল ফ্র্যাঞ্চাইজি। সেই বিবৃতিতে বলা হয়েছে, "নিলামের পার্স, বার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতে বর্ধিত অর্থ এবং ম্যাচ ফি স্যালারি ক্যাপে অন্তর্ভুক্ত হচ্ছে। ২০২৪-এ পুরো স্যালারি ক্যাপ (নিলামের পার্স + পারফরম্যান্সের ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি) ছিল ১১০ কোটি টাকা। পরবর্তী ৩ বছর সেই স্যালারি ক্যাপ হবে ১৪৬ কোটি (২০২৫), ১৫১ কোটি (২০২৬) এবং ১৫৭ কোটি (২০২৭) টাকা।"

এছাড়াও প্ৰথমবারের মত আইপিএলে চালু হতে চলেছে ম্যাচ ফি। আইপিএলে প্রত্যেক ম্যাচ পিছু এবার ক্রিকেটাররা পাবেন ৭.৫ লক্ষ করে অতিরিক্ত টাকা। সবমিলিয়ে গোটা সিজন খেলতে পারলেই সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাবদ প্রাপ্ত অর্থ বাদ দিয়ে আরও ১.০৫ কোটি করে টাকা পাবেন ক্রিকেটাররা।

এদিকে বহু বিদেশি ক্রিকেটার নিলামে দল পাওয়ার পরেও আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিত। বছরের পর বছর এতে ভুগতে হয়েছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের। এবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, নিলামে নাম নথিভুক্ত করার পর কোনও ক্রিকেটার যদি পরবর্তীতে নিজেকে সরিয়ে নেয় তাহলে টানা দুই বছর আইপিএলে অংশ নিতে পারবেন না সংশ্লিষ্ট বিদেশি ক্রিকেটার।

READ THE FULL ARTICLE IN ENGLISH

MS DHONI BCCI IPL ipl auction Jay Shah
Advertisment