Advertisment

India Tour To Zimbabwe: KKR তারকাকে অবশেষে ডেকে নিল BCCI! নাইটদের চ্যাম্পিয়ন নায়ক এবার টিম ইন্ডিয়ার জার্সিতে

Zimbabwe vs India: পুরোপুরি নতুন দল নিয়ে জিম্বাবোয়ের বিপক্ষে নামছে টিম ইন্ডিয়া

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Zimbabwe, ভারত, জিম্বাবুয়ে,

India-Zimbabwe: জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের প্রথম দুটি টি-২০ ম্যাচে জাতীয় দলে জায়গা পাওয়া (বাম থেকে ডানে) সাই সুধারসন, জিতেশ শর্মা ও হর্ষিত রানা। (ছবি- এক্সপ্রেস ফাইল)

Zimbabwe vs India: জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলের হয়ে প্রথম দুটি টি-২০ ম্যাচে সঞ্জু স্যামসন, শিবম দুবে ও যশস্বী জয়সওয়ালের পরিবর্তে দলে ঢুকলেন সাই সুধারসন, জিতেশ শর্মা ও হর্ষিত রানা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএলে দুর্দান্ত খেলা হর্ষিত রানার এটাই প্রথম ভারতীয় দলে ডাক পাওয়া। ৬ জুলাই থেকে শুরু হতে চলেছে আসন্ন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সেই সিরিজের স্কোয়াডে যোগ দেওয়ার কথা- সঞ্জু স্যামসন, শিবম দুবে ও যশস্বী জয়সওয়ালেরও। কিন্তু, তাঁরা হারারে যাওয়ার আগে দলের বাকিদের সঙ্গে ভারতে ফিরবেন।

Advertisment

এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই দলের অন্যতম স্তম্ভ ছিলেন হর্ষিত রানা। সাফল্যের পরও টি-২০ বিশ্বকাপের দলে তাঁর জায়গা হয়নি। শুধু হর্ষিতই নন, এবারের টি-২০ বিশ্বকাপ দলে কলকাতা নাইট রাইডার্সের কেউই জায়গা পাননি। রিংকু সিং পেলেও তিনি ছিলেন রিজার্ভ খেলোয়াড়। যার ফলে, বঞ্চনার অভিযোগ তুলেছিলেন কেকেআরের অন্যতম স্তম্ভ বোলার বরুণ চক্রবর্তী। হর্ষিত রানা জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পাওয়ায় কেকেআর খেলোয়াড়দের অভিযোগের কার্যত কিছুটা হলেও সুরাহা হল।

এই সিরিজেই ভারতীয় সিনিয়র দলে প্রথম ডাক পেলেন তরুণ আইপিএল তারকা অভিষেক শর্মা, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ ও তুষার দেশপাণ্ডে। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকেও জাতীয় দলে রাখা হয়েছিল। কিন্তু, ইনজুরির কারণে তাঁর নাম বাদ পড়েছে। বিসিসিআই তাঁর জায়গাতেই শিবম দুবের নাম ঢুকিয়েছে। রাহুল দ্রাবিড় প্রধান কোচের পদ ছেড়ে দেওয়ায়, ভিভিএস লক্ষ্মণ অন্তর্বর্তী কোচ হিসেবে দলের সঙ্গে জিম্বাবুয়ে যাবেন। সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টি-২০র জন্য-

ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুহার দেশপাণ্ডে, সাই সুধারসন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হর্ষিত রানা

জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুয়ানজানি, মায়িওনানি, মায়ুকানরা, রিচার্ড নাগারভা, মিল্টন শুম্বা।

আরও পড়ুন- বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাটি খেয়েছিলেন কেন, বার্বাডোজের পিচ-ভক্ষণের কারণ জানালেন রোহিত

ভারত বনাম জিম্বাবুয়ে টি-২০ সূচি:-
১ম টি২০– শনিবার, ৬ জুলাই
২য় টি২০– রবিবার, ৭ জুলাই
৩য় টি২০– বুধবার, ১০ জুলাই
৪র্থ টি২০– শনিবার, ১৩ জুলাই
৫ম টি২০– রবিবার, ১৪ জুলাই

KKR Kolkata Knight Riders IPL T20 Indian Cricket Team
Advertisment