Ind cricketer carried 27 bags to Aus: সাম্প্রতিক বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল ন্যক্কারজনক পারফরম্যান্স করেছে। কিন্তু, সেই সফরেই নাকি এক তারকা ভারতীয় ব্যাটার ২৭টি ব্যাগ নিয়ে গিয়েছিলেন। ওই ব্যাগের ওজন ছিল ২৫০ কেজি। যে ব্যাগ বহনের খরচ হিসেবে বিসিসিআইয়ের লক্ষ লক্ষ টাকা জলে গিয়েছে।
এই সফরেই দীর্ঘ ১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাভাসকর ট্রফিতে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজে হারের জেরে তারকা খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। ড্রেসিংরুমের চ্যাট ফাঁস হয়েছে। খেলোয়াড়দের ওপর যার কুপ্রভাব পড়েছে। কোচ হিসেবে গৌতম গম্ভীরের দিকে একরাশ অভিযোগের আঙুল উঠেছে। আচমকা অবসর নিয়ে দেশে ফিরে এসেছেন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
এই সফর হেরে আসার পরই বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের জন্য ১০ দফা কঠোর নির্দেশিকা জারি করেছে। যার অন্যতম হল- ঘরোয়া ক্রিকেট আবশ্যিকভাবে খেলতে হবে। আর, পরিবার নিয়ে টানা সফরে থাকা যাবে না। পাশাপাশি, নির্দেশিকায় বলা হয়েছে কোনও ক্রিকেটার ১৫০ কেজির বেশি লাগেজ নিয়ে সফরে যেতে পারবেন না। আর, এই নির্দেশিকাটির কারণ, একজন ক্রিকেটার ওই সফরে ২৫০ কেজির লাগেজ নিয়ে গিয়েছিলেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই তারকা ক্রিকেটার মোট ২৭টি ব্যাগ নিয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। ওই ব্যাগের সবগুলোয় তাঁর জিনিসপত্র ছিল না। তাঁর নিজের লাগেজের মধ্যে ছিল ১৭টি ব্যাট। অর্থাৎ, তিনি একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান। ২৭টির বাকি ব্যাগগুলোয় ছিল তাঁর সহকারি এবং পরিবারের সদস্যদের জিনিসপত্র। সফরে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে খেলা হয়েছে। আর, যেখানে খেলাগুলো হয়েছে, সেই সব জায়গায় এই তারকা ক্রিকেটারের লাগেজ বয়ে নিয়ে যাওয়ার খবর বিসিসিআইকেই বইতে হয়েছে। মনে করা হচ্ছে, এই খরচের পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা।
আরও পড়ুন- একইসঙ্গে কোচ এবং অধিনায়ক, দ্বৈত ভূমিকায় হরিয়ানাকে সোনা জেতালেন রানি রামপাল
আর, এরই প্রেক্ষিতে বিসিসিআই নয়া নির্দেশিকায় জানিয়ে দিয়েছে, বিদেশ সফরে লাগেজের ওজন ১৫০ কেজির বেশি হলে, সংশ্লিষ্ট ক্রিকেটারের অতিরিক্ত লাগেজ বহনের খরচ ওই ক্রিকেটারকেই বহন করতে হবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ভারতীয় দলের সদস্যদের ওপর সফরের নিয়মাবলি জোরদার লাগু হতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল দুবাইয়ে খেলবে। সেখানে সফর ২৫ দিনের বেশি হবে না। এই কথা মাথায় রেখে টিম ইন্ডিয়ার সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে যে খেলোয়াড়রা আসন্ন সফরে তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন না। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ৪৫ দিন বা তার বেশিদিন ধরে চলা সফরে পরিবারের সদস্য সংশ্লিষ্ট ক্রিকেটারের সঙ্গে দুই সপ্তাহ পর্যন্ত থাকতে পারবেন।