National Games: একইসঙ্গে কোচ এবং অধিনায়ক, দ্বৈত ভূমিকায় হরিয়ানাকে সোনা জেতালেন রানি রামপাল
Haryana women’s hockey team: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রানি দীর্ঘদিন পরে মাঠে ফিরলেন। পঞ্চম জাতীয় গেমসে তিনি ছয় গোল করে টুর্নামেন্টে সেরা স্কোরার হয়েছেন।
Haryana’s National Games: অধিনায়ক এবং ভারতীয় হকি দলের কিংবদন্তি খেলোয়াড় রানি রামপালের অনুপ্রেরণায় হরিয়ানা মধ্যপ্রদেশকে চার গোলে হারিয়েছে। (প্রীতীশ রাজের এক্সপ্রেস ছবি)
Haryana’s Hockey in National Games: বৃহস্পতিবার হরিদ্বারের বন্দনা কাটারিয়া হকি স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে জাতীয় গেমসের ফাইনালে হরিয়ানা মহিলা হকি দল চার গোলে মধ্যপ্রদেশকে হারিয়ে সোনা জিতল। হাফটাইমের আগে হরিয়ানা ০-১ গোলে পিছিয়ে ছিল। সেই সময় হরিয়ানার অধিনায়ক তথা ভারতীয় হকি কিংবদন্তি রানি রামপাল দলীয় সদস্যদের অনুপ্রাণিত করেন। এরপরই দ্রুত ফলাফলটা বদলে যায়।
Advertisment
ম্যাচের পর রানি বলেন, ‘আমি ওদের নিজেদের খেলাটা খেলতে বলেছিলাম। বারবার করে বলে দিয়েছিলাম, ঠান্ডা মাথায় খেল। ফলাফল নিয়ে ভেব না। একজন ভালো নেতার কাজ, বাকিদের থেকে সেরা খেলাটা বের করে নেওয়া। আমি সেটাই করেছি।' তাঁর এই কথায় হরিয়ানার খেলোয়াড়রা অনুপ্রাণিত হয়ে ওঠেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রানি দীর্ঘদিন পরে মাঠে ফিরলেন। পঞ্চম জাতীয় গেমসে তিনি ছয় গোল করে টুর্নামেন্টে সেরা স্কোরার হয়েছেন।
অক্টোবরে আন্তর্জাতিক হকি থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন রানি। হকি টার্ফে তাঁর প্রত্যাবর্তন সম্পর্কে তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'এতদিন পর টার্ফে ফিরে বেশ ভালো লাগছে। আমার হকি খেলতে বেশ ভালো লাগে। আমি হকিটা রীতিমতো উপভোগ করি। হরিয়ানা দলকে নেতৃত্ব দিতে পেরে বেশ ভালো লাগছে।'
সম্প্রতি, বছর ৩০-এর রানি রামপালকে মহিলা হকি ইন্ডিয়া লিগে ভিন্ন ভূমিকায় দেখা গেছে। তিনি সুরমা হকি ক্লাবের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ব্যাপারে রানি বলেন, 'এই পরামর্শদাতার ভূমিকা আমার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আমি মাঠে খেলতে অভ্যন্ত। কিন্তু, রিজার্ভ বেঞ্চে থাকাটাও এক বিরাট অভিজ্ঞতা। এটা আমার জন্য এক নতুন শিক্ষা।'
Advertisment
Rani Rampal-Hockey: সম্প্রতি, রানিকে মহিলা হকি ইন্ডিয়া লিগের উদ্বোধনী সংস্করণে সুরমা হকি ক্লাবের পরামর্শদাতার দায়িত্বে ছিলেন। (প্রীতীশ রাজের এক্সপ্রেস ছবি)
রানি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কোচিং এবং মেন্টরিংয়ের পাশাপাশি ঘরোয়া সার্কিটে হকি খেলতেও চাইছেন। এই ব্যাপারে তিনি বলেন, 'খেলা এবং কোচিং দুটোতেই ভারসাম্য বজায় রাখা ভালো। ইউরোপে, অনেক খেলোয়াড়কেই দুটো ভূমিকাতেই দেখা যায়। এটি একটি অনেক বড় কাজ। এজন্য অন্যরকম মানসিকতা নিয়ে কাজ করা দরকার।'
এই ব্যাপারে এই আন্তর্জাতিক হকি তারকা বলেন, 'অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমি তরুণদের সঙ্গে খেলি। অধিনায়ক এবং নেতা হিসেবে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে নেওয়া আমার দায়িত্ব। ভারতীয় হকিতে সিনিয়র বা আন্তর্জাতিক খেলোয়াড়রা ঘরোয়া টুর্নামেন্টে তেমন একটা খেলেন না। সিনিয়র খেলোয়াড়দের ঘরোয়া টুর্নামেন্ট খেলা উচিত। আমি যখন ছোট ছিলাম, তখন জাতীয় দলের খেলোয়াড়দের দেখেই অনুপ্রাণিত হয়েছি। আমার মনে হয়, আজকের দিনের নতুন খেলোয়াড়রা আমাদের দিকে তাকিয়ে থাকে।'