অতিমারীর কারণে একসময় আইপিএল আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল। কোভিডের পরিস্থিতিতে আইপিএল আয়োজন নিয়ে অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন। তবে আইপিএল আয়োজিত না হলে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়ত বিসিসিআই। সৌরভ নিজেই জানিয়েছিলেন লিগ আয়োজন না করা হলে ভারতীয় বোর্ডের ৪০০ কোটি টাকা ক্ষতি হবে।
এমন পরিস্থিতিতে বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করে চমকে দিল বোর্ড। আমিরশাহিতে সুষ্ঠুভাবে আইপিএলের জন্য এখন ভারতীয় বোর্ডকে কুর্নিশ করছে ক্রিকেট দুনিয়া। কিন্তু জানেন কি আইপিএল আয়োজন করতে বোর্ডের মোট কত কোটি টাকা খরচ হল? মিড ডে-র খবর অনুযায়ী, আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডকে হোস্টিং রাইটস এবং আনুষঙ্গিক খরচ বাবদ বিসিসিআইয়ের তরফে দেওয়া হয়েছে মোট ১৪ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১০০ কোটি টাকা।
আরো পড়ুন: আইপিএলের আয়োজনে ধন্যবাদ জয় শাহকে! সৌরভের নাম ভুলেই গেলেন মুকেশ-পুত্র
জুলাই মাসে বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়, ইউএই-তে আইপিএল হবে। অগাস্ট মাসের চতুর্থ সপ্তাহেই সমস্ত ফ্র্যাঞ্চাইজি নিজেদের ক্রিকেটারদের নিয়ে পাড়ি দেয় মরু দেশে। এর আগে ২০১৪ সালে লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের একটি অংশ আয়োজন করা হয় আমিরশাহিতে। তবে এবার পুরো মরশুমই খেলা হল আরবে। শ্রীলঙ্কা বোর্ডের তরফে এর আগে আইপিএল আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আরবের মাটিতেই টুর্নামেন্ট আয়োজন করতে মনস্থির করে সৌরভের বোর্ড।
১৯ সেপ্টেম্বর শুরু হয় খেলা। চলল নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। তিনটে ভেন্যুতে আয়োজিত হয় ম্যাচ-আবু ধাবি, শারজা এবং দুবাই। ফাইনালে দিল্লিকে একপেশে লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। টানা দুবার কাপ জেতে তারা। সবমিলিয়ে পাঁচবার।
ঘটনাচক্রে, নির্বিঘ্নে টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আসন্ন ইংল্যান্ড বনাম ভারত সিরিজেও খেলা হতে পারে মরুদেশে। কোভিড পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নয়। আর কয়েকমাসের মধ্যেই ফের একবার আইপিএল আয়োজন করতে হবে বোর্ডকে। আইপিএল ২০২১-ও আমিরশাহিতে আয়োজন করার সম্ভবনা রয়েছে। যদিও প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় দেশেই ক্রোড়পতি এই লিগ আয়োজন করতে বদ্ধপরিকর। কোনো কারণে দেশে আয়োজন করা সম্ভব না হলে বিকল্প হিসেবে রয়েইছে আমিরশাহির মাঠ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন