Advertisment

বোর্ড-কোহলিদের সম্পর্কে বরফ গলছে! শ্রীলঙ্কা থেকেই পৃথ্বী-সূর্যকুমার যাচ্ছেন ইংল্যান্ডে

অজিঙ্কা রাহানের কভার হিসাবে সূর্যকুমার যাদবকে পাঠানোর পরিকল্পনাও রয়েছে বোর্ডের। ইংল্যান্ডের কোয়ারেন্টাইন নিয়মের বিষয় মাথায় রেখে দ্রুত শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ডে ক্রিকেটারদের পাঠানোর কথা ভাবা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অবশেষে বরফ গলল। চোট পাওয়া শুভমান গিলের পরিবর্ত চেয়ে বোর্ডের কাছে তদ্বির করেছিলেন বিরাট কোহলির। তখন ভারতীয় বোর্ড কোহলিদের কথায় কার্যত পাত্তাই দেয়নি। তবে এবার বোর্ড রাজি।

Advertisment

ইংল্যান্ডে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগেই তিন তারকাকে হারিয়েছে। শুভমান গিলের পর প্রস্তুতি ম্যাচে খেলার সময় চোটের তালিকায় নাম লিখিয়েছেন ওয়াশিংটন সুন্দর, আবেশ খান। ২৪ জনের স্কোয়াড থেকে বর্তমানে ক্রিকেটার সংখ্যা দাঁড়িয়েছে ২১-এ। পাঁচ টেস্টের লম্বা সিরিজের কথা ভেবেই এবার ইংল্যান্ডে পরিবর্ত পাঠাতে উদ্যোগী হয়েছে বোর্ড।

আরো পড়ুন: আউট নয় সূর্যকুমার, তবু আনন্দে ফেটে পড়ল শ্রীলঙ্কা! তোলপাড় ঘটনার ভিডিও দেখুন

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘন্টার মধ্যেই পরিবর্ত ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই কার্যত ঠিক হয়ে গিয়েছে। শ্রীলঙ্কায় সফররত ভারতীয় দল থেকেই ইংল্যান্ডে যে পরিবর্ত ক্রিকেটার পাঠানো হবে, তা একপ্রকার পাকা। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ শেষ। বাকি মাত্র তিনটি টি২০। তাই শ্রীলঙ্কায় স্কোয়াড থেকে কয়েকজনকে পাঠালে সমস্যা হবে না, এমনটাই ধরা হচ্ছে।

টাইমস অফ ইন্ডিয়া-কে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "বোর্ড খুব সচেতনভাবে সিদ্ধান্ত নিতে চলেছে। এর আগে টিম ইন্ডিয়ার আর্জি নাকচ করেছিল বোর্ড। কারণ তখন স্কোয়াডে দুজন ব্যাক আপ ওপেনার ছিল- অভিমন্যু ঈশ্বরণ এবং কেএল রাহুল। তবে এখন আবার একজন অলরাউন্ডার এবং পেসার ছিটকে যাওয়ায় সমস্যা বেড়েছে। দীর্ঘ সফরের কথা ভেবেই এবার বোর্ড পরিবর্ত পাঠাতে উদ্যোগী হয়েছে।"

আরো পড়ুন: ছয় পরিবর্তন, একসঙ্গে পাঁচ অভিষেক ইন্ডিয়ায়! পুরো দল বদলে চমক কোচ দ্রাবিড়ের

পরিবর্ত হিসাবে ওপেনার স্লটে পৃথ্বী শ-এর সঙ্গে দেবদূত পাডিক্কলের নাম উঠে এসেছে। ভুবনেশ্বর কুমারকেও পাঠানো হতে পারে। আবার অজিঙ্কা রাহানের কভার হিসাবে সূর্যকুমার যাদবকে পাঠানোর পরিকল্পনাও রয়েছে বোর্ডের। ইংল্যান্ডের কোয়ারেন্টাইন নিয়মের বিষয় মাথায় রেখে দ্রুত শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ডে ক্রিকেটারদের পাঠানোর কথা ভাবা হচ্ছে।

টাইমস অফ ইন্ডিয়া-কে বোর্ডের সূত্র জানিয়েছেন, "ইংল্যান্ডের পরিস্থিতির কথা মাথায় রেখেই শুক্রবার শেষ ওয়ানডেতে পাঁচ অভিষেক ঘটালেও রাখা হয়নি পাডিক্কলকে। ভুবনেশ্বর কুমার ব্যাট করতে পারেন। এবং ইংল্যান্ডের সুইং সহায়ক পরিস্থিতিতে কার্যকর হতে পারেন। সেই কারণেই ভুবনেশ্বরকেও পরিবর্ত হিসেবে পাঠানোর জোরালো ভাবনা রয়েছে।"

এরপরে সেই সোর্স আরো জানিয়েছেন, "এই কারণেই দ্রুত ইংল্যান্ডে পরিবর্ত ক্রিকেটার পাঠানো হবে। প্রথম টেস্ট শুরু হতে মাত্র ১০ দিন বাকি। তাই যাঁরা পরিবর্ত হিসাবে যাবে, মোটেই প্রথম টেস্টে খেলতে পারবেন না। এটা নিশ্চিত। যদি দ্বিতীয় টেস্টেও কোনো নতুনদের দেখে নেওয়ার সুযোগ থাকে, সসি সম্ভবনা খোলা থাকবে।"

৪ অগাস্ট নটিংহ্যামে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। শ্রীলঙ্কায় টি২০ সিরিজ শুরুর আগেই পরিবর্ত ক্রিকেটাররা উড়ে যাবেন ইংল্যান্ডে। জানা যাচ্ছে, তিনজনের বদলি হিসাবে তিনজনকেই পাঠানোর ভাবনা রয়েছে বোর্ডের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Prithvi Shaw BCCI Cricket News Indian Cricket Team
Advertisment