Advertisment

BCCI review meeting after NZ whitewash: কার অর্ডারে হল পরপর ঘূর্ণি পিচ! রোহিত-গম্ভীরকে বিস্ফোরক মিটিংয়ে তুলোধোনা জয় শাহদের

NZ whitewash post mortem: নিউজিল্যান্ডের বিপক্ষে কলঙ্কের সিরিজ হারের পর রোহিত-গম্ভীরকে কড়া সতর্কবার্তা বোর্ডের। কোচ হিসেব গম্ভীরের কেরিয়ারে ইতিমধ্য়ে কলঙ্কের দাগ পড়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah, Gautam Gambhir, Rohit Sharma, জয় শাহ, গৌতম গম্ভীর, রোহিত শর্মা

Jay Shah-Gautam Gambhir-Rohit Sharma: বামদিকে জয় শাহ। ডানদিকে গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। (ছবি- টুইটার)

BCCI review meeting after NZ whitewash: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ভারতের হোয়াইটওয়াশের জেরে এবার পরিস্থিতি পর্যালোচনা করল বিসিসিআই। অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বিসিসিআই কর্তারা। সামনেই অস্ট্রেলিয়ায় সিরিজ। সেই বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের পারফরম্যান্স এখন পর্যন্ত বেশ ভালো। কিন্তু, অতি সম্প্রতি ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে বোর্ডকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইতিহাস উলটে ঘরের মাটিতে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। ফলে, গতির অস্ট্রেলীয় পিচে ভারতের পারফরম্যান্স নিয়ে রীতিমতো চিন্তিত বিসিসিআই।

Advertisment

আর, এই কারণেই পর্যালোচনা বৈঠক করা হয়েছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার  (বিসিসিআই) সভাপতি রজার বিনি এবং সেক্রেটারি জয় শাহ বিসিসিআইয়ের হয়ে বৈঠকের নেতৃত্ব দিয়েছেন। মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে এই বৈঠক হয়েছে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ভারতের পরাজয় টিম ইন্ডিয়ার কাছে এক বড় ধাক্কা। ১২ বছর ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে অপরাজিত ছিল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, এই পরাজয় টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর আশাকেও ধাক্কা দিয়েছে।

এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতকে আসন্ন সিরিজে অস্ট্রিলায়াকে চার ম্যাচে হারাতেই হবে। যা কার্যত অসম্ভব। আর, এই জটিল পরিস্থিতিতে দলকে ফেলে দেওয়াতেই প্রথমবার রোহিত-গম্ভীরের কাজের পর্যালোচনা করল বিসিসিআই। বৈঠকে ঘরের মাঠে পছন্দের পিচে খেলার ব্যাপারেও আলোচনা হয়েছে। 

বেঙ্গালুরু, পুনে এবং মুম্বই- তিন ভিন্ন জায়গায় তিনটি ম্যাচ হয়েছে। প্রতিটি পিচে বিসিসিআইয়ের কর্তাদের নির্দেশেই পিচ কিউরেটররা কাজ করেছেন। টিম ম্যানেজমেন্টের কথা অনুযায়ী, পিচ প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে বেঙ্গালুরুতে লাগাতার বৃষ্টির জন্য পিচ কভারে ঢেকে রাখার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। প্রথম দিনটা নষ্ট গেছে বৃষ্টির জন্য। ওই ম্যাচে রোহিত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের পেসারদের দাপটে প্রথম ইনিংসে ৪৬ রানেই গুটিয়ে যায়।

পুনেত পিচ শুকনো রাখা ছিল। যা ভারতীয় দলের স্পিনারদের সহায়তা করবে বলেই মনে করা হয়েছিল। সেখানেই কিউই বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার রীতিমতো ভেলকি দেখিয়েছেন। ভারতীয় ব্যাটিং লাইন আপ কার্যত স্যান্টনারের কাছে আত্মসমর্পণ করেছে। মুম্বইতেও ছিল শুকনো পিচ। সেখানে আবার নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল ভারতীয় স্পিনারদের টেক্কা দিয়ে গিয়েছেন। শুধু বোলাররাই নন। ভারতীয় ব্যাটাররাও নিউজিল্যান্ড সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। ভারত শেষ ইনিংসে ১৪৭ রানও তাড়া করতে পারেনি। যার ফলে, ঘরের মাঠে প্রথমবার দুটির বেশি টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া পরাজিত এবং হোয়াইটওয়াশ হল।

নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একজন কর্তা এই ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমাদের নিজেদের ব্যাটিং ইউনিটের যখন এই জঘন্য দশা, তখন আর স্পিন সহায়ক পিচ তৈরির দরকার ছিল না।' নিউজিল্যান্ড সিরিজ স্পষ্ট করেছে, ভারতীয় ব্যাটাররা স্পিনটা ঠিকমতো খেলতে পারছেন না। এই পরিস্থিতিতে ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ফলে রীতিমতো উদ্বিগ্ন বিসিসিআই কর্তারা। ভারতের হোম সিরিজ ফের একবছর পর, ২০২৫ সালের অক্টোবরে। ফলে, সেনিয়ে তেমন একটা চিন্তিত নন তাঁরা। বরং, তাঁদের মাথাব্যথা কীভাবে অস্ট্রেলিয়া সফর উতরোনো যায়, সে নিয়েই।

বৈঠকে বছর ৩৭-এর রোহিতের পরে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব কে সামলাবেন, সেই প্রশ্নও উঠেছে। সেনিয়ে সিদ্ধান্ত না হলেও এখনও পর্যন্ত ঠিক হয়েছে যে ব্যাট হাতে রোহিতকে ভালো খেলতে হবে। আর, অস্ট্রেলিয়ায় তাঁকে দুর্দান্ত অধিনায়কত্ব করে ম্যাচ জেতাতে হবে। তার ওপরই রোহিতের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে। শুধু রোহিতই নন। ভারতীয় টেস্ট দলের আরও তিন সিনিয়র- বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাও এখন কেরিয়ারের শেষপ্রান্তে। ফলে, অদূর ভবিষ্যতে ভারতীয় সিনিয়র দলে বড়বড় রদবদলের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- সঞ্জুর দিকে তেড়ে এলেন জ্যানসেন, মাঠেই পাল্টা ক্যাপ্টেন স্কাইয়ের, তুমুল বিতর্কে দগ্ধ ম্যাচ, দেখুন

অস্ট্রেলিয়া সফরের ব্যাপারে ঠিক হয়েছে, রোহিত অস্ট্রেলিয়ার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দলের কিছু সদস্যের সঙ্গে ১০ নভেম্বর সেদেশে পাড়ি দেবেন। তবে, ব্যক্তিগত কারণে তিনি ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা প্রথম টেস্ট ম্যাচ খেলতে না-ও পারেন। রোহিতরা অস্ট্রেলিয়া যাওয়ার একদিন পর ভারতীয় দলের বাকিরা অস্ট্রেলিয়া রওনা দেবেন।

BCCI Cricket News Indian Cricket Team Team India
Advertisment