Advertisment

Suryakumar Yadav heated exchange with Marco Jansen: সঞ্জুর দিকে তেড়ে এলেন জ্যানসেন, মাঠেই পাল্টা ক্যাপ্টেন স্কাইয়ের, তুমুল বিতর্কে দগ্ধ ম্যাচ, দেখুন

India vs South Africa 1st t20I: মুম্বই ইন্ডিয়ান্স-এর তিন মূর্তি মাঠেই লেগে পড়লেন তর্কাতর্কিতে, দেখুন চরম উত্তেজক ভিডিও, যা বাড়িয়ে দিল সিরিজের পারদ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav, Marco Jansen, সূর্যকুমার যাদব, মার্কো জানসেন,

Suryakumar Yadav-Marco Jansen: সিরিজের প্রথম ম্যাচ থেকে এভাবেই ছড়াল উত্তেজনা। (ছবি- টুইটার)

Suryakumar Yadav, Marco Jansen and Sanju Samson exchange during IND vs SA 1st t20I: ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজের প্রথম ম্যাচে সঞ্জু স্যামসনকে বাঁচাতে মার্কো জ্যানসেনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। চার ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ককে মেজাজ হারাতে দেখা গেল। কিংসমিডের এই ম্যাচে ১৫তম ওভারের দ্বিতীয় বলের পর সঞ্জু স্যামসন ও মার্কো জানসেনের মধ্যে তর্কাতর্কির মধ্যে দিয়ে বিতর্ক শুরু হয়।

Advertisment

ঘটনার সূত্রপাত হয়, রবি বিষ্ণোই অফসাইডে বল করেন। সেই বল ড্রাইভ করেন জেরাল্ড কোয়েটজি। বল চলে যায় লং অফে। ফিল্ডার সেখান থেকে বল উইকেটরক্ষকের দিকে ছুড়ে দেন। সঞ্জু স্যামসন পিচের ডানদিক থেকে থ্রো টা নেন। জানসেনের তা পছন্দ হয়নি। প্রোটিয়া তারকা এনিয়ে সঞ্জুকে কিছু একটা বলেন। তারপরই দু'জনের তর্কাতর্কি শুরু হয়ে যায়। 

সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ছুটে আসেন। তিনি সঞ্জুর পাশে দাঁড়ান। ফলে, জানসেনের সঙ্গে সূর্যকুমারের তর্কাতর্কি বেধে যায়। পরিস্থিতি সামলাতে আম্পায়াররা এবং জেরাল্ড কোয়েটজিও ছুটে আসেন। সূর্যকুমারের সঙ্গে তাঁদের কথা বলতে দেখা যায়। সেসময় ডানহাতি ব্যাটার তথা ভারত অধিনায়কের শারীরিক ভঙ্গিমা ছিল রীতিমতো উত্তেজিত।

শেষ পর্যন্ত রবি বিষ্ণোইয়ের বলে জানসেন আউট হয়ে যাওয়ায় ব্যাপারটা আর বেশিদূর গড়ায়নি। জানসেন ৮ বলে ১২ রান করেন। ভারত এই ম্যাচে ২০২ রান করেছে। সিরিজের প্রথম ম্যাচে ৬১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ওপেনার অভিষেক শর্মা ৭ রান আউট হলেও সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসন পরিস্থিতি সামলান। সূর্যকুমার ২১ রানে আউট হলেও সঞ্জু স্যামসন ১০৭ রান করেন। দু'জনে মিলে দ্বিতীয় উইকেটে তোলেন ৬৬ রান।

সূর্যকুমারের আউট হওয়ার পর নামেন তিলক ভার্মা। তিনি ব্যাটিং-সহায়ক এই পিচে ৩৩ রান করেন। অন্যপ্রাপ্ত ধরে রাখেন সঞ্জু। যার ফলে তৃতীয় উইকেটে ভারত ৭৭ রান তোলে। উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন। এর আগে তিনি বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। তাঁর অনবদ্য শতরানের দৌলতে ভারত শেষ পর্যন্ত ৮ উইকেটে তোলে ২০২ রান।

আরও পড়ুন- ওভারের ১১তম বলে আউট সূর্যকুমার, ডারবানে বেনজির ঘটনায় ঝড় আন্তর্জাতিক টি২০-তে

দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে তুলেছে ১৪১ রান। নিয়মিত উইকেট হারানোয় তারা বড় ইনিংস গড়তে পারেনি। রায়ান রিকেল্টন করেছেন ২১ রান। হেনরিখ ক্লাসেন করেছেন ২৫ রান। জেরাল্ড কোয়েটজি করেছেন ২৩। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই তিনটি করে উইকেট নিয়েছেন। আভেশ খান নিয়েছেন দুটি উইকেট। আর, আরশদীপ সিংও উইকেট পেয়েছেন। 

T20 Indian Cricket Team South Africa Cricket Team Suryakumar Yadav
Advertisment