বোর্ডের তরফে চলতি মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার কোচের পদে বসছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের পর্যন্তই কোচ হিসেবে মেয়াদ ছিল কোচ রবি শাস্ত্রীর। শাস্ত্রী জমানা পরে কোচ হিসেবে প্ৰথম থেকেই ফেভারিট ছিলেন রাহুল দ্রাবিড়। তারপরে নিয়ম মেনে ক্রিকেট উপদেষ্টা কমিটির কাছে সাক্ষাৎকারের পরে দায়িত্ব নেন মহাতারকা।
রবি শাস্ত্রীর মতই দ্রাবিড়ের কোচিংয়ের মেয়াদ থাকছে দু বছরের জন্য। কোচিংয়ে নজরকাড়া সাফল্য পেলে দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের চুক্তি নবীকরণও করা হতে পারে।
আরও পড়ুন: সানরাইজার্স ছাড়ছেন লক্ষ্মণ! বড়সড় পদে বন্ধুকে বসাচ্ছেন বোর্ড সভাপতি সৌরভ
কোচ দ্রাবিড়ের নিয়োগ নিয়ে সম্প্রতি বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী হালকা ছলে শারজা বইমেলায় নতুন ঘটনা জানালেন। "দ্রাবিড়ের ছেলের কাছ থেকে ফোন পাই কিছুদিন আগে। পড়াশুনা নিয়ে বেশি কঠোর হওয়ার অভিযোগ করে ও। কিছুদিন বাবার থেকে দূরে থাকার অনুরোধ জানায় দ্রাবিড়-পুত্র। তখনই দ্রাবিড়কে ফোন করে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দি-ই।" জানান সৌরভ।
মহারাজ আরও বলে যান, একসঙ্গে খেলার সূত্রে দ্রাবিড়কে স্বাগত জানাতে সর্বদাই প্রস্তুত ছিলেন তিনি। সৌরভ জানিয়েছেন, "আমরা একসঙ্গেই বেড়ে উঠেছি। একই সময়ে জাতীয় দলে যোগ দি-ই। তাই আমাদের প্রস্তাবে সাড়া দিতে ওঁর অসুবিধে হয়নি।"
১৭ নভেম্বর জয়পুরে প্রথম টি২০ ম্যাচে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলে দ্রাবিড় সভ্যতার সূচনা হচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটে টি২০ এবং দুটো টেস্ট খেলার পরে ভারত দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে পূর্ণাঙ্গ সফরে অংশ নেওয়ার জন্য।
জাতীয় দলে কোচ হওয়ার আগে দ্রাবিড় ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত এনসিএ-র হেড কোচ ছিলেন। ইন্ডিয়া-এ দলেও কোচিং করিয়েছেন মহাতারকা। সংবাদসংস্থা সূত্রের খবর, এনসিএ-তে দ্রাবিড়ের স্থলভিষিক্ত হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন