Advertisment

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ কি ফের শুরু হবে! বড়সড় আপডেট দিলেন সৌরভ

ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

প্রায় দু বছর পর বাইশ গজে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। ২০১৯ বিশ্বকাপের পরে ফের একবার দুই পড়শি দেশ ক্রিকেট মাঠে নামে রবিবার শেষ হওয়া টি২০ বিশ্বকাপে।

Advertisment

কুড়ি কুড়ির ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার আইসিসি টুর্নামেন্টে ভারতকে হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান। তবে দুবাইয়ের মেগা যুদ্ধেই বোঝা গিয়েছে, দুই দল-ই কার্যত অচেনা প্রতিপক্ষের মোকাবিলা করেছে। একে অন্যের শক্তি দুর্বলতা সম্পর্কে কার্যত কোনও ধারণাই ছিল না ভারত-পাক ক্রিকেটারদের। পাকিস্তান যদিও শেষ হাসি হেসেছে দিনের শেষে।

আরও পড়ুন: সানরাইজার্স ছাড়ছেন লক্ষ্মণ! বড়সড় পদে বন্ধুকে বসাচ্ছেন বোর্ড সভাপতি সৌরভ

যাইহোক, ভারত-পাক ক্রিকেট দ্বৈরথ উপভোগ করার পরে ক্রিকেট মহলের একাংশ দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু করার আর্জি জানিয়েছে। ঘটনা হল, আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হলেও রাজনৈতিক সমীকরণের কারণে দ্বিপাক্ষিক সিরিজে গত নয় বছর মুখোমুখি হয়নি দুই দেশ। শেষবার দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২/১৩ মরশুমে।

পুনরায় কি দুই দেশের ক্রিকেটীয় দ্বৈরথ দেখা যাবে, এমন প্রশ্নের জবাবে কার্যত হাত তুলে নিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মেগা সিরিজ চালু করার বিষয়টি তাঁর আয়ত্তের বাইরে।

আরও পড়ুন: ছেলের ফোনেই নাকি ভারতের কোচ দ্রাবিড়! বড় ঘটনা খোলসা করলেন স্বয়ং সৌরভ

শারজা আন্তর্জাতিক বইমেলায় গিয়ে বোর্ড সভাপতি জানিয়ে দিয়েছেন, "দ্বিপাক্ষিক সিরিজ চালু করার বিষয়টি বোর্ডের হাতে নেই। বেশ কয়েক বছর ধরেই দুই দেশের সিরিজ বন্ধ। এই বিষয়ে দুই দেশের সরকারকে এগোতে হবে। এটা রামিজের হাতেও নেই, আমারও আয়ত্তের বাইরে।" সৌরভ সরাসরি দুই দেশের সরকারের কোর্টে বল ঠেলে দিলেও দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে সামান্য আশাবাদী পাক বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।

সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান জানিয়েছিলেন, "এই মুহূর্তে দ্বিপাক্ষিক সিরিজ কার্যত অসম্ভব। দুই দেশের ক্রীড়ানীতি নষ্ট হয়েছে রাজনৈতিক উত্তাপের কারণে। এই বিষয়টি বহুদিন ধরে ঝুলে রয়েছে। এই ক্ষেত্রে আমরাও তাড়াহুড়ো করছি না। আপাতত আমাদের পাখির চোখ ঘরোয়া ক্রিকেট এবং স্থানীয় ক্রিকেটের ভিত আরও মজবুত করা।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Sourav Ganguly India Vs Pakistan match Pakistan Cricket
Advertisment