Match Bans for Captains: আইপিএলে ভোলবদল, বিসিসিআইয়ের নতুন নিয়ম, ধীর ওভার রেটে শুধু চরম ক্ষেত্রে ক্যাপ্টেনে নিষেধাজ্ঞা

BCCI has decided to replace match bans for slow over-rates with demerit points, imposing bans only in extreme cases. বিসিসিআই ধীর ওভার রেটের জন্য ম্যাচ নিষেধাজ্ঞার পরিবর্তে ডিমেরিট পয়েন্ট চালু করেছে। নতুন নিয়ম আইপিএল ২০২৫ থেকে কার্যকর হবে।

BCCI has decided to replace match bans for slow over-rates with demerit points, imposing bans only in extreme cases. বিসিসিআই ধীর ওভার রেটের জন্য ম্যাচ নিষেধাজ্ঞার পরিবর্তে ডিমেরিট পয়েন্ট চালু করেছে। নতুন নিয়ম আইপিএল ২০২৫ থেকে কার্যকর হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Leaders of IPL: বিসিসিআই অফিসে দুই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও রজত পাতিদার

Leaders of IPL: বিসিসিআই অফিসে দুই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও রজত পাতিদার। (ছবি- টুইটার)

BCCI Modifies Slow Over-Rate Rules: No Match Bans for Captains Except in Extreme Cases: আইপিএল ২০২৫ শুরুর আগে বিসিসিআই ধীর ওভার রেটের নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, ধীর ওভার রেটের জন্য অধিনায়কদের ওপর সরাসরি ম্যাচে নিষেধাজ্ঞা জারি হবে না, বরং তাঁদের ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। তবে, চরম ক্ষেত্রে ম্যাচ নিষেধাজ্ঞার নিয়ম কার্যকর থাকবে।

Advertisment

বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী:

  • প্রতি ৪টি ডিমেরিট পয়েন্টের জন্য ম্যাচ রেফারি ১০০% ম্যাচ ফি জরিমানা বা অতিরিক্ত ডিমেরিট পয়েন্ট আরোপ করতে পারেন।
  • নির্দিষ্ট পরিমাণ ডিমেরিট পয়েন্ট জমা হলে ভবিষ্যতে ম্যাচ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।
  • আইসিসির নিয়মের মতই এই ডিমেরিট পয়েন্ট তিন বছর পর্যন্ত বহাল থাকবে।

গত মরশুমে ধীর ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে দেওয়া হয়নি। একইভাবে, হার্দিক পান্ডিয়া ২০২৪ সালের নিয়ম লঙ্ঘনের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারবেন না। 

Advertisment

অন্যান্য বড় পরিবর্তন:

দ্বিতীয় ইনিংসে শিশির সমস্যার সমাধানে নতুন বল: দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর থেকে নতুন বল ব্যবহারের অনুমতি দেওয়া হবে।
সালিভা ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ফিল্ডিং দলের জন্য সুবিধা আনতে বল পালিশ করার জন্য লালা ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
ডিআরএস রিভিউয়ে নতুন সংযোজন: ব্যাটসম্যানের উচ্চতা অনুযায়ী ওয়াইড বল এবং অফ-স্টাম্পের বাইরের ওয়াইড বলের বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ থাকবে।

বিসিসিআই এখনও পর্যন্ত আইপিএল ২০২৫-এর জন্য চূড়ান্ত খেলার শর্ত প্রকাশ করেনি। আসন্ন মরশুম ২২ মার্চ (শনিবার) শুরু হবে। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে।

এজন্য ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতেই ইডেন পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সূত্রের খবর, মাঠের ঠিক মাঝখানে মূল অনুষ্ঠানের মঞ্চ বাঁধা হবে বলে ঠিক হয়েছে। সন্ধে ৬টা ২৫ থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হবে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স উদ্বোধনী ম্যাচে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। ২০০৮ সালে এই দুই দলের ম্যাচ দিয়েই বেঙ্গালুরুতে আইপিএলের সূচনা হয়েছিল। 

আরও পড়ুন- ইডেন থেকে সরল নাইট রাইডার্সের ম্য়াচ, চিন্তায় কেকেআর সমর্থকরা

এবার ২২ মার্চ ইডেনে থাকছে বিশেষ চমকের ব্যবস্থা। স্টেডিয়ামে প্রবেশ করার সময় প্রত্যেক দর্শকের হাতে একটি বিশেষ রিস্ট ব্যান্ড এবং চশমা তুলে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেই চশমা এবং রিস্ট ব্যান্ড মিউজিকের তালে তালে জ্বলতে থাকবে। এমন ধরনের ব্যাপার সাধারণত আমেরিকা বা ইওরোপের ব্যান্ড শিল্পীদের অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়। এবার সেটা দেখা যাবে ইডেনেও। আর, ওই সময় ইডেনের ফ্লাডলাইন বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। 

cricket BCCI Cricket News Indian Premier League (IPL) IPL