Jay Shah announces IPL match fees: ঐতিহাসিক সিদ্ধান্তের ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ। আইপিএলে প্রত্যেক ম্যাচ পিছু এবার ক্রিকেটাররা পাবেন ৭.৫ লক্ষ করে অতিরিক্ত টাকা। সবমিলিয়ে গোটা সিজন খেলতে পারলেই সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাবদ প্রাপ্ত অর্থ বাদ দিয়ে আরও ১.০৫ কোটি করে টাকা পাবেন ক্রিকেটাররা।
বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ শনিবার বড় ঘোষণায় জানিয়ে দিলেন, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি চুক্তি সংক্রান্ত বাজেট বাদ দিয়েও ক্রিকেটারদের জন্য আরও ১২.৬০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করবে।
জয় শাহ বড়সড় বার্তায় লিখে দিয়েছেন, "আইপিএলে অসামান্য পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং চ্যাম্পিয়ন হওয়া উদযাপন করতে আমরা আমাদের ক্রিকেটারদের জন্য ম্যাচ পিছু আরও ৭.৫ লক্ষ টাকা বরাদ্দ করতে চলেছি। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবাবদ অর্থ ছাড়াও গোটা সিজন খেললে প্রত্যেক ক্রিকেটার আরও ১.০৫ কোটি টাকা পাবেন।"
আরও পড়ুন: বাংলাদেশকে থেঁতো করতে ১৫৬.৭ কিমির গতি দানব লেলিয়ে দেবে ভারত! কাঁপুনি শুরু টাইগারদের
"প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ম্যাচ ফি হিসাবে আরও ১২.৬০ কোটি টাকা অর্থ বরাদ্দ করবে। আইপিএল এবং আমাদের ক্রিকেটারদের জন্য নতুন যুগের সূচনা হতে চলেছে।"
২০০৭-এ আবির্ভাবের পর আইপিএলে এই প্রথমবার ম্যাচ ফির যুক্ত হতে চলেছে। আইপিএল থেকে ক্রিকেটারদের আয় থাকত মূলত নিলাম-চুক্তি থেকে। ভারতে প্ৰথম শ্রেণির ক্রিকেটের বেতন থেকে আইপিএলের আয় এবার দাঁড়াল ২০ গুণ বেশি।
২০২১-এ বিসিসিআইয়ের তরফে ভারতে ঘরোয়া ক্রিকেটারদের যে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল, তাতে একজন প্ৰথম শ্রেণির ক্রিকেটার ম্যাচ পিছু ৪০ হাজার টাকা উপার্জন করবেন (সিজনে ১ থেকে ২০টি ম্যাচের জন্য), ম্যাচ পিছু ৫০ হাজার টাকা উপার্জন করবেন ( সিজনে ২১ থেকে ৪০টি ম্যাচের জন্য), ম্যাচ পিছু ৬০ হাজার টাকা উপার্জন করবেন (সিজনে ৪০ প্লাস ম্যাচের জন্য)।
READ THE FULL ARTICLE IN ENGLISH