Advertisment

BCCI to unleash Mayank Yadav: বাংলাদেশকে থেঁতো করতে ১৫৬.৭ কিমির গতি দানব লেলিয়ে দেবে ভারত! কাঁপুনি শুরু টাইগারদের

Mayank Yadav in IND vs BAN t20 series: আইপিএলে গতির ঝড় তুলে দিয়েছিলেন মায়াঙ্ক যাদব। এবার তাঁকেই বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলিয়ে দেওয়ার পথে হাঁটছে বিসিসিআই।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh, IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ (টুইটার)

Mayank Yadav, India vs Bangladesh t20 series: চোটের কারণে আইপিএলে বেশি ম্যাচ খেলতে পারেননি। তবে মায়াঙ্ক যাদব ভয়ঙ্কর গতিতে অস্থির করে দিয়েছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের। প্ৰথম দুই ম্যাচেই তুলে নিয়েছিলেন ৬ উইকেট। আইপিএলের ইতিহাসে ১৫৭.৬ কিমির বোমা-ও বেরিয়েছিল তাঁর হাত থেকে। তবে তারপরেই চোটের কবলে পড়েছিলেন মায়াঙ্ক।

Advertisment

আইপিএলে খেলার সময়েই দাবি উঠে গিয়েছিল মায়াঙ্ককে যেন অস্ট্রেলিয়ায় বাউন্সি পিচে ফেলা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরে বর্ডার-গাভাসকার সিরিজ নয়, মায়াঙ্ক জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ করতে চলেছেন এই অক্টোবরেই।

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেই তিনটে টি২০ খেলবে দুই দল। আর টি২০ সিরিজে ভারত মোটেই প্ৰথম সারির দল খেলাবে না। এমনিতেই কোহলি-রোহিত-জাদেজা টি২০ থেকে অবসর নিয়েছেন। বুমরা-সিরাজদের বিশ্রাম নেওয়ার পথে হাঁটবে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় সারির দলেই আবির্ভাব ঘটতে পারে মায়াঙ্কের।

টাইমস অফ ইন্ডিয়াকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ও কতটা উপযুক্ত, তা টিম ম্যানেজমেন্ট পরখ করে নিতে চায়। সামনে ভরা টেস্ট মরশুম। এমন সময় টি২০তে নতুন মুখের সন্ধানে রয়েছে টিম ইন্ডিয়া।"

আরও পড়ুন: মেডিক্যাল ভিসায় এসে সিরাজকে কুৎসিত গালি! টাইগার রবিকে বাংলাদেশে তাড়াতে চাইছে কানপুর পুলিশ

বর্তমানে এনসিএ-তে রিহ্যাব সারছেন মায়াঙ্ক। বোর্ডের সূত্র আরও জানিয়েছেন, "গত মাস থেকেই চোট সারিয়ে উঠেছে ও। ব্যথার কোনও অভিযোগ আপাতত নেই। এখন পুরো দমে বোলিং করছে।"

বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরুর আগে স্পেশ্যাল ক্যাম্প আয়োজন করা হচ্ছে বোর্ডের তরফে। বহুদিন যাঁরা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে অথচ টি২০ স্কোয়াডে ঢোকার দাবিদার তাঁদের নিয়েই আয়োজন করা হবে ক্যাম্পের। হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, অভিষেক শর্মাদের মত তারকারা থাকবেন টি২০-র প্রস্তুতি ক্যাম্পে।

আরও পড়ুন: ডিভাইডারে ধাক্কা খেয়েই ওলট-পালট গাড়ি! ভয়ঙ্কর অবস্থায় হাসপাতালে টিম ইন্ডিয়ার সেরার সেরা প্রতিভা

আইপিএলে ঝড় তুলে দেওয়া এই স্পিডস্টার চোটের কারণে বেশ কিছুদিন প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেটের বাইরে। তবে নির্বাচকদের নজরে রয়েছেন মায়াঙ্ক। স্রেফ টি২০ নয়, টেস্টের ফরম্যাটে ভালোভাবে ভাবা হচ্ছে তাঁকে।

সূত্রের খবর বাংলাদেশের বিরুদ্ধে ভালো করতে পারলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সারপ্রাইজ প্যাকেজ হিসাবে টেস্ট স্কোয়াডে রাখা হতে পারে মায়াঙ্ককে। গম্ভীর-মর্কেল জমানায় কুঁড়ি থেকে ফুল হয়ে কি ফুটবেন মায়াঙ্ক, সেটাই আপাতত দেখার।

IPL Mayank Yadav Indian Team Bangladesh Cricket Lucknow Super Giants LSG Indian Cricket Team Team India India Cricket Team Bangladesh Cricket Team
Advertisment