Jay Shah takes over as ICC chairman: আইসিসির নতুন চেয়ারম্যান পদে দায়িত্বভার নিলেন জয় শাহ। ৩৬ বছর বয়সি জয় শাহ এর আগে ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের সচিব পদে ছিলেন। এই বছরের শুরুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর, ১ ডিসেম্বর থেকে তাঁর নতুন পদে দায়িত্ব গ্রহণের কথা ছিল। সেই হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে জয় শাহের মেয়াদ রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হল। ভারতীয় প্রশাসক বিশ্ব ক্রিকেট সংস্থার দায়িত্ব নিলেন।
আইসিসির এক বিবৃতিতে শাহ বলেছেন, 'আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব শুরু করতে পেরে আমি সম্মানিত। এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আমার প্রতি সমর্থন ও আস্থা প্রকাশের জন্য আইসিসি পরিচালক এবং বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাতে চাই।'
এর পাশাপাশি শাহ বলেন, 'এটা ক্রীড়াজগতের জন্য একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত। আমরা ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের মধ্যে ক্রিকেটকে আগের চেয়ে আরও বেশি জনপ্রিয় করার চেষ্টা করব। আরও বেশি দেশ যাতে ক্রিকেট খেলে, সেই চেষ্টা করব। আমরা ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাব। ক্রিকেটে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করব। সব মিলিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বিশ্বব্যাপী আমাদের ক্রিকেটারদের জন্য সেরা সম্ভাবনা গড়ে তুলতে আমরা চেষ্টা চালাব।'
জয় শাহ, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) এর প্রাক্তন জেলা প্রশাসক। তিনি গুজরাট ক্রিকেট সংস্থারও প্রশাসক ছিলেন। ২০১৯ সাল থেকে জয় শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব ছিলেন। পাশাপাশি, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদেও রয়েছেন। আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটিরও চেয়ারম্যান জয় শাহ।
আরও পড়ুন- টিম ইন্ডিয়ায় ফিরেই জায়গা হারালেন ক্যাপ্টেন রোহিত! পিঙ্ক বল টেস্টের আগেই বিরাট আপডেট ভারতীয় দলে
জয় শাহর আমলে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি ঘটেছে বলেই ভারতীয় ক্রিকেট প্রশাসকদের ধারণা। তিনি আইসিসির কর্তা হওয়ায়, ভারতীয় ক্রিকেটের আরও অগ্রগতি ঘটবে বলেই ভারতীয় ক্রিকেট প্রশাসকদের ধারণা। বর্তমান বিশ্বে ক্রিকেট ভারতের ওপর আর্থিকভাবে অনেকটাই নির্ভরশীল। এই পরিস্থিতিতে জয় শাহের পদন্নোতিতে কার্যত খুশি ভারতীয় ক্রিকেট প্রশাসনের কর্তারা।