Advertisment

BCCI to Mohammed Shami: শামিকে বড় হুঁশিয়ারি বোর্ডের! কেরিয়ার বাঁচাতে বড় পরামর্শ এবার বোর্ডের

Mohammed Shami news: শামিকে বড় বার্তা দিল এবার বোর্ড। দীর্ঘদিন ধরেই শামি জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একবছর ধরে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammad Shami, মহম্মদ শামি

Shami: শামি দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ফেরার চেষ্টা চালাচ্ছেন। (ছবি- ফাইল)

Mohammed Shami: জাতীয় দলে ফেরানোর আগে পেসার মহম্মদ শামিকে শর্ত দিল বিসিসিআই। শামিকে বিসিসিআই-এর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে ওজন কমাতে হবে। ফিটনেস পুনরুদ্ধার করতে হবে। এক রিপোর্টে বলা হয়েছে, বর্ডার-গাভাসকার ট্রফির জন্য নির্বাচকদের রাজি করাতে হলে মহম্মদ শামিকে বিসিসিআইয়ের শর্ত পূরণ করতে হবে। এজন্য শামির হাতে এক সপ্তাহেরও কম সময় আছে। 

Advertisment

শামি, ইনজুরির জন্য দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। বর্তমানে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল টিমের কড়া নজরদারিতে আছেন। বাংলার হয়ে চলতি মরশুমে তাঁর প্রথম রঞ্জি ম্যাচে শামি বেশ ভালোই খেলেছেন। এবার, সৈয়দ মুস্তাক আলি SMAT) টি২০ ট্রফিতে তাঁর খেলার মূল্যায়ন করা হবে। এই পরিস্থিতিতে ওজন কমানো এবং ফিটনেস পুনরুদ্ধার শামির কাছে এক বড় চ্যালেঞ্জ।

২২ নভেম্বর সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, 'শামি কখন বিসিসিআইয়ের মেডিকেল টিমের ওপর নির্ভরতা ছাড়তে পারেন, সেটাই এখন দেখার। আপাতত, প্রতি ওভার করার পরে তাঁর চিকিৎসা চলছে। মেডিক্যাল টিম মনে করে, ম্যাচ খেলতে গেলে শামিকে ওজন কমাতেই হবে। এজন্য তাঁকে ধৈর্য ধরতে হবে। রঞ্জি ট্রফির লিগপর্যায় শেষ হয়ে গিয়েছে। এবার তাই মুস্তাক আলি ট্রফিতে শামিকে ভালো পারফরম্যান্স করে দেখাতে হবে।' 

রিপোর্ট বলছে, বিসিসিআইয়ের ক্রীড়া বিজ্ঞানের প্রধান নীতিন প্যাটেল ও ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) প্রশিক্ষক নিশান্ত বোরদোলোই বাংলা দলের হয়ে খেলার সময় শামির প্রশিক্ষণ এবং তাঁর  সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় রুটিন তৈরির দায়িত্বে ছিলেন। মুস্তাক আলি ট্রফির ম্যাচ ২৩ নভেম্বর শুরু হয়েছে। তারপর থেকে তাঁর ফিটনেস প্রমাণের জন্য শামিকে ১০ দিন দেওয়া হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ফিরতে হলে শামিকে এখনই ফিরতে হবে। কারণ, এরপর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। মুস্তাক আলি ট্রফির পারফরম্যান্সের ভিত্তিতে শামিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরানো হবে না। এমনটাই ঠিক করেছে বিসিসিআই। এই ব্যাপারে সূত্রের খবর, 'মুস্তাক আলি ট্রফি টি২০ টুর্নামেন্ট। সেটা ২০ ওভারের ম্যাচ। তা কখনও একদিনের ক্রিকেট ম্যাচের জন্য দল নির্বাচনের মাপকাঠি হতে পারে না। একটি হাই-প্রোফাইল টেস্ট সিরিজে মান বজায় রাখা বরং তা-ও চলতে পারে। যদিও টেস্ট সিরিজে ভিন্ন বলে খেলা হয়। আর, এই কারণেই যদি শামি শর্তগুলো পূরণ করেন, তবে তাঁকে টিম ইন্ডিয়ার সঙ্গে প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।'

আরও পড়ুন- অনামি উইকেটকিপারই মুম্বইয়ের সম্বল, তবু সেরা একাদশ হার্দিকদের! কেমন হচ্ছে আম্বানিদের প্ৰথম ১১

যদি শামিকে বিসিসিআইয়ের শর্তগুলো পূরণ করেন, তবে তিনি ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচে সুযোগ পেতেও পারেন। ব্রিসবেনে ওই ম্যাচ ১৪ ডিসেম্বর শুরু হবে। শামির অনুপস্থিতিতে, টিম ইন্ডিয়া পার্থে প্রথম টেস্ট অত্যন্ত ভালো খেলেছে। অস্থায়ী অধিনায়ক তথা পেস তারকা জসপ্রীত বুমরা ৮ উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ নিয়েছেন ৫ উইকেট। অভিষেক টেস্ট ম্যাচে হর্ষিত রানাও নিয়েছেন ৪টি উইকেট। ভারত এই ম্যাচ ২৯৫ রানে জিতেছে।

cricket BCCI Mohammed Shami Indian Cricket Team Mohammad Shami Md.Shami Md.Shami Border-Gavaskar Trophy
Advertisment