MI IPL 2025 Auction: মেগা নিলামে রীতিমতো গোছানো স্কোয়াড তৈরি করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই দলে এমন সব ক্রিকেটার আছেন, যাঁরা দলকে জয়ের পথে টেনে নিয়ে যেতে পারেন। আইপিএল ২০২৫ মেগা নিলামে ১৮ জন খেলোয়াড়ের জন্য মোট ৩৯.৫৫ কোটি খরচ করেছে মুম্বই। পুরোনো খেলোয়াড়দের ধরে রাখা এবং নতুন ভালো খেলোয়াড়দের কেনার জন্যও প্রচুর অর্থখরচ করেছে। লক্ষ্য, শিরোপাজয়ী দল তৈরি করা। এই দলে আছে দীপক চাহার, উইল জ্যাকস, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টের মত খেলোয়াড়।
নিলামে বোল্টের পিছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে মুম্বই। এই অলরাউন্ডারকে মুম্বইয়ে ফেরাতে ফ্র্যাঞ্চাইজির খরচ হয়েছে ১২.৫ কোটি টাকা। পেস-বোলিং অলরাউন্ডার দীপক চাহারকে কিনতে খরচ হয়েছে ৯.২৫ কোটি টাকা। দলে রয়েছে জসপ্রীত বুমরার মত বিশ্বসেরা বোলার। এই তিন বোলার মিলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে কোনও ব্যাটারকে সমস্যায় ফেলতে যথেষ্ট।
মুম্বই ইন্ডিয়ান্স সৌদি আরবের জেড্ডায় এই নিলামের আগে ৭৫ কোটি টাকায় অধিনায়ক হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাকে ধরে রেখেছিল। যা দলের সম্ভাব্য একাদশ, তথা ব্যাটসম্যান এবং বোলারদের নিয়ে একটি ভালো ভারসাম্যপূর্ণ দল তৈরি করেছে। এই দলের প্রথম দিকেই উইকেট তুলে নেওয়ার দক্ষতা, ব্রেকথ্রু দেওয়া, রানের পাহাড় তৈরির ক্ষমতা রয়েছে।
আরও পড়ুন- CSK-তে তিন-তিনটে রবি! ঝড় তোলা স্কোয়াড এবার-ও চ্যাম্পিয়নের দাবিদার, কেমন হচ্ছে ধোনিদের ১১
আইপিএল ২০২৫-এ মুম্বইয়ের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, উইল জ্যাকস, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবিন মিঞ্জ (উইকেটরক্ষক), নমন ধীর/দীপক চাহার, মিচেল স্যান্টনার, আল্লাহ গজানফার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা।
আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্সের সম্পূর্ণ স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, তিলক ভার্মা, ট্রেন্ট বোল্ট, নমন ধীর, রবিন মিঞ্জ, কর্ন শর্মা, রায়ান রিকেল্টন, দীপক চাহার, আল্লাহ গজানফার, উইল জ্যাকস, অশ্বনী কুমার, মিচেল স্যান্টনার, রিস টপলে, শ্রীজিৎ কৃষ্ণান, রাজ অঙ্গদ বাওয়া, ভেঙ্কট সত্যনারায়ণ রাজু।