BCCI selectors unhappy with Sanju Samson: বোর্ডের নির্দেশ অমান্য করে বিজয় হাজার ট্রফিতে না খেলায় তদন্তের মুখে ভারতীয় দলের ওপেনার সঞ্জু স্যামসন। রিপোর্ট অনুযায়ী, তাঁর রাজ্যদল কেরলের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলার কথা ছিল সঞ্জুর। কিন্তু, তিনি খেলেননি। সেই কারণে সঞ্জুর বিরুদ্ধে তদন্তে নামছে বিসিসিআই। তবে, সঞ্জু বর্তমানে টি২০ ক্রিকেটে ভারতীয় দলে আছেন। সামনেই ইংল্যান্ড সিরিজ। এই পরিস্থিতিতে ধীরকদমে হাঁটতে চাইছেন বিসিসিআই কর্তারা। যদি ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে সঞ্জুর পারফরম্যান্স খারাপ হয়, তবে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটতে পারে তদন্ত কমিটি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওয়ানাদে বিজয় হাজারে ট্রফির জন্য তিন দিনের ক্যাম্প করেছিল কেরল। ডিসেম্বরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই ক্যাম্পে যোগ দেননি কেরলের ক্রিকেটার সঞ্জু। আর, সেই কারণে সঞ্জুকে বিজয় হাজারে ট্রফির ৫০ ওভারের ম্যাচে রাখেননি কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। ব্যাপারটাকে মোটেও ভালোভাবে নেয়নি বিসিসিআই এবং অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী। সঞ্জু এখনও পর্যন্ত দেশের হয়ে ১৬টি একদিনের ম্যাচ এবং ৩৭টি টি২০ ম্যাচ খেলেছেন। তিনি কেন বিজয় হাজারে ট্রফির ক্যাম্পে যোগ দিলেন না, তা জানতে এই তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শোনা যাচ্ছে, তদন্তে দোষী প্রমাণিত হলে তিরুবনন্তপুরমের এই উইকেটকিপার-ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে জায়গা না-ও পেতে পারেন। বিসিসিআইয়ের এক সূত্র এই ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেছেন, 'নির্বাচকরা এবং ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব সম্পর্কে সচেতন। গত বছর ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার বিনা অনুমতিতে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছিল। স্যামসনও এখনও পর্যন্ত বোর্ডকে বিজয় হাজারেতে না খেলার কোনও কারণ জানায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ও ওই সময়টা দুবাইয়ে ছিল।'
যাই হোক, স্যামসনকে এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজে রাখা হয়েছে। এই সিরিজ ২২ জানুয়ারি, কলকাতায় শুরু হবে। কিন্তু, টি২০ সিরিজে ভালো খেললেও বিজয় হাজারেতে না খেলায় সঞ্জুকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে রাখা না-ও হতে পারে। সূত্রের খবর, 'নির্বাচকরা সঞ্জুর কাছে বিজয় হাজারে ট্রফিতে না খেলার আসল কারণটা জানতে চাইছেন। তাঁর জবাবে সন্তুষ্ট না হলে কেরলের এই উইকেটকিপার ব্যাটারকে একদিনের দলে রাখা হবে না। এমনিতে কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে সঞ্জু স্যামসনের সম্পর্ক মোটেও ভালো নয়। তবে, বিসিসিআই চায় জাতীয় দলের খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট খেলুক। আর, সেই জন্য সঞ্জু এবং কেসিএর তিক্ততার অবসান ঘটানো দরকার। কেসিএ বিসিসিআইয়েরই অংশ। সুতরাং উভয়পক্ষের ভুল বোঝাবুঝির কোনও সম্ভাবনা নেই। বিজয় হাজারে ট্রফিতে না খেললেও সঞ্জু অবশ্য সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলেছেন।'
আরও পড়ুন- কালই কলকাতায় টিম ইন্ডিয়া, ইডেনে তিন দিনের শিবির, আসছে ইংল্যান্ডও
ভারতের হয়ে গত ৫টি টি২০ ম্যাচে সঞ্জু ৩টে সেঞ্চুরি করেছেন। আবার, ২বার শূন্য রানেও আউট হয়েছেন। ভারতের হয়ে কেরলের এই ক্রিকেটার শেষবার একদিনের ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচে তিন নম্বরে নেমে ১১৪ বলে ১০৮ রান করেছিলেন সঞ্জু। মেরেছিলেন ৬টি চার এবং ৩টি ছয়। এই পরিস্থিতিতে সঞ্জুকে একদিনের দল থেকে বাদ দেওয়া হলে তাঁর জায়গায় মেন-ইন-ব্লু তে জায়গা পেতে পারেন ধ্রুব জুরেল ও ঈশান কিষান।