Advertisment

Camp at Eden Garden: কালই কলকাতায় টিম ইন্ডিয়া, ইডেনে তিন দিনের শিবির, আসছে ইংল্যান্ডও

Camp at Eden Garden before T20I series vs England: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে। ইডেনের একটি স্ট্যান্ডের নামকরণ ঝুলনের নামে হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
eden gardens india bangladesh test

Eden Garden: ইডেন গার্ডেন। (ফাইল ছবি)

Camp at Eden Garden before T20I series vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের আগে ইডেনে তিন দিনের শিবিরের আয়োজন করতে চলেছে ভারতীয় দল। শনিবার, ১৮ জানুয়ারি শিবিরের জন্য কলকাতায় আসছেন ভারতীয় দলের খেলোয়াড়রা। ইডেনের ম্যাচ দিয়েই শুরু হবে সিরিজ। ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন সূর্যকুমার যাদব। টি২০ ফরম্যাটে সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের ফলাফল বেশ ভালো। সেই ধারা সূর্যকুমার বজায় রাখবেন বলেই অনুরাগীদের বিশ্বাস। যাদবের নেতৃত্বে ভারত ইতিমধ্যেই শ্রীলঙ্কায় টি২০ সিরিজ জিতেছে। পাশাপাশি জিতেছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। তার মধ্যে কয়েকটি ম্যাচে তো অসাধারণ সব রেকর্ডও করেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

Advertisment

তার মধ্যেই ওপেনার হিসেবে সঞ্জু স্যামসনের দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় দলের শক্তি কয়েকগুণ বাড়িয়েছে। শুধু সঞ্জুই নন। ভারতীয় ক্রিকেটের নবপ্রজন্মের খেলোয়াড়রা প্রত্যেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছেন। এই সব খেলোয়াড়রা প্রত্যেকেই ৫ ম্যাচের টি২০ সিরিজে খেলবেন। তালিকায় যেমন অভিষেক শর্মারা আছেন। তেমনই আছেন নীতীশকুমার রেড্ডির মত খেলোয়াড়রাও। যার ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের হাল রীতিমতো বেহাল করে দিতে চলেছে টিম ইন্ডিয়া। এমনটাই আশা দর্শকদের। 

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে প্রচুর চাপ নিয়েছিলেন জসপ্রীত বুমরা। সফরে তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন। সেই কারণে, বোলিংয়ের পাশাপাশি অধিনায়কত্বের চাপও সামলাতে হয়েছে বুমরাকে। তার মধ্যেই তিনি আহত হয়েছেন। সফরের মাঝপথেই বুমরা চোট পান। সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলে হয়তো থাকছেন না বুমরা। তবে, ফিরতে পারেন মহম্মদ শামি। গত বছর একদিনের বিশ্বকাপের পর থেকে শামি ভারতীয় দলের বাইরে। এই রদবদলের পাশাপাশি ঋষভ পন্থের বদলে টি২০ দলে উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলকে। 

সূত্রের খবর, ভারতীয় দলের মত ইংল্যান্ড দলও শনিবার, ১৮ জানুয়ারিই আসছে। এর মধ্যেই ইডেনের পরিচালক ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে। ইডেনের একটি স্ট্যান্ডের নামকরণ ঝুলনের নামে হবে। ম্যাচের ফাঁকে এই নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ শুরু হওয়ার আগের দিন, বেঙ্গল জুনিয়র দলকেও সংবর্ধনা দেবে সিএবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিথিলা রাজ। 

Advertisment

আরও পড়ুন- হেরেছে তো কী হয়েছে? রোহিতের সাফল্য প্রশ্নাতীত, পাশে দাঁড়িয়ে দাবি যুবরাজের

টি২০ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)।

cricket Eden Gardens Cricket News T20 Indian Cricket Team Team-India Team India Team India
Advertisment