Advertisment

Harmanpreet Kaur's Captaincy: বিশ্বকাপে লজ্জাজনক বিদায়! বিস্ফোরক সিদ্ধান্তে ক্যাপ্টেন ছাঁটছে জয় শাহের বিসিসিআই

Women's T20I World Cup 2024: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম ম্যাচে হারের পর সেমিতে যাওয়ার সম্ভাবনা ধ্বংস হয়ে গিয়েছিল শেষে অস্ট্রেলিয়ার কাছে হারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah, Harmanpreet Kaur, জয় শাহ, হরমনপ্রীত কউর,

Jay Shah-Harmanpreet Kaur: টি২০ বিশ্বকাপে ভারতীয় মহিলা দল পাকিস্তানকে হারানোর পর শুভেচ্ছা জানিয়েছিলেন জয় শাহ। (ছবি- টুইটার)

Harmanpreet Kaur's Captaincy Future after India Out from Women's T20I World Cup 2024: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে হরমনপ্রীত কৌরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। টি২০ বিশ্বকাপে মহিলা টিম ইন্ডিয়ার হতাশাজনক পারফরম্যান্সের পর এবার নড়েচড়ে বসেছেন বিসিসিআই কর্তারা। তবে এই পরিবর্তনের আগে বিসিসিআই, নির্বাচক কমিটি এবং দলের প্রধান কোচ অমল মজুমদারের সঙ্গে বৈঠক করবে। তার পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সংযুক্ত আরব আমিরশাহিতে যেভাবে সাত তাড়াতাড়ি ভারতীয় দল টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল, তা মোটেই মেনে নিতে পারছেন না বোর্ড কর্তারা। তাঁরা মনে করছেন, এই ব্যর্থতার পিছনে ভারতীয় দলের অধিনায়ক বহুলাংশে দায়ী।

Advertisment

পরিসংখ্যানও হরমনপ্রীতের বিরুদ্ধে। তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল টি২০ বিশ্বকাপের নকআউট পর্বেও উঠতে পারল না। যা মহিলা টিম ইন্ডিয়ার ইতিহাসে প্রথম ঘটল। ২৪ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় মহিলা দল তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। তার আগে অমল মজুমদার ও নির্বাচকদের সঙ্গে বৈঠক সেরে নিতে চাইছেন বিসিসিআই কর্তারা। সেখানে স্কোয়াড বাছাইয়ের কাজটাও হয়ে যাবে। আবার, একইসঙ্গে ওই বৈঠকে হরমনপ্রীতকে চেয়ার থেকেও সরানো হতে পারে। হরমনপ্রীত ২০১৬ সালে ভারতীয় টি২০ দলের অধিনায়ক হয়েছিলেন। সেবার টিম ইন্ডিয়া ঘরের মাঠেই টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। কিন্তু, গত আট বছরে তাঁর নেতৃত্বে ভারতের বিরাট কোনও অগ্রগতি ঘটেনি। মহিলা টিম ইন্ডিয়ার আইসিসি ট্রফির খরা অব্যাহত।  

তবে, তারই মধ্যে ২০২০-তে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। উল্লেখযোগ্য ফল বলতে ওটুকুই। এবারের টি২০ বিশ্বকাপে ভারত উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। যা দলের সেমিফাইনালে ওঠার রাস্তায় বিঘ্ন সৃষ্টি করে। এরপর রবিবার অস্ট্রেলিয়ানরা মহিলা টিম ইন্ডিয়ার কফিনে পেরেক ঠোকার কাজটা করে দেয়। যার ফলে, ছিটকে যেতে হয়েছে ভারতীয় দলকে।  

তবে, অধিনায়কত্ব থেকে সরানো হলেও, মহিলা টিম ইন্ডিয়া দলেই থাকবেন হরমনপ্রীত। এই ব্যাপারে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, 'নতুন অধিনায়ক নিয়ে আলোচনা হতে পারে। ওরা যা চেয়েছিল, বোর্ড সবই দিয়েছে। তারপরও হেরেছে। আমরা মনে করি, এই পরিস্থিতিতে নতুন মুখকে এগিয়ে দেওয়া দরকার। তবে, অধিনায়ক পদ থেকে সরলেও হরমনপ্রীত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলেই থাকবে।'

হরমনপ্রীত সরলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় মহিলা দল নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে। তাতে নতুন অধিনায়ক পরবর্তী একদিনের বিশ্বকাপের জন্য স্কোয়াড তৈরির পর্যাপ্ত সময়ও হাতে পাবেন। এটাই মাথায় রাখছেন বোর্ড কর্তারা। এবারের টি২০ বিশ্বকাপে ভারত চার ম্যাচের দুটোয় হারলেও হরমনপ্রীত কিন্তু, ব্যাটার হিসেবে বেশ সফল। আর, সেই কারণেই তাঁকে আগামিদিনে দলে রাখা হবে বলেই বোর্ড সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- কোহলির সঙ্গে ভুলেও কেউ বাবরের তুলনা কোরো না! বোমা ফাটিয়ে পাক তারকাকে জ্বালালেন অশ্বিন

এবারের টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল বেশ কয়েকটি প্রস্তুতিমূলক শিবির করেছে। পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তারা বেশ কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরশাহিতে চলে গিয়েছিল। বোর্ডের কাছে এমনটাই দাবি করেছিলেন মহিলা টিম ইন্ডিয়ার সদস্যরা। বোর্ড সেই সব দাবি পূরণও করেছে। তারপরও কিন্তু, দল জঘন্য পারফরম্যান্স করে টুর্নামেন্ট থেকে বাদ পড়ল। সেই কারণে এবার সমস্যাটা দূর করতে মরিয়া হয়ে উঠেছেন বিসিসিআই কর্তারা।

BCCI Harmanpreet Kaur Indian Cricket Team T20 World Cup
Advertisment