Advertisment

Ravichandran Ashwin on Babar Azam: কোহলির সঙ্গে ভুলেও কেউ বাবরের তুলনা কোরো না! বোমা ফাটিয়ে পাক তারকাকে জ্বালালেন অশ্বিন

Ravichandran Ashwin on Virat Kohli vs Babar Azam comparison: কোহলির সঙ্গে তুলনার যোগ্যই নয় বাবর আজম, কোনওকিছুর তোয়াক্কা না করে খোলাখুলি বলে দিলেন অশ্বিন

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Babar Azam, বিরাট কোহলি, বাবর আজম,

Virat Kohli-Babar Azam: বামদিকে বিরাট কোহলি ও ডানদিকে বাবর আজম। (ছবি- টুইটার)

Ravichandran Ashwin, Virat Kohli vs Babar Azam comparison: দু'জনেই অফ ফর্মে। আর, দু'জনেই বিশ্বসেরা ব্যাটার। কিন্তু, তাই বলে বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির তুলনা টানা উচিত নয়। এমনটাই মনে করেন ভারতীয় দলের খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন। চলতি ইংল্যান্ড টেস্ট-এ খারাপ ফর্মের জন্য পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন প্রাক্তন অধিনায়ক বাবর আজম। আর, উলটোদিকে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিরও অফ ফর্মের ধারা অব্যাহত। বাংলাদেশ টেস্ট-এও তাঁর অফ ফর্মের গেরো কাটেনি। তার মধ্যেই বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। এই পরিস্থিতিতে কোহলির পাশে দাঁড়িয়ে তাঁর সঙ্গে বাবর আজমের যে তুলনা নেটিজেনরা করছেন, তার চরম সমালোচনা করলেন ভারতীয় অলরাউন্ডার অশ্বিন।

Advertisment

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবরের গত ১৮ টেস্ট ইনিংসে একটাও হাফ সেঞ্চুরি নেই। সেই বাবরের টেস্ট দল থেকে অপসারণের পর, তাঁর সতীর্থ ক্রিকেটার ফখর জামান, বিরাট কোহলির সঙ্গে বাবরের তুলনা টেনেছেন। ফখর জামান প্রশ্ন তুলেছেন, ভারতীয় নির্বাচকরা যখন অফ ফর্মে থাকা কোহলিকে দলে রাখছেন, তখন পাকিস্তানের নির্বাচকরা কেন বাবরকে দলে রাখার সাহস দেখাতে পারলেন না? এরপরই কোহলির হয়ে সুর চড়িয়েছেন অশ্বিন। 

অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'কারও যদি গুণমান থাকে, তবে তাঁকে সুযোগ দেওয়া হলে অবশ্যই রান করবে। আমার মনে হয় যে এটা নিয়ে সীমান্তের ওপারে বিতর্ক বন্ধ হওয়া উচিত। বিভিন্ন চাপের পরিস্থিতিতে বিরাট যেভাবে খেলেছে, ওর ধারেকাছে কেউ নেই। সেকথা মাথায় রেখে বাবর আজম আর বিরাট কোহলিকে একই বন্ধনীতে না ফেলাই উচিত। টেস্ট ব্যাটার হিসেবে বাবর বেশ ভালো। কিন্তু, কোহলি অন্যমানের। অনেকটা জো রুটের মত।' 

আরও পড়ুন- বাবরের কেরিয়ারে ধ্বংস করলেন কামরান! অভিষেকেই শতরান হাঁকিয়ে বিস্ফোরক নজির

বিরাট কোহলির ১১৫ টেস্ট-এ রয়েছে ২৯টি সেঞ্চুরি এবং ৩০টি অর্ধশতক। গড় রান ৪৮.৮৯। মোট রান ৮,৯৪৭। বাবরের ৫৫ টেস্ট-এ আছে নয়টি শতক ও ২৬টি অর্ধশতক। গড় রান ৪৩.৯২। মোট রান ৩,৯৯৭। ইংল্যান্ডে চারটি ম্যাচে বাবরের গড় রান ৬৫.৭৫। সেনা (SENA) নামে পরিচিত চার দেশ- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বাবরের শতরানের সংখ্যা মাত্র এক। টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার পর বাবরকে এবার নিজের ফর্মের পরীক্ষা দিয়েই পাকিস্তান টেস্ট দলে ফিরতে হবে। আর, কোহলির সামনে বুধবার থেকে রয়েছে তিন টেস্ট ম্যাচের নিউজিল্যান্ড সিরিজ। যেখানে তাঁর ভালো ইনিংস দেখার আশায় ভক্তরা। পাঁচ ম্যাচের অস্ট্রেলিয়া সিরিজের আগে সেটাই হবে কোহলি ভক্তদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। 

Babar Azam Cricket News Virat Kohli Ravichandran Ashwin Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment