Advertisment

যুবির জার্সি কি এবার অবসরের পথে? বোর্ডের কাছে এল প্রস্তাব

যুবরাজ সিং দেশের হয়ে ১২ নম্বর জার্সিতেই খেলেছেন। তাঁর অবসরের পর ১২ সংখ্যার জার্সিটিকেও অবসরে পাঠাক বিসিসিআই। এমনটাই প্রস্তাব দিয়েছেন যুবির প্রাক্তন সতীর্থ ও বিশ্বকাপ জয়ী সহযোদ্ধা গৌতম গম্ভীর।

author-image
IE Bangla Web Desk
New Update
'BCCI should retire No. 12 jersey'

২০১১ সাল পর্যন্ত ছিল যুবরাজ সিংয়ের সুসময়

যুবরাজ সিং দেশের হয়ে ১২ নম্বর জার্সিতেই খেলেছেন। তাঁর অবসরের পর ১২ সংখ্যার জার্সিটিকেও অবসরে পাঠাক বিসিসিআই। এমনটাই প্রস্তাব দিয়েছেন যুবির প্রাক্তন সতীর্থ ও বিশ্বকাপ জয়ী সহযোদ্ধা গৌতম গম্ভীর। টুইটারে বোর্ডের কাছে এমনই প্রস্তাব দিয়ছেন দেশের এই প্রাক্তন বাঁ-হাতি ক্রিকেটার।

Advertisment

যুবির অবসরের খবর পেয়ে গম্ভীর টুইটারে লিখলেন, "অসাধারণ কেরিয়ারের জন্য় তোমাকে শুভেচ্ছা প্রিন্স। সাদা বলের ক্রিকেটে তুমি ভারতের সেরা ক্রিকেটার। তোমার শ্রদ্ধার্ঘে বিসিসিআই এবার ১২ নম্বর জার্সিটিকে অবসরে পাঠাক। একটাই আক্ষেপ রয়ে গেল।  চ্যাম্পিয়ন, আমি তোমার মতো ব্যাট করতে পারলাম না। ধন্য়বাদ যুবরাজ।"

আরও পড়ুন: যুবিকে ‘থ্যাঙ্ক ইউ’ বলল আইসিসি, টুইটারে ক্রিকেটারদের শুভেচ্ছার বন্যা

ঘটনাচক্রে ফুটবলের মতো ক্রিকেটে জার্সি অবসরের পাঠানোর উল্লেখ নেই আইসিসি-র নির্দেশিকা নেই। 'ক্রিকেট ঈশ্বর' শচীন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সিটিও বোর্ড অবসরে পাঠানোর কথা ভেবেছে। কিন্তু পুরোটাই বেসরকারি ভাবে। শোনা গিয়েছিল শুধু শচীনেরই নয়, এমএস ধোনির সাত নম্বর ও বিরাট কোহলির ১৮ নম্বর জার্সিটিও বোর্ড অবসরে পাঠানোর কথা ভেবেছে। এখন দেখার কবে শচীন বা যুবির জার্সি আক্ষরিক অর্থে বোর্ড অবসরে পাঠাবে।

cricket BCCI Yuvraj Singh Gautam Gambhir
Advertisment