Advertisment

ভারতে ফের গোলাপি টেস্ট! কবে-কোথায়, বড় ঘোষণায় চমক সৌরভের

ভারতে আবার বসছে গোলাপি বলের টেস্ট। কনফার্ম করলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জাতীয় এক প্রচারমাধ্যমের কাছে কনফার্ম করলেন আসন্ন শ্রীলঙ্কা সিরিজে একটি টেস্ট খেলা হবে গোলাপি বলে নৈশলোকে। আর সেই টেস্ট আয়োজন করবে বেঙ্গালুরু।

Advertisment

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় টি২০ সিরিজ শেষ হচ্ছে ২০ ফেব্রুয়ারি। তারপরে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এবং মার্চের প্রথমার্ধে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টেস্ট এবং তিনটে টি২০ খেলবে।

আরও পড়ুন: রঞ্জিতে খেলুক ওঁরা! টানা ব্যর্থ রাহানে-পূজারাকে সাফ বার্তা সৌরভের

স্পোর্টসস্টার-কে সৌরভ জানিয়েছেন, "বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্ট হতে চলেছে। শ্রীলঙ্কা সিরিজের সমস্ত ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। খুব শীঘ্রই ভেন্যুর বিষয়ে জানানো হবে।"

দেশের মাটিতে এই নিয়ে তৃতীয় দিন রাতের টেস্ট খেলবে ভারত। ২০১৯-এ ইডেনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম পিঙ্ক বলের টেস্ট খেলে। তারপরে গত বছর ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় গোলাপি টেস্ট খেলে টিম ইন্ডিয়া। তবে এবার শ্রীলঙ্কা সিরিজ তাৎপর্যপূর্ণ। কারণ কোহলির সরে দাঁড়ানোর পরে টেস্টে নতুন নেতা দেখা যাবে টিম ইন্ডিয়ায়।

আরও পড়ুন: IPL নিলাম: কোন দলের হাতে কত কোটি, কীরকম স্কোয়াড নিয়ে মহা-যুদ্ধে! জানুন একনজরে

এছাড়াও সৌরভ জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতির অবনতি না ঘটলে ভারতেই বসবে আইপিএলের আসর। "যদি না করোনা পরিস্থিতি আতঙ্কজনক পর্যায়ে পৌঁছয় তাহলে ভারতেই এবার আইপিএল হবে। আইপিএলের ভেন্যুর জন্য মহারাষ্ট্রের মুম্বই, পুণেতে আয়োজনের ভাবনাচিন্তা চলছে। নকআউট পর্বের ভেন্যু পরে চূড়ান্ত করা হবে।" বলে দিয়েছেন সৌরভ।

মহিলাদের টি২০ চ্যালেঞ্জার্স কাপ-ও হবে এবার। জানিয়েছেন মহারাজ, "মে মাসে মহিলাদের চ্যালেঞ্জার্স কাপ হচ্ছে। ক্রিকেটারদের সংখ্যা বাড়লে আমরা মহিলাদের আইপিএল আয়োজন করার বিষয়েও আশাবাদী। আইপিএলের প্লে অফ চলাকালীন এবার মহিলাদের টি২০ চ্যালেঞ্জার্স হচ্ছে।"

আরও পড়ুন: ২০ লক্ষ নয়, মেগা নিলামের আগে নিজের বেস প্রাইস অনেকটাই বাড়ালেন শাহরুখ

বিরাট কোহলি সরে দাঁড়ানোর পরে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়েও মুখ খুলেছেন সৌরভ। জানিয়েছেন, "নির্বাচকদের হাতে বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে। ওঁরা যে সিদ্ধান্ত নেবেন, সেটা ধরেই চলতে হবে আমাদের।"

এদিকে, ৬ ফেব্রুয়ারি প্ৰথম ওয়ানডেতে ভারত মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই ম্যাচেই ভারত ১০০০তম আন্তর্জাতিক ওয়ানডেতে খেলতে নামবে। একদিন আগেই ভারতীয় শিবিরে আছড়ে পড়েছে করোনা। শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, নভদীপ সাইনিরা যেমন আক্রান্ত হয়েছেন, তেমন সাপোর্ট স্টাফদের গ্রুপে ফিল্ডিং কোচ টি দিলীপ, সিকিউরিটি লিয়াজোঁ আধিকারিক বি লোকেশ এবং থেরাপিস্ট রাজীব কুমার করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েন। ঐতিহাসিক ওয়ানডে ক্লোজড ডোরে খেলা হবে। এমনটা জানিয়ে হতাশা প্রকাশ করেন সৌরভ।

আরও পড়ুন: ১২ বছর পর IPL-এ নেই গেইল! অনুরোধ সত্ত্বেও নাম লেখালেন না নিলামে

"ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যখন ৫০০তম ওয়ানডে খেলে, সেই সময় আমি জাতীয় দলের ক্যাপ্টেন খেলে। এটা বড় মুহূর্ত হতে চলেছে টিম ইন্ডিয়ায়। তবে দুর্ভাগ্যজনকভাবে এই ম্যাচে দর্শকরা থাকতে পারবেন না। গোটা সিরিজই তো ফাঁকা স্টেডিয়ামে খেলতে হবে। কোভিড পরিস্থিতি যা থাকলে আরও ভালভাবে এই মুহূর্ত স্মরণীয় করে রাখা যেত। এই আইকনিক ম্যাচের জন্য আমরা সেভাবে প্ল্যানিংই করে উঠতে পারলাম না।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Sourav Ganguly Pink Ball Sri Lanka
Advertisment