বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার জেরে হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠক করতে চলেছেন বিসিসিআইয়ের কর্তারা। সূত্রের খবর, রোহিত শর্মা ও গৌতম গম্ভীর বিসিসিআইয়ের সঙ্গে বেশ কয়েকটি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। ওই সব বৈঠকে টিম ইন্ডিয়ার ত্রুটিগুলি বিশ্লেষণ করা হবে।
বৈঠকে প্রধান নির্বাচক অজিত আগরকর ও অন্যান্য ঊর্ধ্বতন বিসিসিআই কর্তারাও উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে ভারত। এই পরাজয়ের আলোচনার মধ্যেই বৈঠকে উঠে আসতে পারে রবিচন্দ্রন অশ্বিনের আকস্মিক অবসর নেওয়া। আর, বিরাট কোহলির মত নামী খেলোয়াড়ের ধারাবাহিক খারাপ ফর্মের মত বিষয়ও।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রধান নির্বাচক অজিত আগরকর বর্তমানে বিজয় হাজারে ট্রফি ২০২৪-২৫ এর নকআউট পর্বে অংশ নিতে ভাদোদরায় রয়েছেন। রোহিত ও গম্ভীরের সঙ্গে বৈঠকের আগে তিনি প্রথমে নির্বাচন কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলেই মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই রবিবার এই ইস্যুতে একটি বিশেষ সাধারণ সভা (এসজিএম) আয়োজন করতে চলেছে। যেখানে দেবজিৎ সাইকিয়া নতুন বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব নেবেন। ভারত ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে পৌঁছে যেত। কিন্তু, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নাটকীয়ভাবে ০-৩ ব্যবধানে পরাজয় বা হোয়াইটওয়াশ হওয়া এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজে হারের জন্যই টিম ইন্ডিয়া ডব্লিউটিসি ফাইনালে যেতে পারল না।
প্রতিবেদন অনুসারে, নির্বাচক এবং বিসিসিআই প্রশাসকদের মধ্যে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বৈঠকে কেবল ভারতের পরাজয় নিয়েই আলোচনা হবে না। বরং, খেলোয়াড়দের অসন্তোষের বিষয়টিও বৈঠকে উঠে আসবে। গত মাসে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যে দলের বেশ কয়েকজন খেলোয়াড় গৌতম গম্ভীর ও তাঁর কর্মীদের টিম পরিচালনার কায়দায় অসন্তুষ্ট। রাহুল দ্রাবিড়ের আমলে তাঁরা যে সহানুভূতি পেতেন, গম্ভীরের আমলে তা উধাও বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন- ঘরোয়া ক্রিকেটই খেলতে পারেন না, টেস্ট খেলবেন কীভাবে? বিরাট অভিযোগ বিরাটদের বিরুদ্ধে
সিডনিতে শেষ টেস্টে রোহিত শর্মার নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এবং বিরাট কোহলির ব্যাট হাতে বারবার ব্যর্থতা নিয়েও বৈঠকে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে। রবিচন্দ্রন অশ্বিনের অবসরের প্রসঙ্গও উঠে আসবে এই আলোচনায়। এই বৈঠকে, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর দলও নির্বাচন করা হবে। এই দল নির্বাচনের চূড়ান্ত তারিখ ১২ জানুয়ারি বলেই সূত্রের খবর।