Advertisment

করোনা কমছেই না, ঘরোয়া ক্রিকেট বাতিল করার পথে বোর্ড

সৌরভ কিছুদিন আগেই ঘরোয়া ক্রিকেট নিয়ে আশ্বাস দিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে বোর্ড কতটা নিজেদের প্রতিশ্রুতি রাখতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চলতি বছরে ঘরোয়া ক্রিকেট সম্ভবত বাতিল করতে চলেছে বিসিসিআই। করোনার প্রকোপ এখনো নিয়ন্ত্রণে না আসায় এমন সিদ্ধান্ত নিতে চলেছে দেশের ক্রিকেট বোর্ড। সংক্রমণের নিরিখে এই মুহূর্তে ভারত ব্রাজিলকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিদিনই সংক্রমণের সংখ্যা নজির গড়ছে। এমন অবস্থায় বোর্ড ঘরোয়া ক্রিকেট মরশুম বাতিল করতে চলেছে এই বছর।

Advertisment

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এখনো এই বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত না নেওয়া হলেও, আপাতত রঞ্জি ট্রফি, দেওধর ট্রফি, দলীপ ট্রফির মত ঘরোয়া ক্রিকেটে আয়োজন না করার মনস্থির করে ফেলেছে বোর্ড। সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগেই ঘরোয়া ক্রিকেট নিয়ে আশ্বাস দিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে বোর্ড কতটা নিজেদের প্রতিশ্রুতি রাখতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে।

আরও পড়ুন: কেকেআরের প্রস্তাব মুস্তাফিজুরকে, এনওসি দিল না বাংলাদেশ বোর্ড

বোর্ডের এক কর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানান, "কিছু কিছু রাজ্যে পরিস্থিতি বেশ খারাপ। অন্য রাজ্যে আরো খারাপের দিকে। এমন অবস্থায় আগামী তিন চার মাসের পরিকল্পনা কীভাবে করা সম্ভব, যেখানে আগামীকাল কী হবে, তা কেউ জানে না।" এর আগে বোর্ডের পরিকল্পনা ছিল আর্থিক দিক থেকে প্রয়োজনীয় বেশ কিছু ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করবে তারা। এই বিষয়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে চিঠিও দেন সৌরভ। তবে শত শত ক্রিকেটারদের জৈব নিরাপত্তা বলয় তৈরি করে টুর্নামেন্ট আদৌ আয়োজন করতে পারবে কিনা বোর্ড, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

বোর্ডের সেই কর্তা জানান, "প্রথমে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি প্রয়োজন। তারপর সংশ্লিষ্ট শহরের মিউনিসিপ্যালিটির ছাড়পত্র চাই। সেটা পাওয়া গেলেও ৩৭ টা রঞ্জি ট্রফি দল, পাঁচটা দলীপ দল, এবং আরো ঘরোয়া ক্রিকেটের দল নিয়ে টুর্নামেন্ট খেলা এই মুহূর্তে অসম্ভব।"

ঘরোয়া ক্রিকেটে বন্ধ করে দিলেও বোর্ড সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজন করছে। ১৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। দুবাই, আবু ধাবি এবং শারজায় খেলা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket BCCI
Advertisment