Advertisment

অধিনায়কত্ব নিয়ে চরম সিদ্ধান্তের পথে বোর্ড! কোহলির জন্য দুঃসংবাদ

বিশ্বকাপ বিপর্যয়ের জন্য কোহলির নেতৃত্ব মোটেই ভাল চোখে দেখছে না বোর্ড। তাই আগামী বিশ্বকাপে ২০২৩-এ খুব সম্ভবত রোহিতকে নেতা বানিয়ে বিশ্বকাপ পুনরূদ্ধারের পথে হাঁটবে ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
virat kohli and rohit sharma

তিন ফর্ম্য়াটে আর নেতা থাকছেন না কোহলি (টুইটার)

বিশ্বকাপে বিপর্যয়। এবং তা মোটেই ভালভাবে নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এত পরিকল্পনা, এত প্রস্তুতি- ধাক্কা দিয়ে গেল সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার। তাই এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। জানা গিয়েছে, কোহলি-রোহিতের ক্যাপ্টেনশিপের বিষয়েও সিরিয়াসলি ভাবতে শুরু করেছে বোর্ড। এবং সেখানে কোহলির জন্য যথেষ্ট দুঃশ্চিন্তা অপেক্ষা করছে। জানা গিয়েছে, এবার তিন ফর্ম্যাটের ক্রিকেটে অধিনায়কত্ব ভাগাভাগি করে দেওয়া হতে পারে। কোহলির সঙ্গেই নেতৃত্বে আনা হতে পারে রোহিত শর্মাকে।

Advertisment

সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা বলেছেন, ভাল দল সবসময়েই বিশ্বকাপের পরেই পরবর্তী সংস্করণের জন্য ভাবনা শুরু করে দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ডও ব্যতিক্রম হবে না। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে নেতৃত্বে নতুন কাউকে আনার পরিকল্পনা রয়েছে। খুব সম্ভবত, সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হতে পারে রোহিত শর্মাকে। তবে টেস্ট ক্রিকেটে কোহলি যথারীতি নেতৃত্ব চালিয়ে যাবেন।

আরও পড়ুন কোহলি-রোহিতের ঠাণ্ডা যুদ্ধেই বিপর্যয়, টিম ইন্ডিয়ায় ফাঁস বিরাটের ‘অনাচার’

কোহলির জায়গায় ক্যাপ্টেন এবার রোহিত! বিশ্বকাপের পরেই নেতা বদল

বোর্ড কর্তার বক্তব্যেই পরিষ্কার, বিশ্বকাপ বিপর্যয়ের জন্য কোহলির নেতৃত্ব মোটেই ভাল চোখে দেখছে না বোর্ড। তাই আগামী বিশ্বকাপে ২০২৩-এ খুব সম্ভবত রোহিতকে নেতা বানিয়ে বিশ্বকাপ পুনরূদ্ধারের পথে হাঁটবে ভারত।

বিশ্বকাপের পরেই দৈনিক জাগরণের প্রতিবেদনে জানানো হয়, কীভাবে জাতীয় দল দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছে। একদিকে বিরাটের অধিনায়কত্বে খেলতে প্রস্তুত কিছু ক্রিকেটার। তবে রোহিতের বিদ্রোহী শিবিরেও রয়েছে অনেক ক্রিকেটার, যাঁদের অনেকেই আবার বেশ বড় নাম। সেই প্রতিবেদনে আরও লেখা হয়েছিল, রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি কীভাবে প্রথম একাদশ বাছাইয়ের সময়ে আনুগত্যকেই মাপকাঠি বানিয়ে ফেলেছিলেন। পারফরম্যান্স যেখানে প্রথম একাদশের চূড়ান্ত লক্ষ্য, সেখানে কোহলি-শাস্ত্রী দিনের পর দিন নিজেদের পছন্দের ক্রিকেটারদের খেলিয়ে গিয়েছেন।

কোহলি-শাস্ত্রী দেশে ফিরলেই বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-দের সঙ্গে বৈঠক হওয়ার কথা। সেখানেই ইঙ্গিত দিয়ে দেওয়া হবে কোহলি সম্ভবত তিন ধরনের ফর্ম্যাটে অধিনায়কত্ব করবেন না। জানা গিয়েছে, আইপিএল চলাকালীনই বিশ্বকাপগামী ক্রিকেটারদের যাতে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার ক্ষেত্রে কোহলি- রোহিতের মতপার্থক্য প্রকাশ্য়ে চলে আসে।

Virat Kohli BCCI Rohit Sharma Cricket World Cup
Advertisment