Advertisment

করোনা হলেই বাদ জাতীয় দল থেকে! কোহলিদের চরম হুঁশিয়ারি দিল বোর্ড

করোনার দ্বিতীয় ঢেউয়ে যেভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে ভারত, সেই জন্যই চরম সতর্কতামূলক পদক্ষেপ নিতে চায় বিসিসিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা নিয়ে কড়া সতর্কবার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরের আগেই জাতীয় দল মুম্বইয়ে একত্রিত হয়ে হার্ড কোয়ারেন্টাইন পর্ব সারবে ১৪ দিনের। সেই সময়ে কোভিড টেস্টে কারোর রিপোর্ট পজিটিভ এলে সরাসরি তাঁকে বাদ দিয়ে দেওয়া হবে ইংল্যান্ড সফরগামী দল থেকে। এমন ভাষাতেই জাতীয় দলের ক্রিকেটারদের বার্তা দিল বোর্ড।

Advertisment

"ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে, মুম্বইয়ে আসার পরে কেউ কোভিড পজিটিভ ধরা পড়লে, সে নিজেকে ইংল্যান্ড সফরের বাইরে ধরে নিতে পারে। কোনো ক্রিকেটারের জন্য বোর্ড নতুন কোনো চার্টার্ড ফ্লাইট ব্যবহার করবে না।"

আরো পড়ুন: আবারও পজিটিভ হাসি! করোনা আক্রান্ত অস্ট্রেলীয়কে নিয়ে দুর্দশার অন্ত নেই সিএসকের

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দলের ফিজিও যোগেশ পারমার জাতীয় দলের ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন আইপিএল বন্ধ হওয়ার থেকে মুম্বইয়ে একত্রিত হওয়া এই সময়ে বাড়িতে থাকলেও ক্রিকেটাররা যেন নিজেদের সাবধানে রাখেন। কিছুটা আইসোলেশনে রাখেন।

ক্রিকেটার, সাপোর্ট স্টাফ তাদের পরিবার- মুম্বইয়ে যোগ দেওয়ার দিনেই প্রত্যেকের করোনা টেস্ট হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটাররা সমবেত হওয়ায় এবার বায়ো বাবলে কোনো ফাঁক রাখতে চাইছে না বোর্ড। জুনের ২ তারিখ ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। ১৮ তারিখ শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তারপরেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ।

আইপিএলের বায়ো বাবল ভাইরাস সংক্রমিত হওয়ার পর বোর্ড এবার আর সাবধানী। বোর্ডের তরফে জানানো হয়েছে ক্রিকেটারদের সঙ্গে যে পরিবারের সদস্যরা যাচ্ছেন, তাঁদের মুম্বইয়ে আসার আগেও একপ্রস্থ করোনা টেস্ট করিয়ে আসতে হবে। ক্রিকেটারদের ক্ষেত্রে জোড়া নেগেটিভ রিপোর্ট নিয়ে মুম্বইয়ে আসতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে যেভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে ভারত, সেই জন্যই চরম সতর্কতামূলক পদক্ষেপ নিতে চায় বিসিসিআই।

বোর্ডের তরফে ইতিমধ্যেই ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে যেন ক্রিকেটাররা মুম্বইয়ে পা রাখেন। কোভিশিল্ডের এস্ট্রোজেনেকা ইংল্যান্ডে সহজলভ্য হওয়ায় ইংল্যান্ড সফর চলাকালীন দ্বিতীয় ডোজ দেওয়া হবে ক্রিকেটারদের। ইতিমধ্যেই বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, উমেশ যাদব কোভিডের প্রতিষেধক নিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Indian Cricket Team
Advertisment