/indian-express-bangla/media/media_files/2025/02/11/FN0pPQvbhlOMjQlNIEF7.jpg)
Indian Team Members: আহমেদাবাদে ভারতীয় দলের সদস্যরা। (ছবি- বিসিসিআই)
England's target is Champions Trophy: 'ভারতের কাছে ৩-০ ব্যবধানে হারলেও আমার কিছু যায় আসে না'- আহমেদাবাদে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড দল নামার আগে এমনই বেখাপ্পা মন্তব্য করলেন ইংল্যান্ডের তারকা খেলোয়াড় বেন ডাকেট। তাঁর দাবি, ইংল্যান্ড দলের আসল লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে জিতলেই ভারত সিরিজ গুরুত্বহীন হয়ে যাবে। মঙ্গলবার ডাকেট এই মন্তব্য করেছেন। সিরিজে আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও দুবাইতে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বুধবার আহমেদাবাদের ম্যাচই ভারত ও ইংল্যান্ডের কাছে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচে জিতলেই ইংল্যান্ড সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হবে। ইতিমধ্যে ইংল্যান্ড দল টি২০ সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে। তারই মধ্যে ডাকেট মঙ্গলবার বলেন, 'আমরা এখানে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য এসেছি। আমাদের ধারণা যে জিততে পারব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারে অন্যরকম খেলা খেলবে ইংল্যান্ড। তাই যদি আমরা এই সিরিজে ভারতের কাছে ৩-০ ব্যবধানে হারিও, আমাদের কিছু যায় আসে না। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানো।'
উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড ২২ ফেব্রুয়ারি লাহোরে অ্যাশেজের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে। এরপর গ্রুপ ম্যাচে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। সেই ব্যাপারে বাঁ-হাতি ওপেনার ডাকেট বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা জিততে শুরু করলে আর পিছনের দিকে তাকাব না।' ডাকেট যাই বলুন, তাঁর এই মনোভাবে আহমেদাবাদে দলের সম্ভাব্য পরাজয়ের কলঙ্ক ঢাকতেই বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।
আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড ৩য় ওয়ানডে ম্যাচ, প্রথম একাদশে বিরাট রদবদল?
ডাকেটদের কোচ ব্রেন্ডন ম্যাককালামের দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম সাদা বলের সফর। তার শুরুটা মোটেও ভালো হয়নি। টি২০ সিরিজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে হেরেছে। তবে তাতে তাঁরা বিচলিত হচ্ছেন না বলেই বোঝানোর চেষ্টা করেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। তিনি বলেছেন, 'আমরা সঠিক সময়েই সেরা জায়গায় পৌঁছব। আমরা আমাদের সেরা পারফরম্যান্স করতে পারিনি। তাতেও এই ভারতীয় দলের কাছে সামান্য ব্যবধানে হেরেছি। আমরা তারপরও এনিয়ে নিজেদের মধ্যে কোনও মিটিং করিনি। আসলে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে পরিস্থিতিটা আমরা বদলে দিতে পারব বলেই বিশ্বাস।' কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবেন বলে ভারতে হারতে হবে? ডাকেটের কথা শুনে এই প্রশ্ন উঠে আসতে বাধ্য। আর, তাতেই মনে হবে যেন হারিয়ে ফেলা আত্মবিশ্বাস বাঁচাতেই এখন চ্যাম্পিয়ন্স ট্রফির গল্প ফাঁদছেন ইংরেজ তারকা।